অনুবাদ
- ক. What is your father?
- খ. What is your father doing
- গ. What does your father?
- ঘ. What your father does?
উত্তরঃ What is your father?
2. I can't help doing it - বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?
- ক. আমি এটা না করে পারি না
- খ. আমি এটা সাহায্য ছাড়া করেতে পারি না
- গ. আমি এটা করতে সাহায্য না করে পারি না
- ঘ. আমি এটা সাহায্য নিয়েও করতে পারি না
উত্তরঃ আমি এটা না করে পারি না
3. আল্লাহ তোমার মঙ্গল করুন। নিচের কোনটি সঠিক?
- ক. May Allah bless you
- খ. May Allah do you good
- গ. May Allah save you
- ঘ. Might Allah bless you
উত্তরঃ May Allah bless you
4. ‘গরু ঘাস খেয়ে বাঁচে’ বাক্যটির ইংরেজি হবে -
- ক. The cow eats grass
- খ. Cows eat grass
- গ. The cow lives on grass
- ঘ. Cow lives eating grass
উত্তরঃ The cow eats grass
5. He has gone to dog- এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
- ক. সে কুকুর তাড়িয়েছে
- খ. সে গোল্লায় গেছে
- গ. সে কুকুর ভালবাসে
- ঘ. সে কুকুর নিয়ে গেছে
উত্তরঃ সে গোল্লায় গেছে
6. আমি তাকে পড়তে শুনলাম - সঠিক অনুবাদ কোনটি?
- ক. I heard him to read
- খ. I heard him reading
- গ. I have heard him reading
- ঘ. I saw him reading
উত্তরঃ I heard him reading
7. Man gets as much as he wants এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
- ক. মানুষের চাওয়া বেশি, পাওয়া বেশি
- খ. মানুষ যত পায়, তত চায়
- গ. মানুষের চাওয়ার শেষ নেই
- ঘ. মানুষ যা চায় তা পায় না
উত্তরঃ মানুষ যত পায়, তত চায়
8. 'It is a long story' এর সঠিক বাংলা অনুবাদ -
- ক. সে এক বিরাট ইতিহাস
- খ. বড় কাহিনী
- গ. সে অনেক কথা
- ঘ. সে অনেক বড় কাহিনী
উত্তরঃ সে অনেক কথা
- ক. He was truthful, was he?
- খ. He was an honest man, wasn't he?
- গ. He was an honest man, did not he?
- ঘ. He was really an honest man?
উত্তরঃ He was an honest man, wasn't he?
10. আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি?
- ক. He received your letter just now.
- খ. I have just received your letter
- গ. I just have received your letter.
- ঘ. Just I have received your letter.
উত্তরঃ I have just received your letter
- ক. One should not concentrate on rumour.
- খ. We should not hear rumour.
- গ. One should not give ear to rumour.
- ঘ. We should not give our ear on rumour.
উত্তরঃ One should not give ear to rumour.
12. সে হাঁপাতে হাঁপাতে এখানে আসল।
- ক. He has come here exhausted.
- খ. He had come here runing.
- গ. He came here hurriedly.
- ঘ. He came here panting.
উত্তরঃ He came here panting.
13. কিছু করার আগে ভাল করে ভেবে নাও।
- ক. Think before you do anything.
- খ. Look before you leap.
- গ. Look before you do.
- ঘ. Think before you leap.
উত্তরঃ Look before you leap.
14. শিশুটি হাসতে হাসতে আমার কাছে এল।
- ক. The baby came to me to laughing
- খ. The baby came to me laughing
- গ. The baby came to me in laughing
- ঘ. The baby came to me by laughing
উত্তরঃ The baby came to me laughing
15. Patience has it reward - এ বাক্যের যথার্থ অনুবাদ
- ক. সবুরে মেওয়া ফলে
- খ. রোগী পুরস্কার পেয়েছে
- গ. রোগীর জন্য পুরস্কার আছে
- ঘ. ধৈর্যের মূল্যায়ণ হয়েছে
উত্তরঃ রোগীর জন্য পুরস্কার আছে
16. He is out of luck - এর অর্থ কি?
- ক. সে ভাগ্য হারিয়েছে
- খ. সে ভাগ্যহারা
- গ. তার পোড়া কপাল
- ঘ. সে ভাগ্যের বাইরে
উত্তরঃ তার পোড়া কপাল
17. ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে’ - এর ইংরেজি অনুবাদ হলো -
- ক. It is raining since morning
- খ. It has been raining since morning
- গ. I has been raining from morning
- ঘ. It is raining for morning
উত্তরঃ It has been raining since morning
18. 'Penny wise, pound foolish' এর সঠিক অনুবাদ হলো :
- ক. পেনিতে জ্ঞানী, পাউন্ডে বোকা
- খ. বজ্র আঁটুনি ফসকা গেরো
- গ. দেখতে বোকা কিন্তু চালাক
- ঘ. কম জ্ঞানী বেশি বোকা
উত্তরঃ বজ্র আঁটুনি ফসকা গেরো
19. The boy takes after his father.
- ক. বালকটি তার বাবার প্রতি যন্তশীল।
- খ. বালকটি তার বাবার মত হতে চায়।
- গ. বালকটি তার বাবাকে অনুসরণ করে।
- ঘ. বালকটি তার বাবার মতো।
উত্তরঃ বালকটি তার বাবার মতো।
20. To err is human.
- ক. মানুষ মরণশীল।
- খ. মানবজাতি প্রতিহিংসাপরায়ণ।
- গ. মানুষ মাত্রই ভুল করে
- ঘ. মানুষ মানষকে ভালোবাসে।
উত্তরঃ মানুষ মাত্রই ভুল করে
21. After meat comes mustard এর বাংলা ভাবার্থ কি?
- ক. চোরপালালে বুদ্ধি আসে
- খ. প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক
- গ. অনুপম বন্ধুত্ব
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
22. The correct translation of the sentence ‘তাহারা আসিতে রাজী হইল না’ is -
- ক. They did not agreed to come
- খ. They were not willfull to come
- গ. They refused to come
- ঘ. They denied to come
উত্তরঃ They refused to come
- ক. The wonderful work
- খ. The beautiful work
- গ. The work wonderful
- ঘ. What is strange?
উত্তরঃ The wonderful work
24. ‘আমার টাকা ছিল না’ এর সঠিক ইংরেজি কোনটি?
- ক. I have no money
- খ. I had no money
- গ. I was no money
- ঘ. I has no money
উত্তরঃ I had no money
25. Ill got ill spent- এর সঠিক অনুবাদ--
- ক. রোগ হলে চিকিৎসা খরচ বহন করতে হয়
- খ. যেমন কর্ম তেমন ফল
- গ. অল্প আয়ে অল্প ব্যয়
- ঘ. পাপের ধন প্রায়শ্চিত্যে যায়
উত্তরঃ পাপের ধন প্রায়শ্চিত্যে যায়