সাহিত্য
1. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
- ক. মহাকাব্য
- খ. সনেট
- গ. পত্রকাব্য
- ঘ. গ
উত্তরঃ মহাকাব্য
2. ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
- ক. সঞ্চয়
- খ. কবীন্দ্র পরমেশ্বর
- গ. শ্রীকর নন্দী
- ঘ. কাশীরাম দাস
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
3. ‘পাহাড়তলী’ গ্রামে জম্মগ্রহণ করেন-
- ক. মুকুন্দরাম চক্রবর্তী
- খ. সৈয়দ শামসুল হক
- গ. শামসুর রহমান
- ঘ. সেলিম আল দ
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী
4. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
- ক. পরশুরাম
- খ. নীললোহিত
- গ. ভানুসিংহ ঠাকুর
- ঘ. গাজী মিয়া
উত্তরঃ ভানুসিংহ ঠাকুর
5. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
- ক. দেশি উপসর্গযোগে
- খ. বিদেশি উপসর্গযোগে
- গ. সংস্কৃত উপসর্গযোগে
- ঘ. কোনটি নয়
উত্তরঃ দেশি উপসর্গযোগে
6. যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
- ক. মাত্রাবৃত্ত
- খ. অক্ষরবৃত্ত
- গ. মুক্তক
- ঘ. স্বরবৃত্ত
উত্তরঃ স্বরবৃত্ত
7. বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
- ক. সমাস দ্বারা
- খ. উপসর্গ যোগে
- গ. লিঙ্গ পরিবর্তন দ্বারা
- ঘ. ক, খ ও গ তিন উপায়েই হয়
উত্তরঃ লিঙ্গ পরিবর্তন দ্বারা
- ক. রত্ন>রতন
- খ. স্ত্রী>ইস্ত্রী
- গ. গ্রাম>গেরাম
- ঘ. স্নেহ>সিনেহ
উত্তরঃ স্ত্রী>ইস্ত্রী
12. “ লোভে পাপ, পাপে মৃত্যু”-এর ইংরেজি অনুবাদ কোনটি?
- ক. Greed leads to sin and to death
- খ. Greed leaded to sin and to death
- গ. Greed leading to sin and to death
- ঘ. Greed leads to sin and death
উত্তরঃ Greed leads to sin and to death
13. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
- ক. দাঁড়ি
- খ. সেমিকোলন
- গ. কোলন
- ঘ. কমা
উত্তরঃ কমা
14. ‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ ! -এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
- ক. বিরক্তি
- খ. রাগ
- গ. ভর
- ঘ. হুমকি
উত্তরঃ বিরক্তি
15. 'The fire is out' - বাক্যটির অনুবাদ কী?
- ক. আগুন বাইরে
- খ. বাইরে আগুন
- গ. আগুন ছড়িয়ে পড়েছে
- ঘ. আগুন নিভে গেছে
উত্তরঃ আগুন ছড়িয়ে পড়েছে
17. Where there is a will, there is -.
- ক. a path
- খ. many ways
- গ. a way
- ঘ. a well-wisher
উত্তরঃ a way
19. তুমি কি জানো সে কোথায় থাকে?
- ক. Do you know where dose he live?
- খ. Do you know where he live?
- গ. Do you know where he is live?
- ঘ. Do you know where he lives?
উত্তরঃ Do you know where he lives?
21. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- এই বাক্যে মরি মরি -
- ক. বিশেষণের-বিশেষণ
- খ. পদাশ্রিত নির্দেশক
- গ. সমুচ্চয়ী অব্যয়
- ঘ. অনন্বয়ী অব্যয়
উত্তরঃ অনন্বয়ী অব্যয়
22. বিভক্তিহীন নাম পদকে বলা হয় -
- ক. সাধিত শব্দ
- খ. প্রাদিপাদিক
- গ. নাম শব্দ
- ঘ. ক্রিয়া
উত্তরঃ প্রাদিপাদিক
23. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. তিনিই সমাজরে মাথা
- খ. মাথা খাটিয়ে কাজ করবে
- গ. লজ্জায় আমার মাথা কাটা গেল
- ঘ. মাথা নেই তার মাথা ব্যথা
উত্তরঃ মাথা খাটিয়ে কাজ করবে
25. বাবা বাড়ি নেই-বাক্যটিতে ‘বাড়ি’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কম্যে শূণ্য
- খ. কর্তৃকারকে শূন্য
- গ. অধিকরণে শূন্য
- ঘ. অপাদানে শূন্য
উত্তরঃ অধিকরণে শূন্য