৩৬তম বিসিএস প্রিলি
1. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
- ক. ছায়ানট
- খ. চক্রবাক
- গ. রুদ্রমঙ্গল
- ঘ. বালুচর
- ক. সুবচন
- খ. রক্তাক্ত প্রান্তর
- গ. নূরলদীনের সারা জীবন
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
- ক. রাখালী
- খ. মাটির কান্না
- গ. বেদের মেয়ে
- ঘ. বোবা কাহিনী
5. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
- ক. শ্রীচৈতন্যদেব
- খ. শ্রীকৃষ্ণ
- গ. আদিনাথ
- ঘ. মনোহর দাশ
6. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
- ক. কবর
- খ. চিঠি
- গ. রক্তাক্ত প্রান্তর
- ঘ. মুখরা রমণী বশীকরণ
7. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?
- ক. ১৭৫৬
- খ. ১৭৫২
- গ. ১৭৬০
- ঘ. ১৭৬২
8. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
- ক. দৌলত কাজী
- খ. মাগন ঠাকুর
- গ. সাবিরিদ খান
- ঘ. আলাওল
9. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
- ক. কবিগান
- খ. পুঁথি সাহিত্য
- গ. নাথ সাহিত্য
- ঘ. বৈষ্ণব পদ সাহিত্য
10. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির রচয়িতা?
- ক. উইলিয়াম কেরি
- খ. গোলকনাথ শর্মা
- গ. রামরাম বসু
- ঘ. হরপ্রসাদ রায়
11. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
- ক. বঙ্গদূত
- খ. জ্ঞানান্বেষণ
- গ. জ্ঞানাঙ্গুর
- ঘ. সংবাদ প্রভাকর
12. হরিনাথ মজুমদার সম্পদিত পত্রিকার নাম-
- ক. অবকাশ রঞ্জিকা
- খ. বিবিধার্য সংগ্রহ
- গ. কাব্য প্রকাশ
- ঘ. গ্রামবার্তা প্রকাশিকা
13. নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
- ক. চার ইয়ারী কথা
- খ. পালামৌ
- গ. দৃষ্টিপাত
- ঘ. দেশে বিদেশে
14. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজজীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
- ক. গণদেবতা
- খ. পদ্মানদীর মাঝি
- গ. সীতারাম
- ঘ. পথের পাঁচালী
15. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?
- ক. বিহারী-বিনোদিনী
- খ. নিখিলেস-বিমলা
- গ. মধুসূদন-কুমুদিনী
- ঘ. অমিত-লাবণ্য
16. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
- ক. রিক্তের বেদন
- খ. সর্বহারা
- গ. আলেয়া
- ঘ. কুহেলিকা
17. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
- ক. ব্রজাঙ্গনা
- খ. বিলাতের পত্র
- গ. বীরাঙ্গনা
- ঘ. হিমালয়
18. ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
- ক. সোনার তরী
- খ. চিত্রা
- গ. মানসী
- ঘ. বলাকা
19. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
- ক. শাসমুর রাহমান
- খ. আল মাহমুদ
- গ. আবুল ফজল
- ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
20. কোনটি শওকত ওসমানের রচনা নয়?
- ক. চৌরসন্ধি
- খ. ক্রীতদাসের হাসি
- গ. ভেজাল
- ঘ. বনি আদম
21. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন-
- ক. জন ক্লার্ক মার্শম্যান
- খ. উইলিয়াম কেরি
- গ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
- ঘ. ডেভিড হেয়ার
24. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
- ক. সভাসদ
- খ. শুভেচ্ছা
- গ. ফলবান
- ঘ. তম্বী