৩৬তম বিসিএস প্রিলি
126. দূর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
- ক. ১ জানুয়ারি
- খ. ১১ জানুয়ারি
- গ. ১৯ জানুয়ারি
- ঘ. ২১ মার্চ
127. সুনামীর কারণ হলো-
- ক. ঘূর্ণীঝড়
- খ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- গ. সমুদ্রের তলদেশে ভূমি কম্পন
- ঘ. আগ্নেয়াগিরির অগ্লুৎপাত
128. যে সব অনুজীব রোধ সৃষ্টি করে তাদের বলা হয় -
- ক. প্যাথজেনিক
- খ. ইনফেকশন
- গ. টক্সিন
- ঘ. জীবাণু
129. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরী?
- ক. স্বীকৃতি
- খ. স্নেহ
- গ. সাফল্য
- ঘ. উল্লেখিত সব কটি
130. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
- ক. ট্রিপসিন
- খ. লাইপেজ
- গ. টয়ালিন
- ঘ. অ্যামাইলেজ
131. বায়ুমন্ডলের শতকরা কতভাগ আরগম বিদ্যমান?
- ক. ৭৮.০
- খ. ০.৮
- গ. ০.৪১
- ঘ. ০.৩
132. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
- ক. হৃদযন্ত্রে
- খ. বৃক্কে
- গ. ফুসফুসে
- ঘ. প্লিহাতে
133. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
- ক. ট্রান্সফরমার
- খ. ডায়নামো
- গ. বৈদ্যুতিক মটর
- ঘ. হুইল
134. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
- ক. স্নায়ুতন্ত্রের
- খ. রেচন তন্ত্রের
- গ. পরিপাক তন্ত্রের
- ঘ. শ্বাস তন্ত্রের
135. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
- ক. জন্ডিস
- খ. এইডস
- গ. নিওমোনিয়া
- ঘ. চোখ ওঠা
136. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
- ক. বায়োজলী
- খ. জুওলজী
- গ. জেনেটিক
- ঘ. ইভোলিওশন
137. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
- ক. ডিজেল
- খ. পেট্রোল
- গ. অকটেন
- ঘ. সিএনজি
138. মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয় -
- ক. শব্দ শক্তি
- খ. তড়িৎ শক্তি
- গ. আলোক শক্তি
- ঘ. চৌম্বক শক্তি
139. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
- ক. আলফা রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. গালা রশ্মি
- ঘ. আলট্রাভায়োলেট রশ্মি
140. কোন রং দূর থেকে দেখা যায়?
- ক. সাদা
- খ. কালো
- গ. হলুদ
- ঘ. লাল
141. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস্য হলো-
- ক. আইসোটোন
- খ. আইসোটোপ
- গ. আইসোবার
- ঘ. রাসায়নিক পদার্থ
142. নিচের কোন মেমোরীটি Non-volatile?
- ক. SRAM
- খ. DRAM
- গ. ROM
- ঘ. উপরের সবগুলোই
143. নিচের কোনটি 3G Language নয়?
- ক. C
- খ. Java
- গ. Assembly
- ঘ. Machine Language
- ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
- খ. ১ কিলোবাইট = ১০০০ বাইট
- গ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
- ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট
145. Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
- ক. IEEE 802.11
- খ. IEEE 804.11
- গ. IEEE 803.11
- ঘ. IEEE 806.11
146. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
- ক. WAN
- খ. Satellite Communication
- গ. MAN
- ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
147. (1011)2 + (0101)2
- ক. (1100)2
- খ. (11000)2
- গ. (01100)2
- ঘ. কোনটিই নয়
148. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
- ক. 8
- খ. 16
- গ. 93
- ঘ. উপরের কোনটিই নয়
149. নিচের কোনটি ডাটাবেস language?
- ক. Oracle
- খ. C
- গ. MS-Word
- ঘ. কোনটিই নয়
150. Mobile Pone এর কোনটি input device নয়?
- ক. Keypad
- খ. Touch Screen
- গ. Camera
- ঘ. Power Supply