৩৬তম বিসিএস প্রিলি

76. বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ

  • ক. ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
  • খ. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
  • গ. প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
  • ঘ. মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন

77. ২৬ মার্চ ১৯৭১ -এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন -

  • ক. বেতার/রেডিওর মাধ্যমে
  • খ. ওয়ারলেসের মাধ্যমে
  • গ. টেলিগ্রামের মাধ্যমে
  • ঘ. টেলিভিশনের মাধ্যমে

78. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় -

  • ক. আষাঢ়-শ্রাবণ মাসে
  • খ. ভাদ্র-আশ্বিন মাসে
  • গ. অগ্রহায়ণ-পৌষ মাসে
  • ঘ. মাঘ-ফাল্গুন মাসে

80. MDG এর অন্যতম লক্ষ্য কি?

  • ক. দেশ থেকে পোলিও নির্মূল
  • খ. HIV/AIDS নির্মূল করা
  • গ. যক্ষ্মা নির্মূল করা
  • ঘ. ক্ষুধা ও দারিদ্র দূর করা

82. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?

  • ক. এক কক্ষ
  • খ. দুই বা দ্বিকক্ষ
  • গ. তিন কক্ষ
  • ঘ. বহুকক্ষ বিশিষ্ট

92. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?

  • ক. পুটিয়া, রাজশাহী
  • খ. নাচোল, চাপাইনবাবগঞ্জ
  • গ. লালপুর, নাটোর
  • ঘ. ঈশ্বরদি, পাবনা

93. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?

  • ক. ১৭ জানুয়ারি ১৯৭২
  • খ. ২৬ মার্চ ১৯৭১
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
  • ঘ. ২১ ফেব্রূয়ারি ১৯৭ে২

95. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?

  • ক. অর্থমন্ত্রী
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. পরিকল্পনা মন্ত্রী
  • ঘ. স্পীকার

97. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?

  • ক. যুদ্ধপরাধীদের বিচার
  • খ. সমুদ্রসীমা বিজয়
  • গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ঘ. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics