৩৬তম বিসিএস প্রিলি
76. বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ
- ক. ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
- খ. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
- গ. প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
- ঘ. মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন
77. ২৬ মার্চ ১৯৭১ -এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন -
- ক. বেতার/রেডিওর মাধ্যমে
- খ. ওয়ারলেসের মাধ্যমে
- গ. টেলিগ্রামের মাধ্যমে
- ঘ. টেলিভিশনের মাধ্যমে
78. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় -
- ক. আষাঢ়-শ্রাবণ মাসে
- খ. ভাদ্র-আশ্বিন মাসে
- গ. অগ্রহায়ণ-পৌষ মাসে
- ঘ. মাঘ-ফাল্গুন মাসে
79. সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশ ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে?
- ক. ৫০%
- খ. ৫৮%
- গ. ৬২%
- ঘ. ৬৬%
- ক. দেশ থেকে পোলিও নির্মূল
- খ. HIV/AIDS নির্মূল করা
- গ. যক্ষ্মা নির্মূল করা
- ঘ. ক্ষুধা ও দারিদ্র দূর করা
81. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
- ক. ১২ তম
- খ. ১৩তম
- গ. ১৪তম
- ঘ. ১৫তম
82. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
- ক. এক কক্ষ
- খ. দুই বা দ্বিকক্ষ
- গ. তিন কক্ষ
- ঘ. বহুকক্ষ বিশিষ্ট
84. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৭৭ সালে
85. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
- ক. রাখাইন
- খ. মারমা
- গ. পাঙন
- ঘ. খিয়াং
86. ঢাকার ‘ধোলাই খান’ কে খনন করেন?
- ক. পরিবিবি
- খ. ইসলাম খান
- গ. শায়েস্তা খান
- ঘ. ঈশা খান
87. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
- ক. ৯ মে ১৯৫৪
- খ. ২২ ফেব্রুয়ারি ১৯৫৩
- গ. ১৬ ফেব্রূয়ারি ১৯৫৬
- ঘ. ২১ ফেব্রূয়ারি ১৯৫২
88. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
- ক. ২৫ মার্চ ১৯৭১
- খ. ২৬ মার্চ ১৯৭১
- গ. ১৪ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
89. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. পূর্ব জার্মানী
- গ. স্পেন
- ঘ. গ্রীস
90. বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি?
- ক. ১৭টি
- খ. ২০ টি
- গ. ৬৪টি
- ঘ. ১৯টি
91. ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
- ক. রাঙামাটি
- খ. বান্দরবান
- গ. মৌলভীবাজার
- ঘ. সিলেট
92. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
- ক. পুটিয়া, রাজশাহী
- খ. নাচোল, চাপাইনবাবগঞ্জ
- গ. লালপুর, নাটোর
- ঘ. ঈশ্বরদি, পাবনা
93. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
- ক. ১৭ জানুয়ারি ১৯৭২
- খ. ২৬ মার্চ ১৯৭১
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ২১ ফেব্রূয়ারি ১৯৭ে২
94. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
- ক. প্রথম ১০টি
- খ. প্রথম ৪টি
- গ. প্রথম ৬টি
- ঘ. প্রথম ৫টি
95. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
- ক. অর্থমন্ত্রী
- খ. প্রধানমন্ত্রী
- গ. পরিকল্পনা মন্ত্রী
- ঘ. স্পীকার
97. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
- ক. যুদ্ধপরাধীদের বিচার
- খ. সমুদ্রসীমা বিজয়
- গ. বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- ঘ. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
98. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
- ক. ভিয়েতনাম সংকট
- খ. সাইপ্রাস সংকট
- গ. কোরিয়া সংকট
- ঘ. প্যালেষ্টাইন সংকট
99. সুয়েজ খান কোন বৎসর চালু হয়?
- ক. ১৯০৩
- খ. ১৮৬৯
- গ. ১৮৮৯
- ঘ. ১৮৫৪
100. নিম্নলিখিত কোনটি International Mother Earth Day?
- ক. ১৮ এপ্রিল
- খ. ২০ এপ্রিল
- গ. ২২ এপ্রিল
- ঘ. ২৪ এপ্রিল