প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার

1. প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি?

  • ক. লাইলী মজনু
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. চর্যাপদ
  • ঘ. পদ্মাবতী

2. কোনটি সুফিয়া কামালের কবিতা?

  • ক. নিমন্ত্রণ
  • খ. তাহারেই পড়ে মনে
  • গ. বনলতা সেন
  • ঘ. কবর

3. ”কোর্মা” শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. আরবি
  • খ. পুর্তগিজ
  • গ. তুর্কি
  • ঘ. হিন্দি

5. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. পরিশেষ
  • খ. শেষ লেখা
  • গ. জন্মদিন
  • ঘ. পুনশ্চ

6. কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?

  • ক. পদ্মাবতী
  • খ. পদ্মরাগ
  • গ. সুলতানার স্বপ্ন
  • ঘ. মতিচূর

8. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ?

  • ক. ১৪ শতক
  • খ. ১৫ শতক
  • গ. ১৭ শতক
  • ঘ. ১৯ শতক

9. “আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” গানের গীতিকার কে?

  • ক. আব্দুল লতিফ
  • খ. গোবিন্দ হালদার
  • গ. গাফফার চৌধুরী
  • ঘ. গৌরী প্রসন্ন মজুমদার

10. “স্বাধীন” শব্দটি সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • ক. স+ধিন
  • খ. শ+অধিন
  • গ. স্ব+অধিন
  • ঘ. স্ব+অধীন

11. জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. বিষের বাঁশি
  • খ. মানসী
  • গ. রাখালী
  • ঘ. চিত্রা

12. নিচের কোন শব্দটি সমাস বদ্ধ নয়?

  • ক. গাছপাকা
  • খ. বিদ্যালয়
  • গ. সিংহাসন
  • ঘ. দিলদরিয়া

13. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?

  • ক. ময়নামতি
  • খ. পথের পাঁচালী
  • গ. গেরিলা
  • ঘ. নয়নমণি

14. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. শামসুর রহমান
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

15. ”নূরলদীনের সারাজীবন” কোন ধরনের সাহিত্যকর্ম?

  • ক. নৃত্যনাট্য
  • খ. কাব্যনাটক
  • গ. গীতিনাট্য
  • ঘ. উপন্যাস

16. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুহূর্ত
  • খ. মুহুর্ত
  • গ. মূহুর্ত
  • ঘ. মুহর্ত

17. আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি?

  • ক. সারেং বউ
  • খ. খেলারাম খেলে যা
  • গ. চিলেকোঠার সেপাই
  • ঘ. রুদ্ধদ্বার মুক্তপ্রাণ

18. মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি?

  • ক. বীরাঙ্গনা কাব্য
  • খ. মেঘনাদবধ
  • গ. কৃষ্ণকুমারী
  • ঘ. শর্মিষ্ঠা

19. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?

  • ক. শিউলিমালা
  • খ. অগ্নিবীণা
  • গ. রুদ্রমঙ্গল
  • ঘ. ব্যথার দান

20. ”ভাত” কোন ধরনের শব্দ?

  • ক. তৎসম
  • খ. তদ্ভব
  • গ. খাঁটি বাংলা
  • ঘ. বিদেশী

21. ”নীপ” শব্দের অর্থ কোনটি?

  • ক. কেয়া
  • খ. টগর
  • গ. কদম
  • ঘ. শিউলি

22. ”রূপসী বাংলা” কাব্যগ্রন্থটি কোন কবির?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. অমিয় চক্রবর্তী
  • গ. বিষ্ণুদে
  • ঘ. জীবনানন্দ দাশ

24. The word "manifestation" means

  • ক. presentation
  • খ. right
  • গ. change
  • ঘ. sign

25. Substitution for cardiologist will be--

  • ক. nerve specialist
  • খ. eye specialist
  • গ. heart specialist
  • ঘ. bone specialist


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics