১৮ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা
1. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
- ক. চন্দ্রযান-৩
- খ. চন্দ্রযান-২
- গ. বিক্রম
- ঘ. অশোক
2. বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. কক্সবাজার
- খ. নোয়াখালী
- গ. বরগুনা
- ঘ. ভোলা
3. পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
- ক. ১০৬
- খ. 333
- গ. 999
- ঘ. ১২১
4. দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
- ক. 2.45
- খ. 3.32
- গ. ৩.৪০
- ঘ. ৩.৪৩
5. বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
- ক. আসামদিয়া
- খ. মোহাম্মদপুর বিধবা পল্লী
- গ. চুকনগর
- ঘ. রায়ের বাজার
6. সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় কবে?
- ক. ১৪ জানুয়ারি-২০২৩
- খ. ২৪ জানুয়ারি-২০২৩
- গ. ১৫ অক্টোবর-২০২৩
- ঘ. ২৫ অক্টোবর-২০২৩
7. "আমার দেখা নয়াচীন" কে লিখেছেন?
- ক. মওলানা ভাসানী
- খ. আবুল ফজল
- গ. শহীদুল্লা কায়সার
- ঘ. শেখ মুজিবুর রহমান
8. 'সিন্দুরী' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?
- ক. বেগুন
- খ. আম
- গ. আলু
- ঘ. টমেটো
9. জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
- ক. ২৬ মার্চ
- খ. ২৫ মার্চ
- গ. ৭ মার্চ
- ঘ. ২ মার্চ
10. ৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
- ক. ৫১৩
- খ. 6
- গ. ৯
- ঘ. ১৮
11. পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স-
- ক. ১৮ বছর
- খ. ১৬ বছর
- গ. ১২ বছর
- ঘ. ৮ বছর
12. ৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
- ক. 2
- খ. 3
- গ. ৫
- ঘ. 7
- ক. ৩ জন
- খ. ৫ জন
- গ. ৭ জন
- ঘ. ১৫ জন
14. সরলসুদে কোনো আসল ১২ বছরে সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?
- ক. ৫%
- খ. ১০%
- গ. ১২%
- ঘ. 25%
15. ২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ক. ২৫% লাভ
- খ. ২৫% ক্ষতি
- গ. ২০% লাভ
- ঘ. ২০% ক্ষতি
16. দুইটি সংখ্যার অনুপাত ৪: ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
- ক. ৩২
- খ. 40
- গ. 42
- ঘ. 45
18. ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত ?
- ক. ৭৪
- খ. ৭৫
- গ. 76
- ঘ. 77
19. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
- ক. চীন
- খ. ইন্দোনেশিয়া
- গ. মালয়েশিয়া
- ঘ. যুগোস্লাভিয়া
20. গ্রিন পিস কী?
- ক. জাতিয়তাবাদী সংগঠন
- খ. রাজনৈতিক সংগঠন
- গ. মানবতাবাদী সংগঠন
- ঘ. পরিবেশবাদী সংগঠন
21. খাদ্যশক্তি কীসের মাধ্যমে পরিমাপ করা হয়?
- ক. জুল
- খ. কিলো জুল
- গ. ক্যালোরী
- ঘ. কিলো ক্যালোরী
22. অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
- ক. চন্দ্র
- খ. তারকা
- গ. সূর্য
- ঘ. ব্লাক হোল
- ক. হিসাবকারী যন্ত্র
- খ. গণনাকারী যন্ত্র
- গ. পরীক্ষার যন্ত্র
- ঘ. বিমান চালানোর যন্ত্র
24. বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
- ক. নেপাল
- খ. শ্রীলংকা
- গ. পাকিস্তান
- ঘ. থাইল্যান্ড
25. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
- ক. ভূ-পৃষ্ঠে
- খ. মেরু অঞ্চলে
- গ. নিরক্ষীয় অঞ্চলে
- ঘ. পৃথিবীর কেন্দ্রে