গসাগু ও লসাগু
1. দু’টি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু. ১৩। সংখ্যা দু’টির ল. সা. গু. কত?
- ক. ২৬০
- খ. ৭৮০
- গ. ১৩০
- ঘ. ৪৯০
উত্তরঃ ২৬০
2. 99999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2,3,4,5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. 21
- খ. 39
- গ. 33
- ঘ. 29
উত্তরঃ 21
3. দুইটি সংখ্যার গ. সা. সু. গু. 7 এবং ল. সা. গু 84 । দুইটির একটি 42 হলে, অপরটি কত?
- ক. 7
- খ. 14
- গ. 21
- ঘ. 28
উত্তরঃ 14
6. দুটি সংখ্যার গুণফল ৫৪। সংখ্যা দুটির গ.সা.গু. ৩। সংখ্যা দুটির ল.সা.গু. কত হবে?
- ক. ১২
- খ. ১৬
- গ. ১৮
- ঘ. ২৪
উত্তরঃ ১৮
7. x2 - 3x + 2 এবং x2 - 5x + 6 এর ল.সা.গু. = কত?
- ক. (x-1) (x-2) (x-3)
- খ. (x+1) (x-2) (x+3)
- গ. (x-1) (x + 2) (x + 3)
- ঘ. (x - 2)
উত্তরঃ (x-1) (x-2) (x-3)
- ক. ৩
- খ. ২৫১৮
- গ. ২৫২০
- ঘ. ২৫২২
উত্তরঃ ২৫২২
9. ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
- ক. ৪২
- খ. ৬৮
- গ. ৫৮
- ঘ. ৬২
উত্তরঃ ৫৮
10. কত জনের মধ্যে 125টি কমলা ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
- ক. 25 জন
- খ. 15 জন
- গ. 35 জন
- ঘ. 5 জন
উত্তরঃ 5 জন
11. a (a + b), ab (a + b)2এর গ.সা.গু. কত?
- ক. a (a + b)
- খ. ab (a + b)
- গ. a + b
- ঘ. a (a + b)2
উত্তরঃ a (a + b)
12. 16x2 - 25y2 এবং 22ax - 15ay এর গ.সা.গু. কত?
- ক. 6ax - 10ay
- খ. 4x + 5y
- গ. 4ax - 5ay
- ঘ. 4x - 5y
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
13. দুটি সংখ্যার ল.সা.গু. ১৪৪ এবং গ.সা.গু. ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?
- ক. ১৮
- খ. ৩৬
- গ. ১২
- ঘ. ২৪
উত্তরঃ ৩৬
14. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল. সা. গু. 180 হলে সংখ্যা দুটি -
- ক. 6, 8
- খ. 45, 60
- গ. 9, 12
- ঘ. 18, 10
উত্তরঃ 45, 60
- ক. ৫ মিনিট
- খ. ৬ মিনিট
- গ. ৭ মিনিট
- ঘ. ৮মিনিট
উত্তরঃ ৫ মিনিট
18. x2 + 5x, x2 - 25, x2 + 7x + 10 এর গ. সা. গু কত?
- ক. x - 5
- খ. x + 5
- গ. x(x + 5)
- ঘ. x(x + 5) (x - 5) (x + 2)
উত্তরঃ x + 5
19. দুইটি সংখ্যার ল. সা. গু. ৩৬ ও গ. সা. গু. ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?
- ক. ৯
- খ. ১২
- গ. ১৫
- ঘ. ১৮
উত্তরঃ ১৮
21. x2 - y2, x2 + xy + y2 , x3 - y3 রাশিত্রয়ের ল.সা.গু -
- ক. (x2 - y2) (x2 + xy + y2)
- খ. x3 - y3
- গ. x - y
- ঘ. x + y
উত্তরঃ (x2 - y2) (x2 + xy + y2)
22. দুইটি সংখ্যার গ.সা.গু. 11 এবং ল.সা.গু. 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত?
- ক. 308
- খ. 318
- গ. 279
- ঘ. 283
উত্তরঃ 308
- ক. ১ মি. ২০ সে.
- খ. ১ মি. ৩০ সে.
- গ. ৩ মি
- ঘ. ৫ মি.
উত্তরঃ ৫ মি.
- ক. ১ মি. ২০ সে.
- খ. ১ মি. ৩০ সে.
- গ. ৩ মি.
- ঘ. ৫ মি.
উত্তরঃ ৫ মি.
25. দুইটি সংখ্যার গ. সা. গু. ১১ এবং ল. সা. গু. ৭৭০০ একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি -
- ক. ৩৩৮
- খ. ৩১৮
- গ. ৩০৮
- ঘ. ২৮৩
উত্তরঃ ৩০৮