চতুর্ভুজ
1. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC = ৬ফুট, CF = ৫ ফুট, DE = কত?
- ক. ১৫ ফুট
- খ. ১২ ফুট
- গ. ২০ ফুট
- ঘ. ১৮ ফুট
উত্তরঃ ১৮ ফুট
2. একটি রেখার উপর অঙ্কিত বর্গ ঐ রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
- ক. দ্বিগুণ
- খ. তিনগুণ
- গ. চারগুণ
- ঘ. পাঁচগুণ
উত্তরঃ চারগুণ
- ক. ১৬
- খ. ৪
- গ. ৮
- ঘ. ১২
উত্তরঃ ১৬
4. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে, পরিসীমা কত?
- ক. ৭০ মিটার
- খ. ৭৫ মিটার
- গ. ৮০ মিটার
- ঘ. ২৭২ মিটার
উত্তরঃ ৮০ মিটার
5. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
- ক. ৯৮ মিটার
- খ. ৯৬ মিটার
- গ. ৯৪ মিটার
- ঘ. ৯২ মিটার
উত্তরঃ ৯৬ মিটার
- ক. ৩০ মিটার
- খ. ৪০ মিটার
- গ. ৫০ মিটার
- ঘ. ৬০ মিটার
উত্তরঃ ৫০ মিটার
7. একটি রম্বসের কর্ণদ্ব্য় যথাক্রমে ৪ সেমি এবং ৬ সেমি, হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
- ক. ৬
- খ. ৮
- গ. ১২
- ঘ. ২৪
উত্তরঃ ১২
8. একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার। চতুর্ভুজটির পরিসীমা কত?
- ক. ১৪ মিটার
- খ. ৪৮ মিটার
- গ. ২২ মিটার
- ঘ. ২৮ মিটার
উত্তরঃ ২৮ মিটার
10. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকে বলে?
- ক. সামন্তরিক
- খ. রম্বস
- গ. ট্রাপিজিয়াম
- ঘ. আয়তচতুর্ভুজ
উত্তরঃ সামন্তরিক
11. AC এবং BD সামন্তরিকের দুটি কর্ণ O বিন্দুতে ছেদ করে। অতএব--
- ক. AO = AB
- খ. BO = BC
- গ. CO = DC
- ঘ. BO = DO
উত্তরঃ BO = DO
13. ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হল। ∠BAD = ১০০° হলে ∠BCE = কত?
- ক. ৬৫°
- খ. ৮০°
- গ. ৪৫°
- ঘ. ৬০°
উত্তরঃ ৮০°
14. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্নয়ের সূত্র?
- ক. ১/২( ভূমি × উচ্চতা)
- খ. দৈর্ঘ্য × প্রস্থ
- গ. ২ ( দৈর্ঘ্য × প্রস্থ )
- ঘ. ভূমি × উচ্চতা
উত্তরঃ ভূমি × উচ্চতা
- ক. ২ গুণ
- খ. ৩ গুণ
- গ. সমান
- ঘ. ১/২ গুণ
উত্তরঃ ১/২ গুণ
- ক. ২৬
- খ. ৮
- গ. ৪
- ঘ. ২
উত্তরঃ ৮
18. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
- ক. ১২৮ মিটার
- খ. ১৪৪ মিটার
- গ. ৬৪ মিটার
- ঘ. ৯৬ মিটার
উত্তরঃ ১২৮ মিটার
- ক. 60 feet
- খ. 70 feet
- গ. 80 feet
- ঘ. 90 feet
উত্তরঃ 90 feet
- ক. 10 yeards
- খ. 18 yeards
- গ. 28 feet
- ঘ. 32 feet
উত্তরঃ 10 yeards
22. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তার ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, ইহার পরিসীমা কত?
- ক. ৬৫ মিটার
- খ. ৬০ মিটার
- গ. ১৮ মিটার
- ঘ. ৫০ মিটার
উত্তরঃ ৬০ মিটার
- ক. ১২ মিটার
- খ. ৬ মিটার
- গ. ৮ মিটার
- ঘ. ১৬ মিটার
উত্তরঃ ১২ মিটার
- ক. ২০ মিটার
- খ. ২৫ মিটার
- গ. ৩০ মিটার
- ঘ. ৩৫ মিটার
উত্তরঃ ৩০ মিটার
25. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
- ক. ৫৬ মিটার
- খ. ১২৮ মিটার
- গ. ৮৪ মিটার
- ঘ. ৭৪ মিটার
উত্তরঃ ৫৬ মিটার