অনুপাত সমানুপাত মিশ্রণ ও অংশীদারী কারবার
1. দুটি দেয়া সংখ্যা 'a' ও 'b'-এর মধ্যে অনুপাত নির্ধারণ করার একটি সূত্র হলো--
- ক. a/b
- খ. a/(a+b)
- গ. (a+b)/a
- ঘ. কোনটিই না
উত্তরঃ a/b
4. ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬- এর মিশ্র অনুপাত কত?
- ক. ৭২ : ১০৫
- খ. ৭২ : ৩৫
- গ. ৩৫ : ৭২
- ঘ. ১০৫ : ৩৫
উত্তরঃ ৩৫ : ৭২
5. a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে তবে a : b : c = কত?
- ক. 4 : 7 : 6
- খ. 20 : 35 : 24
- গ. 20 : 35 : 42
- ঘ. 24 : 35 : 30
উত্তরঃ 20 : 35 : 42
6. A : B = 4 : 5, A : C = 10 : 9, then A : B : C =?
- ক. 4 : 5 : 9
- খ. 4 : 5 : 10
- গ. 8 : 9 : 10
- ঘ. 20 : 25 : 18
উত্তরঃ 20 : 25 : 18
- ক. ১৬ বৎসর
- খ. ১৮ বৎসর
- গ. ২৪ বৎসর
- ঘ. ২০ বৎসর
উত্তরঃ ২৪ বৎসর
10. The ratiio of 1/4 to 3/5 is-/১/৪ : ৩/৫ কত?
- ক. 1 to 3
- খ. 5 to 12
- গ. 12 to 20
- ঘ. None of these
উত্তরঃ 5 to 12
11. Let x : y =3 :4 and x : z= 6 : 5, then z : y =?/যদি x : y =3 :4 এবং x : z= 6 : 5 হয়, তবে z : y = কত?
- ক. 5 : 3
- খ. 6 : 7
- গ. 4 : 2
- ঘ. 5 : 4
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. 24 : 25
- খ. 25 : 24
- গ. 3 : 2
- ঘ. None of these
উত্তরঃ 25 : 24
13. কোন ক্লাশে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত a : b। ঐ ক্লাশে কত জন ছাত্র আছে?
- ক. ab/x
- খ. bx/a
- গ. ax/b
- ঘ. abx/ax
উত্তরঃ bx/a
14. খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৫ : ৪। খোকনের আয় ৮৫ টাকা হলে মন্টুর আয় কত?
- ক. ৫১
- খ. ৬৪
- গ. ৬৮
- ঘ. ৭৮
উত্তরঃ ৬৮
15. একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত ৩ : ৭। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত?
- ক. ৪৫
- খ. ৭৫
- গ. ৯০
- ঘ. ১০৫
উত্তরঃ ৪৫
- ক. ৩০
- খ. ৩৫
- গ. ৪০
- ঘ. ৪৫
উত্তরঃ ৩৫
18. ৩০০০০ টাকার পুরস্কার তিনজন চাকুরীজীবীর মধ্যে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হল। ক্ষুদ্রতম অংশ-
- ক. ৯০০০
- খ. ৭৫০০
- গ. ৬০০০
- ঘ. ৪৫০০
উত্তরঃ ৬০০০
19. ৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে--
- ক. ২০০০
- খ. ২৫০০
- গ. ২৬০০
- ঘ. ৩০০০
উত্তরঃ ২০০০
- ক. ৯৬
- খ. ৮০
- গ. ৭২
- ঘ. ৫৪
উত্তরঃ ৫৪
- ক. Tk 2000
- খ. Tk 1500
- গ. Tk 1200
- ঘ. Tk 2500
উত্তরঃ Tk 1500
- ক. ৯৬০০
- খ. ৯৩০০
- গ. ৯০০০
- ঘ. ৮৬০০
উত্তরঃ ৯৩০০
23. একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেমি এবং বাহুগুলোর অনুপাত ৩ : ৫ : ৭ হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে--
- ক. ৬ সেমি
- খ. ৯ সেমি
- গ. ১২ সেমি
- ঘ. ১৫ সেমি
উত্তরঃ ৯ সেমি
24. একটি ত্রিভুজের বাহুগুলোর মাপের অনুপাত ৫ : ৬ : ৭। এর পরিসীমা ১৯৮ সেমি হলে দীর্ঘতম বাহুর মাপ কত?
- ক. ৪৪ সেমি
- খ. ৫৫ সেমি
- গ. ৬৬ সেমি
- ঘ. ৭৭ সেমি
উত্তরঃ ৭৭ সেমি
25. একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে ২ : ৩ : ৪ কোণগুলো কত?
- ক. ৮০° ,১২০°, ১৬০°
- খ. ৪০°, ৬০°, ৮০°
- গ. ৩০°, ৪৫°, ১৫°
- ঘ. ৫০°, ৩০°, ৯০°
উত্তরঃ ৪০°, ৬০°, ৮০°