অনুপাত সমানুপাত
1. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং গ.সা.গু. 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
- ক. 6
- খ. 12
- গ. 8
- ঘ. 16
উত্তরঃ 12
- ক. 40
- খ. 60
- গ. 50
- ঘ. 70
উত্তরঃ 60
4. 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে 3 : 7 : 10 ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?
- ক. 9 মিটার : 21 মিটার : 30 মিটার
- খ. 12 মিটার : 20 মিটার : 28 মিটার
- গ. 8 মিটার : 22 মিটার : 30 মিটার
- ঘ. 10 মিটার : 20 মিটার : 30 মিটার
উত্তরঃ 9 মিটার : 21 মিটার : 30 মিটার
5. a : b = 4 : 7 এবং b : c = 5 হলে a : b : c এর মান কোনটি?
- ক. 4 : 7 : 5
- খ. 5 : 6 : 7
- গ. 20 : 35 : 42
- ঘ. 20 : 30 : 37
উত্তরঃ 20 : 35 : 42
6. a , b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?
- ক. ab = cd
- খ. ac = bd
- গ. ad = bc
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ad = bc
7. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল. সা. গু. ১২০, সংখ্যা দুটির গ. সা. গু. কত?
- ক. ৩
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৬
উত্তরঃ ৪
8. মাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ১৬%
- খ. ১৭.৫%
- গ. ২০%
- ঘ. ২৫%
উত্তরঃ ২৫%
11. দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ. সা. গু. 8 হলে ল. সা. গু. কত?
- ক. 200
- খ. 224
- গ. 240
- ঘ. 248
উত্তরঃ 240
12. করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশী । রহিমের বেতন কত?
- ক. ৯০০ টাকা
- খ. ১১০০ টাকা
- গ. ১০০০ টাকা
- ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ ১০০০ টাকা
- ক. ৩ঃ১
- খ. ৪ঃ১
- গ. ৫ঃ২
- ঘ. ৭ঃ২
উত্তরঃ ৩ঃ১
14. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?
- ক. ২ লিটার
- খ. ৪ লিটার
- গ. ৬
- ঘ. ৮ লিটার
উত্তরঃ ২ লিটার
16. খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?
- ক. ১৫%
- খ. ২০%
- গ. ২৫%
- ঘ. ৩০%
উত্তরঃ ২৫%
- ক. ৫
- খ. ৭
- গ. ১০
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ৫
- ক. ৩ঃ২
- খ. ১৪ঃ৯
- গ. ২১ঃ১৬
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ২১ঃ১৬
19. যদি দুটি সংখ্যার অনুপাত ৪ঃ৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?
- ক. ১১২
- খ. ১৫৪
- গ. ১৭৮
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ১৭৮
- ক. ৩ঃ২
- খ. ২ঃ১
- গ. ১ঃ১.৫
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ ৩ঃ২
24. ৫ঃ৭ এবং ৩ঃ১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?
- ক. ১৫ঃ২১ঃ৯১
- খ. ২১ঃ১৫ঃ৯১
- গ. ২১ঃ১৫ঃ৬৫
- ঘ. ১৫ঃ২১ঃ৩৯
উত্তরঃ ১৫ঃ২১ঃ৯১