অনুপাত সমানুপাত
- ক. ৩১৫
- খ. ৫৩০
- গ. ৬৩০
- ঘ. ৫২৫
উত্তরঃ ৬৩০
- ক. ১০ বছর
- খ. ১২ বছর
- গ. ১৫ বছর
- ঘ. ৮ বছর
উত্তরঃ ১০ বছর
- ক. ২২৪ টাকা
- খ. ২১০ টাকা
- গ. ২৪০ টাকা
- ঘ. ২২৫ টাকা
উত্তরঃ ২৪০ টাকা
105. শশী সাইকেলে ৩ ঘন্টায় ৩৩/২ কি.মি. এবং টিটু ৯/২ ঘন্টায় ১৮৯/১০ কি.মি. যায়। তাদের বেগের অনুপাত কত?
- ক. ৫৫ : ৪২
- খ. ৪২ : ৫৫
- গ. ১৬৫ : ১৮৯
- ঘ. ২ : ৩
উত্তরঃ ৫৫ : ৪২
- ক. পিতা ৩০ বছর এবং পুত্র ১২ বছর
- খ. পিতা ৩৫ বছর এবং পুত্র ১৪ বছর
- গ. পিতা ৪০ বছর এবং পুত্র ১৬ বছর
- ঘ. পিতা ৫০ বছর এবং পুত্র ২০ বছর
উত্তরঃ পিতা ৫০ বছর এবং পুত্র ২০ বছর
- ক. বকুল : মুকুল = ১০ : ৯
- খ. বকুল : মুকুল = ১২ : ১১
- গ. বকুল : মুকুল = ১১ : ১০
- ঘ. বকুল : মুকুল = ১৩ : ১২
উত্তরঃ বকুল : মুকুল = ১৩ : ১২
- ক. ১১০ লিটার
- খ. ১২০ লিটার
- গ. ৮০ লিটার
- ঘ. ১৩০ লিটার
উত্তরঃ ১২০ লিটার
109. দুইটি সংখ্যার যোগফল ১৪৪ এবং তাদের অনুপাত ৬ : ২ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ৯৮, ৪৬
- খ. ১০০, ৪৪
- গ. ১০৪, ৪০
- ঘ. ১০৮, ৩৬
উত্তরঃ ১০৮, ৩৬
111. একটি ক্রমিক সমানুপাতির প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে ৫ ও ১২৫। মধ্যসমানুপাতি কত?
- ক. ২০
- খ. ২৫
- গ. ৫০
- ঘ. ৭৫
উত্তরঃ ২৫
113. A : B = 3 : 4 এবং B : C = 6 : 5 হলে, A : C = কত?
- ক. 3 : 5
- খ. 9 : 10
- গ. 10 : 9
- ঘ. 4 : 9
উত্তরঃ 9 : 10
117. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে--
- ক. ক্রমিক রাশি
- খ. মিশ্র রাশি
- গ. প্রান্ত রাশি
- ঘ. মধ্য রাশি
উত্তরঃ মধ্য রাশি
118. ক : খ = ১ : ২ এবং খ : গ = ৩ : ৪ হলে ক : খ : গ =?
- ক. ৩ : ৬ : ৮
- খ. ৩ : ৫ : ৬
- গ. ২ : ৩ : ৪
- ঘ. ১ : ৫ : ৮
উত্তরঃ ৩ : ৬ : ৮
124. একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?
- ক. ৪ : ৫
- খ. ৩ : ৫
- গ. ৩ : ২
- ঘ. ১ : ৪
উত্তরঃ ১ : ৪
125. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত?
- ক. ৫ : ২
- খ. ৫ : ৪
- গ. ২ : ৩
- ঘ. ১ : ৫
উত্তরঃ ১ : ৫