প্রাথমিক আলোচনা
1. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
- ক. সন্নিহিত কোণ
- খ. সরলকোণ
- গ. সম্পূরক কোণ
- ঘ. পূরক কোণ
উত্তরঃ সম্পূরক কোণ
2. রেখার প্রান্ত বিন্দুর সংখ্যা হলো?
- ক. একটি
- খ. দুটি
- গ. তিনটি
- ঘ. কোন প্রান্ত বিন্দু নেই
উত্তরঃ কোন প্রান্ত বিন্দু নেই
3. AB রেখাংশের উপর Pএকটি বিন্দু হলে কোন সম্পর্ক সবসময় প্রযোজ্য?
- ক. AP = PB
- খ. AB > AP
- গ. AB > AP + PB
- ঘ. AP > PB
উত্তরঃ AB > AP
4. কোন তিনটি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়?
- ক. দৈর্ঘ, ভর ও সময়
- খ. ভর, ওজন ও ঘনত্ব
- গ. দৈর্ঘ, প্রস্থ ও ভর
- ঘ. দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা
উত্তরঃ দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা
5. AB ও CD সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করলে, নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক?
- ক. ∠AOD = ∠BOC
- খ. ∠AOD = ∠BOD
- গ. ∠BOC = ∠AOC
- ঘ. ∠AOD = ∠AOC
উত্তরঃ ∠AOD = ∠BOC
7. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
- ক. ১৬০°
- খ. ১৮০°
- গ. ১২০°
- ঘ. ৯০°
উত্তরঃ ১৮০°
8. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে---
- ক. বিপ্রতীপ কোণ
- খ. প্রবৃদ্ধ কোণ
- গ. স্থূল কোণ
- ঘ. সম্পূরক কোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
- ক. সূক্ষ্ণকোণ
- খ. প্রবৃদ্ধ কোণ
- গ. স্থূল কোণ
- ঘ. পূরক কোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
10. দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?
- ক. সম্পূরক কোণ
- খ. পূরক কোণ
- গ. সন্নিহিত কোণ
- ঘ. প্রবৃদ্ধ কোণ
উত্তরঃ পূরক কোণ
- ক. ২০০
- খ. ৪০০
- গ. ৬০০
- ঘ. কখনই নয়
উত্তরঃ কখনই নয়
- ক. এরা পরস্পর সমান
- খ. এরা পরস্পর সমান্তরাল
- গ. এরা পরস্পরের উপর লম্ব
- ঘ. এরা পরস্পর ছেদক
উত্তরঃ এরা পরস্পর সমান্তরাল
17. ঘড়িতে রাত ৯টা বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটির পরিমাপ কত?
- ক. ১০০°
- খ. ৬০°
- গ. ৯০°
- ঘ. ৭০°
উত্তরঃ ৯০°
19. ৩ দিন একটি কাজের ১/১০ অংশ করলে অর্ধেক সম্পন্ন করতে কত দিন লাগবে?
- ক. ১৮ দিন
- খ. ২০ দিন
- গ. ১৫ দিন
- ঘ. ২৫ দিন
উত্তরঃ ১৫ দিন
20. একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ ঐ রেখাংশের অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
- ক. পাঁচগুণ
- খ. চারগুণ
- গ. তিনগুণ
- ঘ. দ্বিগুণ
উত্তরঃ চারগুণ
- ক. সম্পূরক কোণ
- খ. পূরক কোণ
- গ. বিপ্রতীপ কোণ
- ঘ. সন্নিহিত কোণ
উত্তরঃ সন্নিহিত কোণ
22. যদি দুটি সরলরেখা পরস্পর ছেদ করে, তাহলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো--
- ক. পরস্পর অসমান
- খ. পরস্পর সমকোণ
- গ. পরস্পর সমান
- ঘ. পরস্পর সুক্ম কোন
উত্তরঃ পরস্পর সমান
- ক. কৌণিক
- খ. তীর্যক
- গ. সমান্তরাল
- ঘ. লম্ব
উত্তরঃ সমান্তরাল
24. যেসব রেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর--
- ক. বক্ররেখা
- খ. তীর্যক
- গ. লম্ব
- ঘ. সমান্তরাল
উত্তরঃ সমান্তরাল