পাটিগণিত প্রাথমিক ধারণা Basic Concept
3. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত?
- ক. ৫
- খ. ৬
- গ. ৭
- ঘ. ৮
উত্তরঃ ৭
4. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৮৯
- খ. ৭০
- গ. ১৭০
- ঘ. ১৪২
উত্তরঃ ৭০
5. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
- ক. ১৬
- খ. ১৮
- গ. ২০
- ঘ. ২৪
উত্তরঃ ১৮
7. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
- ক. ৩১৪৭
- খ. ২২৮৭
- গ. ২৯৮৭
- ঘ. ২১৮৭
উত্তরঃ ২১৮৭
10. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
- ক. ১৪
- খ. ১২
- গ. ১০
- ঘ. ১৩
উত্তরঃ ১২
11. ৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
- ক. ৩
- খ. ২
- গ. -৩
- ঘ. ০
উত্তরঃ ৩
12. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২,১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ১৮১
- খ. ২৪১
- গ. ৩৬১
- ঘ. ১২১
উত্তরঃ ১৮১
13. কোন সংখ্যার দ্বিগুনের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।
- ক. 3
- খ. 4
- গ. 5
- ঘ. 6
উত্তরঃ 4
14. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২,১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৩৫৯
- খ. ৭২১
- গ. ১৭৯
- ঘ. ৩৬১
উত্তরঃ ১৭৯