বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা

1. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. মানিক বন্দোপাধ্যায়
  • খ. শওকত ওসমান
  • গ. আলাউদ্দিন আল আজাদ
  • ঘ. হুমায়ন আহমেদ

2. ‘লাজ’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. বিশেষ্য
  • ঘ. সর্বনাম

3. ‘জলৌকা’ সন্ধিবিচ্ছেদ হবে -

  • ক. জল + একা
  • খ. জল + ওকা
  • গ. জল + ঔকা
  • ঘ. জল + ঐকা

4. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

  • ক. সারদা দেবী
  • খ. চন্দ্রাবতী
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. সুফিয়া কামাল

5. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?

  • ক. পল্লীসমাজ
  • খ. গৃহদাহ
  • গ. চার অধ্যায়
  • ঘ. চরিত্রহীন

6. যোগরূঢ় শব্দ কোনটি?

  • ক. পাঠক
  • খ. লেখক
  • গ. জলদ
  • ঘ. সন্দেশ

9. কোন বানানটি শুদ্ধ?

  • ক. শ্বাশত
  • খ. শাশ্বত
  • গ. শ্বাসত
  • ঘ. শাম্বত

10. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বন্দ্ব
  • খ. তৎপুরুষ
  • গ. কর্মধারয়
  • ঘ. বহুব্রীহি

11. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ এটি একটি -

  • ক. সরল বাক্য
  • খ. জটিল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. জটিল বাক্য ও যৌগিক বাক্য

12. ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

  • ক. রাজা রামমোহন রায়
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

13. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

14. বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য -

  • ক. বিষাদসিন্ধু
  • খ. মেঘনাদবধ কাব্য
  • গ. পদ্মাবতী
  • ঘ. পদুমাবৎ

15. ভাষা আন্দোলনের ওপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কী?

  • ক. বরফ গলা নদী
  • খ. আরেক ফাল্গুন
  • গ. হাজার বছর ধরে
  • ঘ. স্টপ জেনোসাইড

16. ‘ফৌজদারি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. ফরাসি
  • খ. পর্তুগিজ
  • গ. তুর্কি
  • ঘ. ওলন্দাজ

17. ‘নূরলদীনের সারাজীবন’ কোন ধরনের রচনা -

  • ক. নাট্যগ্রন্থ
  • খ. কাব্যগ্রন্থ
  • গ. উপন্যাস
  • ঘ. গল্পগ্রন্থ

19. কোনটি তৎসম শব্দ?

  • ক. হাত
  • খ. ডিম
  • গ. লতা
  • ঘ. বাড়ি

20. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ এর প্রবর্তক কে?

  • ক. মমতাজউদ্দীন আহমেদ
  • খ. আব্দুল্লাহ আল মামুন
  • গ. সেলিম আল দীন
  • ঘ. রামেন্দু মজুমদার

21. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

  • ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • খ. চন্দ্রকুমার দে
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. দীনেশ চন্দ্র সেন

22. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  • ক. বিষ্ময় দ্বারা আপন্ন
  • খ. বিষ্ময়ে আপন্ন
  • গ. বিষ্ময়কে আপন্ন
  • ঘ. বিষ্ময়ে যে আপরে

23. কোন বাক্যটি সঠিক?

  • ক. আমার কথাই প্রমাণ হলো
  • খ. আমার কথাই প্রমাণিত হলো
  • গ. আমার কথা প্রমাণ হলো
  • ঘ. আমার কথাই প্রমাণিত হলো

24. উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?

  • ক. চিলেকোঠার সেপাই
  • খ. অনেক সূর্যের আশা
  • গ. অগ্নিসাক্ষী
  • ঘ. আরেক ফাল্গুন

25. Which one is a synonym of 'Random'?

  • ক. essential
  • খ. choosy
  • গ. specific
  • ঘ. arbitrary


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics