সমার্থক শব্দ

1. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অর্ণব
  • খ. অর্ক
  • গ. প্রসূন
  • ঘ. পল্লব

উত্তরঃ অর্ক

বিস্তারিত

2. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?

  • ক. একাগ্রতায়
  • খ. সমান ব্যবহারে
  • গ. সম ভাবনায়
  • ঘ. একযোগে

উত্তরঃ একযোগে

বিস্তারিত

3. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ-

  • ক. উৎকর্ষতা
  • খ. অপকর্ষ
  • গ. উৎকর্ষ
  • ঘ. অপকর্ষতা

উত্তরঃ উৎকর্ষ

বিস্তারিত

4. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?

  • ক. পরশু
  • খ. কোকিল
  • গ. পরের ধন
  • ঘ. পাশ্ববর্তী

উত্তরঃ পরশু

বিস্তারিত

5. কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?

  • ক. পাবক
  • খ. বৈশ্বানর
  • গ. সর্বশুচি
  • ঘ. প্রজ্জলিত

উত্তরঃ প্রজ্জলিত

বিস্তারিত

6. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. কলাপী
  • খ. নীরধি
  • গ. বিটপী
  • ঘ. অবনি

উত্তরঃ বিটপী

বিস্তারিত

7. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. পৃথ্বী
  • খ. নীর
  • গ. ক্ষিতি
  • ঘ. অবনী

উত্তরঃ নীর

বিস্তারিত

8. শিখণ্ডী শব্দের অর্থ কী?

  • ক. কবুতর
  • খ. কোকিল
  • গ. খরগোশ
  • ঘ. ময়ূর

উত্তরঃ ময়ূর

বিস্তারিত

9. ‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি?

  • ক. অর্ণব
  • খ. রাতুল
  • গ. অর্ক
  • ঘ. জলধি

উত্তরঃ অর্ক

বিস্তারিত

10. ‘অলীক’ শব্দের অর্থ-

  • ক. সূর্য
  • খ. সমুদ্র
  • গ. যুদ্ধক্ষেত্র
  • ঘ. সৈনিক

উত্তরঃ সৈনিক

বিস্তারিত

11. ‘উপরোধ’ শ্বব্দের অর্থ কী?

  • ক. প্রতিরোধ
  • খ. উপস্থাপন
  • গ. অনুরোধ
  • ঘ. উপযোগী

উত্তরঃ অনুরোধ

বিস্তারিত

12. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-

  • ক. দীঘিকা, নদী, প্রণালী
  • খ. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
  • গ. গাঙ, তটিনী, অর্ণব
  • ঘ. স্রোতম্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

উত্তরঃ শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ

বিস্তারিত

13. ‘বামেতর’ শব্দটির অর্থ-

  • ক. বাম চোখ
  • খ. ডান
  • গ. ইতর
  • ঘ. বাম দিক

উত্তরঃ ডান

বিস্তারিত

14. প্রথম বাংলা ‘থিসরাস’ (সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন-

  • ক. অশোখ মুখোপাধ্যায়
  • খ. জগন্নাথ চক্রবর্তী
  • গ. মুহাম্মদ হাবিবুর রহমান
  • ঘ. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ অশোখ মুখোপাধ্যায়

বিস্তারিত

15. ‘অপলাপ’ শব্দের অর্থ কী?

  • ক. অস্বীকার
  • খ. মিথ্যা
  • গ. প্রলাপ
  • ঘ. অসদালাপ

উত্তরঃ অস্বীকার

বিস্তারিত

16. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?

  • ক. উদাসীন
  • খ. প্রতিকূল
  • গ. রাড়হীন
  • ঘ. বিশেষভাবে রুষ্ট

উত্তরঃ উদাসীন

বিস্তারিত

17. ‘সূর্য’ এর প্রতিশব্দ-

  • ক. সুধাংশু
  • খ. শশাঙ্ক
  • গ. বিধু
  • ঘ. আদিত্য

উত্তরঃ আদিত্য

বিস্তারিত

18. ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. নিষ্ঠা
  • খ. সদাচার
  • গ. সততা
  • ঘ. সংযম

উত্তরঃ সদাচার

বিস্তারিত

19. অম্বর এর প্রতিশব্দ কোনটি?

  • ক. পৃথিবী
  • খ. জল
  • গ. সমুদ্র
  • ঘ. আকাশ

উত্তরঃ আকাশ

বিস্তারিত

20. বিভা : কিরণ :: সুবলিত: ?

  • ক. সুবিদিত
  • খ. সুগঠিত
  • গ. সুবিনীত
  • ঘ. বিধিত

উত্তরঃ সুগঠিত

বিস্তারিত

21. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয় -

  • ক. পাকক
  • খ. বহ্নি
  • গ. হুতাশন
  • ঘ. প্রজ্বলিত

উত্তরঃ প্রজ্বলিত

বিস্তারিত

22. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?

  • ক. আত্মজ
  • খ. নন্দন
  • গ. তনয়
  • ঘ. শৈলজ

উত্তরঃ শৈলজ

বিস্তারিত

23. ‘সূর্য’ এর প্রতিশব্দ কোনটি?

  • ক. সুধাংশু
  • খ. শশাঙ্ক
  • গ. বিধু
  • ঘ. আদিত্য

উত্তরঃ আদিত্য

বিস্তারিত

24. কোনটি বাতাস শব্দের সমার্থক নয়?

  • ক. পাবক
  • খ. মারুত
  • গ. পবন
  • ঘ. অনিল

উত্তরঃ পাবক

বিস্তারিত

25. নিচের কোন শব্দটি ‘চিকুর’ শব্দের সমার্থক নয়?

  • ক. চুল
  • খ. কুন্তল
  • গ. কেশ
  • ঘ. কর

উত্তরঃ কর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects