সমার্থক শব্দ

151. ‘চঞ্চু’ শব্দের অর্থ কী?

  • ক. পাখির নাক
  • খ. পাখির চোখ
  • গ. পাখির ঠোঁট
  • ঘ. পাখির পালক

উত্তরঃ পাখির ঠোঁট

বিস্তারিত

152. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. প্রভা
  • খ. ঢেউ
  • গ. ভাগ্য
  • ঘ. হর্ষ

উত্তরঃ প্রভা

বিস্তারিত

153. ‘অম্বর’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?

  • ক. বায়ু
  • খ. বন
  • গ. সাগর
  • ঘ. আকাশ

উত্তরঃ আকাশ

বিস্তারিত

154. ‘নারী’ বা ‘মহিলা’ র সমার্থক শব্দ হচ্ছে -

  • ক. অঞ্জনা
  • খ. কঙ্কণা
  • গ. অঙ্গনা
  • ঘ. বঙ্গনা

উত্তরঃ অঙ্গনা

বিস্তারিত

155. ‘পুত্র’ এর সমার্থক শব্দ কী?

  • ক. প্রসূন
  • খ. আত্মজ
  • গ. অদ্রি
  • ঘ. বামা

উত্তরঃ আত্মজ

বিস্তারিত

156. ‘কিংবদন্তি’ শব্দটির অর্থ কী?

  • ক. অদ্ভুত
  • খ. কিংকর্তব্যবিমূঢ়
  • গ. জনশ্রুতি
  • ঘ. অলৌকিক

উত্তরঃ জনশ্রুতি

বিস্তারিত

157. ‘অরিন্দম’ শব্দটির অর্থ কী?

  • ক. বন্ধু
  • খ. আত্মীয়
  • গ. শত্রু দমনকারী
  • ঘ. উপকারী

উত্তরঃ শত্রু দমনকারী

বিস্তারিত

158. ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অংশু
  • খ. জ্যোতি
  • গ. ভাতি
  • ঘ. অনল

উত্তরঃ অনল

বিস্তারিত

159. ‘আহব’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. নিধব
  • খ. সর্প
  • গ. নীর
  • ঘ. যুদ্ধ

উত্তরঃ যুদ্ধ

বিস্তারিত

160. নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ না/

  • ক. মেদিনী
  • খ. অচল
  • গ. অদ্রি
  • ঘ. পাহাড়

উত্তরঃ মেদিনী

বিস্তারিত

161. ‘কল্লোল’ শব্দটির অর্থ কী?

  • ক. ঢেউ
  • খ. গাল
  • গ. চিবুক
  • ঘ. কান

উত্তরঃ ঢেউ

বিস্তারিত

162. ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ কী?

  • ক. কৃশানু
  • খ. ভানু
  • গ. সবিতা
  • ঘ. প্রভা

উত্তরঃ কৃশানু

বিস্তারিত

163. ‘দুলালী’ শব্দের সমার্থক কোনটি?

  • ক. উপটোকন
  • খ. কন্যা
  • গ. কেশ
  • ঘ. স্ত্রী

উত্তরঃ কন্যা

বিস্তারিত

164. ‘কৃপাণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. দয়া
  • খ. কিপটে লোক
  • গ. বার্তা
  • ঘ. তরবারি

উত্তরঃ তরবারি

বিস্তারিত

165. ‘গরু’-র সমার্থক শব্দ কোনটি?

  • ক. রেণু
  • খ. বেণু
  • গ. ধেনু
  • ঘ. মেনু

উত্তরঃ ধেনু

বিস্তারিত

166. ‘কুজন’ শব্দের অর্থ -

  • ক. খারাপ লোক
  • খ. ছোট লোক
  • গ. পাখির ডাক
  • ঘ. ইতর বিশেষ

উত্তরঃ খারাপ লোক

বিস্তারিত

167. ‘মৃগরাজ’ শব্দের অর্থ কী?

  • ক. বানর
  • খ. হাতি
  • গ. সিংহ
  • ঘ. হরিণ

উত্তরঃ সিংহ

বিস্তারিত

168. ‘অগ্নি’র সমার্থক শব্দ কোনটি?

  • ক. অনিল
  • খ. সমীরণ
  • গ. পাবক
  • ঘ. ভানু

উত্তরঃ পাবক

বিস্তারিত

169. ‘চাঁদ’ এর সমার্থক শব্দ -

  • ক. ভানু
  • খ. নিশীথিনী
  • গ. কোমলাকান্ত
  • ঘ. রজনীকান্ত

উত্তরঃ রজনীকান্ত

বিস্তারিত

170. কোনটি ‘কেশ’ এর সমার্থক নয়?

  • ক. চুল
  • খ. কুণ্ডল
  • গ. চিকুর
  • ঘ. কর

উত্তরঃ কর

বিস্তারিত

171. ‘অলক’ শব্দটির অর্থ কী?

  • ক. কপাল
  • খ. চোখ
  • গ. নাক
  • ঘ. চুল

উত্তরঃ চুল

বিস্তারিত

172. ‘মৃগয়া’ শব্দের অর্থ কী?

  • ক. শিকার
  • খ. ভান
  • গ. ভাসা
  • ঘ. শীল

উত্তরঃ শিকার

বিস্তারিত

173. আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অংশু
  • খ. জ্যোতি
  • গ. ভাতি
  • ঘ. অনল

উত্তরঃ অনল

বিস্তারিত

174. ‘তটিনি’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. জলধি
  • খ. নদী
  • গ. সলিল
  • ঘ. আকাশ

উত্তরঃ নদী

বিস্তারিত

175. ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. বারিধি
  • খ. নলিনী
  • গ. অপ
  • ঘ. পয়ঃ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects