সমার্থক শব্দ

201. ‘অমরা’ শব্দের অর্থ কী?

  • ক. স্বর্গ
  • খ. জীবন্মৃত
  • গ. নরক
  • ঘ. বনবাস

উত্তরঃ স্বর্গ

বিস্তারিত

202. ‘পেলব’ শব্দের অর্থ কী?

  • ক. প্রকাণ্ড
  • খ. পালক
  • গ. খেলা
  • ঘ. কোমল

উত্তরঃ কোমল

বিস্তারিত

203. ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. আদিত্য
  • খ. শশাঙ্ক
  • গ. বিধু
  • ঘ. সুধাংশু

উত্তরঃ আদিত্য

বিস্তারিত

204. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-

  • ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
  • খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
  • গ. গাঙ, তটিনী, অর্ণব
  • ঘ. স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু

উত্তরঃ শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

বিস্তারিত

205. ‘বামেতর’ শব্দটির অর্থ-

  • ক. বামচোখ
  • খ. ডান
  • গ. ইতর
  • ঘ. বাম দিক

উত্তরঃ ডান

বিস্তারিত

206. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?

  • ক. অস্বীকার
  • খ. মিথ্যা
  • গ. প্রলাপ
  • ঘ. অসদালাপ

উত্তরঃ অস্বীকার

বিস্তারিত

207. ‘বিরাগী’ শব্দের অর্থ-

  • ক. উদাসীন
  • খ. প্রতিকুল
  • গ. রাগহীন
  • ঘ. বিশেষভাবে রুষ্ট

উত্তরঃ উদাসীন

বিস্তারিত

208. ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি?

  • ক. নিষ্ঠা
  • খ. সদাচার
  • গ. সততা
  • ঘ. সংযম

উত্তরঃ সদাচার

বিস্তারিত

209. ‘আভরণ’ শব্দের অর্থ কি?

  • ক. অলংকার
  • খ. আচ্ছাদন
  • গ. রমনীয়
  • ঘ. অনবরত

উত্তরঃ অলংকার

বিস্তারিত

210. ‘তক্ষক’ শব্দের অর্থ-

  • ক. চোর
  • খ. কাঠুরে
  • গ. প্রবঞ্চক
  • ঘ. ছুতার

উত্তরঃ ছুতার

বিস্তারিত

211. Intellectual' শব্দের অর্থ কোনটি?

  • ক. বুদ্ধিজীবী
  • খ. বুদ্ধিমান
  • গ. মেধাবী
  • ঘ. মননশীল

উত্তরঃ বুদ্ধিজীবী

বিস্তারিত

212. রাত্রির সমার্থক শব্দ-

  • ক. শর্বরী
  • খ. শরবী
  • গ. শফরী
  • ঘ. শশী

উত্তরঃ শর্বরী

বিস্তারিত

213. ‘অভিনিবেশ’ শব্দটির অর্থ কি?

  • ক. অভিরুচি
  • খ. নিস্পৃহ
  • গ. মনোযোগ
  • ঘ. বিশেষভাবে

উত্তরঃ মনোযোগ

বিস্তারিত

214. ‘কপোল’ শব্দটির অর্থ কি?

  • ক. ললাট
  • খ. চিবুক
  • গ. গণ্ডদেশ
  • ঘ. চোখের পাতা

উত্তরঃ গণ্ডদেশ

বিস্তারিত

215. ‘নিস্বন’ শব্দের অর্থ কি?

  • ক. সহায়হীন
  • খ. শব্দহীন
  • গ. সম্পদহীন
  • ঘ. বন্ধুহীন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

216. ‘সমীর’ শব্দের অর্থ কি?

  • ক. সমুদ্র
  • খ. কুয়াশা
  • গ. উত্তরীয়
  • ঘ. বাতাস

উত্তরঃ বাতাস

বিস্তারিত

217. কোনটি সুন্দরের সমার্থক শব্দ নয়?

  • ক. সুচারু
  • খ. সুকান্ত
  • গ. সুবর্ণ
  • ঘ. শোভন

উত্তরঃ সুবর্ণ

বিস্তারিত

218. ‘পরভৃৎ শব্দের অর্থ-

  • ক. কাক
  • খ. কোকিল
  • গ. বক
  • ঘ. আম্র

উত্তরঃ কাক

বিস্তারিত

219. ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?

  • ক. কাক
  • খ. কোকিল
  • গ. কবুতর
  • ঘ. ময়না

উত্তরঃ কোকিল

বিস্তারিত

220. ‘দামিনী’ শব্দের অর্থ কি?

  • ক. রাত্রি
  • খ. ধরিত্রী
  • গ. বিদ্যুৎ
  • ঘ. জলধি

উত্তরঃ বিদ্যুৎ

বিস্তারিত

221. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. সরণি
  • খ. স্মরণি
  • গ. স্বরনী
  • ঘ. সরনি

উত্তরঃ সরণি

বিস্তারিত

222. ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?

  • ক. মধূলেহ
  • খ. ভোমরা
  • গ. মৌমাছি
  • ঘ. মধুময়

উত্তরঃ মধুময়

বিস্তারিত

223. ‘সূর্য’ এর প্রতিশব্দ

  • ক. সুধাংশু
  • খ. শশাংক
  • গ. বিধূ
  • ঘ. আদিত্য

উত্তরঃ আদিত্য

বিস্তারিত

224. উর্মির প্রতিশব্দ--

  • ক. সূর্য
  • খ. চন্দ্র
  • গ. তরঙ্গ
  • ঘ. উগ্র

উত্তরঃ তরঙ্গ

বিস্তারিত

225. ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. কান্ত
  • খ. দয়িত
  • গ. নাথ
  • ঘ. ক, খ, গ সবগুলোই

উত্তরঃ ক, খ, গ সবগুলোই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects