৪০ তম বিসিএস

2. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ?

  • ক. ফারসী
  • খ. পর্তুগীজ
  • গ. ওলন্দাজ
  • ঘ. পাঞ্জাবী

3. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

  • ক. ঐচ্ছিক-অনাবশ্যিক
  • খ. কুটিল - সরল
  • গ. কম - বেশী
  • ঘ. কদাচার - সদাচার

4. অভিরাম শব্দের অর্থ কি?

  • ক. বিরামহীন
  • খ. বালিশ
  • গ. চলন
  • ঘ. সুন্দর

5. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি?

  • ক. সুসময়ের বন্ধু
  • খ. সুসময়ের সঞ্চয়
  • গ. শরতের শোভা
  • ঘ. শরতের শিউলি ফুল

6. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি?

  • ক. শিবরাত্রির আলো
  • খ. একমাত্র সঞ্চয়
  • গ. একমাত্র সন্তান
  • ঘ. শিবরাত্রির গুরুত্ব

7. “প্রোষিতভর্তৃকা” - শব্দটির অর্থ কি?

  • ক. ভৎসনাপ্রাপ্ত তরুণী
  • খ. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
  • গ. ভূমিতে প্রোথিত তরুমুল
  • ঘ. যে ‍বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে

9. Attested এর বাংলা পরিভাষা কোনটি?

  • ক. সত্যায়িত
  • খ. প্রত্যয়িত
  • গ. সত্যায়ন
  • ঘ. সংলগ্ন/সংলাগ

10. কোনটি শুদ্ধ বানান?

  • ক. প্রজ্বল
  • খ. প্রোজ্জল
  • গ. প্রোজ্বল
  • ঘ. প্রোজ্জ্বল

11. ’জোছনা’ কোন শ্রেণীর শব্দ?

  • ক. যৌগিক
  • খ. তৎসম
  • গ. দেশী
  • ঘ. অর্ধ-তৎসম

12. ’জিজীবিষা’ শব্দটি দিয়ে বুঝায় -

  • ক. জয়ের ইচ্ছা
  • খ. হত্যার ইচ্ছা
  • গ. বেঁচে থাকার ইচ্ছা
  • ঘ. শোনার ইচ্ছা

13. অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয় -

  • ক. বেতসবৃত্তি
  • খ. পতঙ্গবৃত্তি
  • গ. জলৌকাবৃত্তি
  • ঘ. কুম্ভিলকবৃত্তি

14. ’ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝায় -

  • ক. টিকটিকি
  • খ. তেলেপোকা
  • গ. উইপোকা
  • ঘ. মাকড়সা

15. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?

  • ক. খ্রীষ্টধর্ম
  • খ. প্যাগনিজম
  • গ. জৈনধর্ম
  • ঘ. বৌদ্ধধর্ম

16. উল্লিখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

  • ক. কাহ্নপাদ
  • খ. লুইপাদ
  • গ. শান্তিপাদ
  • ঘ. রমণীপাদ

17. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

  • ক. ময়মনসিংহ গীতিকা
  • খ. ইউসুফ জুলেখা
  • গ. পদ্মাবতী
  • ঘ. লাইলী মজনু

18. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

  • ক. সন্ধ্যাভাষা
  • খ. অধিভাষা
  • গ. ব্রজবুলি
  • ঘ. সংস্কৃত ভাষা

19. বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন -

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্যারীচাদ মিত্র
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

20. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. একটি কালো মেয়ের কথা
  • খ. তেইশ নম্বর তৈলচিত্র
  • গ. আয়নামতির পালা
  • ঘ. ইছামতী

21. ’কালো বরফ’ উপন্যাসটির বিষয়

  • ক. তেভাগা আন্দোলন
  • খ. ভাষা আন্দোলন
  • গ. মুক্তিযুদ্ধ
  • ঘ. দেশভাগ

22. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. রামানন্দ চট্টোপাধ্যায়
  • গ. শামসুর রাহমান
  • ঘ. সিকান্দার আবু জাফর

23. ‘জীবনস্মৃতি’ কার রচনা?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন

24. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

25. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি” চরণ দুটির রচয়িতা কে?

  • ক. চণ্ডীচরণ মুনশী
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মদনমোহন তর্কালঙ্কার


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics