বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট ও ক্যাশিয়ার

1. ‘সম্বোধন' শব্দের অর্থ-

  • ক. আহ্বান
  • খ. পরিচয়
  • গ. নাম
  • ঘ. অভিবাদন

2. Allocation শব্দের বাংলা পরিভাষা-

  • ক. বরাদ্দ
  • খ. বরাদ্দকারী
  • গ. মঞ্জুর
  • ঘ. অনুদান

3. রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে?

  • ক. টি.এস. এলিয়ট
  • খ. ডব্লিউ বি. ইয়েটস
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বুদ্ধদেব বসু

4. নিচের কোনটি সমার্থক নয়?

  • ক. আটকপালে-ইঁদুর কপালে
  • খ. অকাল কুষ্মাণ্ড-আমড়া কাঠের ঢেঁকি
  • গ. ঢাকের কাঠি-খয়ের খাঁ
  • ঘ. গোঁফ খেজুরে-কাছা ঢিলা

7. ‘অবিমৃষ্যকারী’ কাকে বলে-

  • ক. যে সর্বদা কুৎসা রটনা করে
  • খ. যে আগে পিছে না ভেবে কাজ করে
  • গ. যে সর্বদা বিষাদগ্রস্ত থাকে
  • ঘ. যে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে

8. 'বাবা আমাদের দেখাশোনা করছিলেন' কোন কালের উদাহরণ?

  • ক. নিত্যবৃত্ত অতীত
  • খ. ঘটমান অতীত
  • গ. পুরাঘটিত অতীত
  • ঘ. সাধারণ অতীত

9. কোনটি শুদ্ধ বাক্য নয়?

  • ক. ইহার আবশ্যকতা নাই
  • খ. সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
  • গ. আপনি সপরিবার আমন্ত্রিত
  • ঘ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে

10. কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ?

  • ক. কুহেলিকা
  • খ. বিষের বাশি
  • গ. রুদ্র মঙ্গল
  • ঘ. রিক্তের বেদন

11. কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?

  • ক. মার্শাল জোসেফ টিটো
  • খ. ইন্দিরা গান্ধী
  • গ. রিচার্ড নিক্সন
  • ঘ. লিওনিড ব্রেজনেভ

13. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনালের কে ছিলেন?

  • ক. লর্ড ওয়েলেসলি
  • খ. লর্ড কার্জন
  • গ. লর্ড ডালহৌসী
  • ঘ. লর্ড মাউন্টব্যাটেন

16. 'Cozy bear' কী?

  • ক. চুক্তি
  • খ. হ্যাকার গ্রুপ
  • গ. বিনোদন কেন্দ্র
  • ঘ. তথ্য বিনিময় কেন্দ্র

17. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিদ্যমান ছিল?

  • ক. দক্ষিণ আমেরিকা
  • খ. আফ্রিকা
  • গ. মধ্যপ্রাচ্য
  • ঘ. পূর্ব আফ্রিকা

20. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় -

  • ক. পাগমার্ক
  • খ. কোয়ার্ড
  • গ. ফুটমার্ক
  • ঘ. ক্যামেরা ম্যাপিং

23. একজন ওয়্যারহাউজ ম্যানেজারের দায়িত্ব কোনটি নয়?

  • ক. পণ্যের গুণ ও মান নিশ্চিত রাখা
  • খ. পণ্যের ক্রয়/বিক্রয়ে অংশগ্রহণ করা
  • গ. ইনভেন্টোরি নিয়ন্ত্রণ করা
  • ঘ. জায়গা ব্যবস্থাপনা করা

24. ওয়্যারহাউজে কর্মরত ব্যক্তির কী দক্ষতা থাকা বাঞ্ছনীয় ?

  • ক. গাড়ি চালানোর লাইসেন্স থাকা
  • খ. শেয়ার বাজারের তথ্য জানা
  • গ. ওয়্যারহাউজ পরিচালনার নিয়ম-নীতি সঠিকভাবে জানা
  • ঘ. ফরাসি ভাষায় লেখার দক্ষতা


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics