অন্যান্য
1. মুনাফা জাতীয় আয়-ব্যয় লিপিবদ্ধ করা হয় কোন বিবরণীতে?
- ক. মালিকানার স্বত্ব বিবরণীতে
- খ. আর্থিক অবস্থার বিবরণীতে
- গ. বিশদ আয় বিবরণীতে
- ঘ. নগদ প্রবাহ বিবরণীতে
উত্তরঃ বিশদ আয় বিবরণীতে
2. আর্থিক অবস্থা বিবরণীতে দায় হিসেবে দেখান হয় -।
- ক. মূলধন জাতীয় আয়
- খ. মূলধন জাতীয় ব্যয়
- গ. মুনাফা জাতীয় আয়
- ঘ. মুনাফা জাতীয় ব্যয়
উত্তরঃ মূলধন জাতীয় আয়
3. ধারে ক্রয় লেনদেন বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোনটিকে প্রতিপক্ষ ধরতে হয়?
- ক. মূলধন হিসাবকে
- খ. ঋণ হিসাবকে
- গ. প্রদেয় হিসাবকে
- ঘ. পাওনাদার হিসাবকে
উত্তরঃ পাওনাদার হিসাবকে
4. কোনো ঘটনা দ্বারা ব্যবসায়ের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন ঘটলে তাকে বলা হয় - ।
- ক. লেনদেন
- খ. আর্থিক লেনদেন
- গ. কারবারি লেনদেন
- ঘ. লেনদেনের প্রকৃতি
উত্তরঃ লেনদেন
- ক. ইহা মুনাফা অর্জনে সাহায্য করে
- খ. ইহা ব্যবসায়ের অলংকার
- গ. ইহা ব্যবসায়ের একমাত্র অবলম্ব
- ঘ. ইহা অর্জন করা কঠিন
উত্তরঃ ইহা মুনাফা অর্জনে সাহায্য করে
- ক. বেতন প্রদান
- খ. পণ্য তৈরির গবেষণা ব্যয়
- গ. ভাড়া প্রদান
- ঘ. আসবাবপত্র ক্রয়
উত্তরঃ পণ্য তৈরির গবেষণা ব্যয়
7. পণ্য ক্রয় বিক্রয়কারি প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কোনটি?
- ক. বেতন
- খ. প্রদত্ত কমিশন
- গ. প্রদত্ত বাট্টা
- ঘ. ব্যাংক চার্জ
উত্তরঃ বেতন
8. নিচের কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয় না?
- ক. প্রাপ্ত বাট্টা
- খ. প্রাপ্ত কমিশন
- গ. প্রদত্ত বাট্টা
- ঘ. প্রদত্ত কমিশন
উত্তরঃ প্রদত্ত বাট্টা
- ক. ১৫০
- খ. ১৮০
- গ. ১৯০
- ঘ. ২৭০
উত্তরঃ ২৭০
11. বিনিয়োগ কোন ধরনের সম্পত্তি?
- ক. স্থায়ী সম্পত্তি
- খ. দৃশ্যমান সম্পত্তি
- গ. অদৃশ্যমান সম্পত্তি
- ঘ. চলতি সম্পত্তি
উত্তরঃ চলতি সম্পত্তি
12. তারল্য অনুপাত নির্ণয়ে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কেন?
- ক. এটি আদায়যোগ্য বলে
- খ. এটি পরিশোধযোগ্য বলে
- গ. এটি আদায়যোগ্য নয় বলে
- ঘ. এটি হিসাবভুক্ত নয় বলে
উত্তরঃ এটি আদায়যোগ্য নয় বলে
13. নিচের কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয় ?
- ক. অগ্রদত্ত খরচ
- খ. অর্জিত রাজস্ব
- গ. বকেয়া খরচ
- ঘ. বকেয়া রাজস্ব
উত্তরঃ অর্জিত রাজস্ব
14. The Evidence Act, 1872 প্রণয়ন করেন -
- ক. James Spenser
- খ. James Stuart
- গ. James Stephen
- ঘ. James Steven
উত্তরঃ James Stephen
15. The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিচের কোন দলিলটি Public Document নয়?
- ক. সার্টিফাইড কপি অব রেজিস্টার্ড পাওয়ার অব এর্টনি
- খ. তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
- গ. গ্রেফতারী পরোয়ানা
- ঘ. কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র
উত্তরঃ তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
16. মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- ক. ম্যাজিস্ট্রেট বাতিত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেয়া যায় না
- খ. পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
- গ. মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেয়া যাবে
- ঘ. মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
উত্তরঃ মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
- ক. সরাসরি বাতিল করবে
- খ. অসামঞ্জস্যপূর্ণ হলে বাতিল করবে
- গ. প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না
- ঘ. এর কোনোটি প্রযোজ্য হবে না
উত্তরঃ প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না
18. পারিবারিক আদালত কর্তৃক মোহরানা বাবদ প্রদত্ত ৫,০০০/- টাকার ডিক্রির বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
- ক. হাইকোর্ট বিভাগে
- খ. জেলা জজ আদালতে
- গ. যুগ্ম জেলা জজ আদালতে
- ঘ. আপিল চলে না
উত্তরঃ আপিল চলে না
19. পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এ বর্ণিত আদালত বলতে বুঝায় -
- ক. সহকারী জজ
- খ. পারিবারিক আদালত
- গ. জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
- ঘ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
উত্তরঃ জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
21. একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন। এমতাবস্থায় দানটি -
- ক. প্রত্যাহারযোগ্য
- খ. মৌখিক হলে প্রত্যাহার করতে পারেন
- গ. প্রত্যাহারযোগ্য নয়
- ঘ. রেজিস্ট্রেশন না করলে প্রত্যাহার করতে পারেন
উত্তরঃ প্রত্যাহারযোগ্য
- ক. ৬
- খ. ৩
- গ. ১
- ঘ. ২
উত্তরঃ ৩
- ক. ১/৩
- খ. ১/২
- গ. ১
- ঘ. ১/৪
উত্তরঃ ১/২
24. একজন হানাফি মুসলিম পিতা-মাতাকে রেখে মারা যান। তার তাজ্য সম্পত্তিতে পিতার অংশ -
- ক. ১/৪
- খ. ১/২
- গ. ২/৩
- ঘ. ৩/৪
উত্তরঃ ১/২
- ক. ১/৩ অংশ
- খ. ১/২ অংশ
- গ. ১/৪ অংশ
- ঘ. ১৯৬১ সনের অধ্যাদেশ জারীর আগে ‘খ’ এর মৃত্যু হওয়ায় তার পুত্র সম্পত্তি পাবে না
উত্তরঃ ১/২ অংশ