অন্যান্য

26. দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?

  • ক. তিন বছর
  • খ. চয় বছর
  • গ. এক বছর
  • ঘ. কোনো তামাদি মেয়াদ নেই

উত্তরঃ তিন বছর

বিস্তারিত

27. পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অধীনে বিচারের ক্ষমতাপ্রাপ্ত আদালত -

  • ক. পারিবারিক আদালত
  • খ. স্পেশাল ট্রাইব্যুনাল
  • গ. জেলা জজ আদালত
  • ঘ. প্রথম শ্রেণীর জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্টেট

উত্তরঃ প্রথম শ্রেণীর জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্টেট

বিস্তারিত

28. অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না?

  • ক. হ্যাঁ
  • খ. এটি আদলতের ইচ্ছাধীন ক্ষমতা
  • গ. না
  • ঘ. মূল দলিল দাখিল সাপেক্ষে বিবেচনা করা যাবে

উত্তরঃ না

বিস্তারিত

33. The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮(১) ধারা মতে চেক ডিসঅনারের মামলায় আদালত চেকে বর্ণিত টাকার তিনগুণ অর্থদণ্ড প্রদান করলে তার কী পরিমাণ অভিযোগকারী পাবেন?

  • ক. অর্থদণ্ডের সম্যক টাকা
  • খ. চেকের সমপরিমাণ টাকা
  • গ. চেকের দ্বিগুণ টাকা
  • ঘ. অর্থদণ্ডের অর্ধেক টাকা

উত্তরঃ চেকের সমপরিমাণ টাকা

বিস্তারিত

36. The Code of Criminal Procedure, 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা (Examine) করতে পারেন -

  • ক. অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা
  • খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
  • গ. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  • ঘ. সকলেই

উত্তরঃ অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা

বিস্তারিত

37. Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে -

  • ক. অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন
  • খ. অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি (release) দিবেন
  • গ. অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি (discharge) দিবেন
  • ঘ. Complaint বা খারিজ (dismiss) করবেন

উত্তরঃ অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন

বিস্তারিত

38. একজন বৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন?

  • ক. ৬০ বিঘা
  • খ. ১০০ বিঘা
  • গ. ৩৭৫ বিঘা
  • ঘ. কৃষক এবং জমির শ্রেণীভেদে পূর্বের সবগুলো সঠিক

উত্তরঃ ৬০ বিঘা

বিস্তারিত

39. ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়?

  • ক. The State Acquisition Rules, 1951
  • খ. The State Acquisition (Bond) Rules, 1957
  • গ. The State Acquisition and Tenancy Act, , 1950
  • ঘ. The Tenancy Rules, 1954

উত্তরঃ The Tenancy Rules, 1954

বিস্তারিত

40. The Non-Agricultural Tenancy Act, 1949 এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?

  • ক. হোল্ডিং এর হস্তান্তর (Transfer of holding)
  • খ. ভূমি হস্তান্তর (Transfer of land)
  • গ. বিনিময়ের মাধ্যমে হস্তান্তর
  • ঘ. বণ্টনের মাধ্যমে হস্তান্তর

উত্তরঃ ভূমি হস্তান্তর (Transfer of land)

বিস্তারিত

45. কোন প্রকার বদ্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না -

  • ক. Usufructuary Mortgage
  • খ. English Mortgage
  • গ. Mortgage by Conditional Sale
  • ঘ. Mortgage against Immovable Property

উত্তরঃ Usufructuary Mortgage

বিস্তারিত

46. The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিম্নের কোনটি নালিশযোগ্য দাবী (actionable claim) নয় -

  • ক. জামানত বিহীন ঋণ
  • খ. জামানতে গৃহীত ঋণ
  • গ. বকেয়া করের দাবী
  • ঘ. চুক্তির সুবিধা বা লাভের দাবী

উত্তরঃ জামানত বিহীন ঋণ

বিস্তারিত

47. উত্তরকালীন অসম্ভবতা (supervening impossibillity) এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়?

  • ক. চু্ক্তি করার সময় চু্ক্তি পালন সম্ভব ছিল
  • খ. চু্ক্তি পরবর্তী কার্য সম্পাদন কার্য সম্পাদন অসম্ভব নয়
  • গ. অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
  • ঘ. অসম্ভবতা প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে হয়

উত্তরঃ অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়

বিস্তারিত

49. রিসিভার নিয়োগ দেয়া হয় The Code of Civil Procedure, 1908 এর ....... অনুযায়ী।

  • ক. Order XL, rule 1
  • খ. Order XLI, rule 1
  • গ. Order XLII, rule 1
  • ঘ. Order XLIII, rule 1

উত্তরঃ Order XL, rule 1

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects