৫ম বিজেএস সহকারী জজ

1. 'ঢাকের কাঠি' এই বাগধারার অর্থ কি?

  • ক. সাহায্যকারী
  • খ. তোষামুদে
  • গ. বাদক
  • ঘ. কোনোটিই নয়

2. 'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. নির্ভয়
  • খ. বিস্ময়
  • গ. প্রত্যয়
  • ঘ. দ্বিধা

3. 'শাহজাহান' নাটকের নাট্যকার কে?

  • ক. দ্বিজেন্দ্রলাল রায়
  • খ. গিরিশচন্দ্র ঘোষ
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. আসকার ইবনে শাইখ

4. 'ভারতেশ্বরী হোমস্' এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. পি সি সরকার
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মাদার তেরেসা
  • ঘ. আর পি সাহা

5. 'হাতির পাঁচ পা দেখা' এই বাগধারার অর্থ কি?

  • ক. অবাক হওয়া
  • খ. গর্বে আনন্দিত হওয়া
  • গ. অহংকার বোধ করা
  • ঘ. ভুল দেখা

6. বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. মীর মশাররফ হোসেন

7. 'মৈমনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেছেন?

  • ক. ড.দীনেশচন্দ্র সেন
  • খ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
  • গ. দীনবন্ধু মিত্র
  • ঘ. কালিদাস

8. 'সব কটি জানালা খুলে দাও না' -এই গানটির গীতিকার কে?

  • ক. আবু হেনা মোস্তফা কামাল
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. মনিরুজ্জামান
  • ঘ. আলতাফ মাহমুদ

9. 'এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি'-- পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. সুকান্ত ভট্রাচার্য

10. শুদ্ধ বানানবিশিষ্ট শব্দ কোনটি?

  • ক. আশির্বাদ
  • খ. ভবিষ্যৎ
  • গ. দীর্ঘজীবি
  • ঘ. পিপিলীকা

11. 'সংখ্যালঘু ' শব্দটি কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব
  • খ. বহুব্রীহি
  • গ. কর্মধারয়
  • ঘ. দ্বিগু

12. রবীন্দ্রনাথ ঠাকুররে কোন রচনাটি উপন্যাস?

  • ক. শেষের কবিতা
  • খ. রক্ত করবী
  • গ. সঞ্চয়িতা
  • ঘ. গীতাঞ্জলি

13. 'খাঁচার ভিতর অচিন পাখি' -পঙক্তিটির উৎস কি?

  • ক. হাসন রাজার গান
  • খ. রবীন্দ্র সঙ্গীত
  • গ. ভজন
  • ঘ. লালন গীতি

15. 'সাঁঝের মায়া' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. ড.নীলিমা ইব্রাহিম
  • খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • গ. বেগম সুফিয়া কামাল
  • ঘ. শওকত ওসমান

16. বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. রশীদ করিম
  • গ. হুমায়ূন আজাদ
  • ঘ. আবদুল্লাহ আল- মুতি

17. 'অশীতিপর' শব্দের অর্থ কি?

  • ক. শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
  • খ. আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
  • গ. শীতে কাতর নয় এমন ব্যক্তি
  • ঘ. প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি

18. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

  • ক. পালি
  • খ. সংস্কৃত
  • গ. প্রাকৃত
  • ঘ. হিন্দি

19. 'দৈনিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দৈ + এক
  • খ. দৈ + নিক
  • গ. দৈ: + নিক
  • ঘ. দিন + এক

21. বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?

  • ক. আয়কর
  • খ. আমদানি শুল্ক
  • গ. মুল্য সংযোজন কর
  • ঘ. রপ্তানি শুল্ক

22. ১৯৭১ সনের কোন তারিখে The proclamation of Independence জারি করা হয়?

  • ক. ২৭ মার্চ
  • খ. ১০ এপ্রিল
  • গ. ১৪ এপ্রিল
  • ঘ. ১৭ এপ্রিল

25. বিক্রয়যোগ্য জমি দুটি সাব-রেজিস্ট্রি অফিসের এলাকাধীন হলে, কোন সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে হবে?

  • ক. যে কোনো একটিতে
  • খ. উভয়পক্ষের সম্মত অফিসে
  • গ. দলিলদাতার বাড়ী যে এলাকায় সে এলাকায় অফিসে
  • ঘ. যে অফিসের এলাকায় বিক্রীত জমির পরিমাণ বেশি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics