৫ম বিজেএস সহকারী জজ
26. ২০১০ ফুটবল বিশ্বকাপে 'গোল্ডেন বল' জয়ী 'ফোরলান' কোন দেশের পক্ষে খেলেছেন?
- ক. স্পেন
- খ. প্যারুগুয়ে
- গ. জার্মানি
- ঘ. উরুগুয়ে
28. পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি স্থাপতি বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি নির্মাণে কত কোটি ডলার খরচ হয়েছে?
- ক. ১৫০
- খ. 250
- গ. ৩০০
- ঘ. 350
30. Code of Criminal Procedure- এর ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি?
- ক. শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
- খ. ভূমি বিরোধজনিত দাঙ্গার শায়েস্তা
- গ. হরতালজনিত শাস্তি ভঙ্গের আশঙ্কা রোধ
- ঘ. ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
31. কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নাই?
- ক. ডাকতি
- খ. হত্যা
- গ. রাষ্ট্রদ্রোহিতা
- ঘ. শিশু পাচার
32. কোন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ( ADR) সংক্রান্ত বিধান নাই?
- ক. Code of Civil Prodcdure
- খ. Code of Criminal Procedure
- গ. Family Courts Ordinance
- ঘ. অর্থ ঋণ আদালত আইন
34. সুনামির কারণ--
- ক. আগ্নেয়গিরির অগ্যুৎপাত
- খ. ভূমিকম্প
- গ. সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ
- ঘ. চন্দের প্রবল আকর্ষণ
35. Penal Code - এর কোন ধারায় অপরাধমূলক নরহত্যা এর সংজ্ঞা আছে?
- ক. ২৯৯
- খ. ৩০০
- গ. ৩০১
- ঘ. ৩০২
36. 'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'-- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
- ক. এজাহার দায়ের
- খ. চার্জশীট দাখিল
- গ. চার্জ গঠন
- ঘ. দন্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের
37. 'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে?
- ক. ৬টি
- খ. ৭টি
- গ. ৮টি
- ঘ. ৯টি
41. কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না?
- ক. জেলাজজ আদালত
- খ. অতিরিক্ত জেলাজজ আদালত
- গ. যুগ্ম জেলাজজ আদালত
- ঘ. সিনিয়র সহকারী জজ আদালত
43. পৃথিবীর দীর্ঘতম 'কক্সবাজার সমুদ্র সৈকত' এর দৈর্ঘ্য কত কিলোমিটার?
- ক. ১২৫
- খ. 140
- গ. 155
- ঘ. ১৬১
45. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
- ক. বিচারপতি আহসানউদ্দিন চৌধুরী
- খ. বিচারপতি আবু সাইদ চৌধুরী
- গ. বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ
- ঘ. বিচারপতি আবু সাদত মো: সায়েম
46. বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কোন তারিখে?
- ক. ৪ঠা নভেম্বর ১৯৭২
- খ. ১৬ ই ডিসেম্বর ১৯৭২
- গ. ২৬ শে মার্চ ১৯৭২
- ঘ. ৪ঠা ডিসেম্বর ১৯৭২
47. যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?
- ক. বিল অফ রাইটস
- খ. এ্যাক্ট অফ সেটেলমেন্ট
- গ. ম্যাগনাকার্টা
- ঘ. জুডিকেচার এ্যাক্ট
48. কোন পদটি সাংবিধানিক পদ নয়?
- ক. প্রধান নির্বাচন কমিশনার
- খ. চেয়ারম্যান, সরকারী কর্ম কমিশন
- গ. চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
- ঘ. মহা হিসাব -নিরীক্ষক ও নিয়ন্ত্রক
49. প্রাচীন পুন্ডুনগরের বর্তমান নাম কি?
- ক. ময়নামতি
- খ. মহাস্থানগড়
- গ. শায়েস্তাবাদ
- ঘ. সোনারগাঁও