২২তম বিসিএস প্রিলি
- ক. শ্রীচৈতন্য
- খ. বিদ্যাপতি
- গ. চণ্ডীদাস
- ঘ. জ্ঞান দাস
2. বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
- ক. দীনেশ চন্দ্র সেনগুপ্ত
- খ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- গ. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. সুকুমার সেন
3. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. মুহম্মদ শহীদুল্লাহ
- গ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
- ঘ. মুহম্মদ এনামুল হক
4. দোভাষী পুঁথি বলতে কী বোঝেন?
- ক. দুই ভাষায় রচিত পুঁথি
- খ. কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
- গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পঁথি
- ঘ. আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
5. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সতেন্দ্রনাথ দত্ত
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. জসীমউদদীন
6. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
- ক. চোখের বালি
- খ. বলাকা
- গ. ঘরে-বাইরে
- ঘ. রক্তকবরী
7. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
- ক. বিদ্রোহী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. কাণ্ডারী হুঁশিয়ার
- ঘ. অগ্রপথিক
8. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
- ক. বাউন্ডুলের আত্মকাহিনী
- খ. মুক্তি
- গ. হেনা
- ঘ. বিদ্রোহী
9. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. মোহাম্মদ নাসির উদ্দিন
- খ. আবুল কালাম শামসুদদীন
- গ. কাজী আব্দুল ওদুদ
- ঘ. সিকান্দার আবু জাফর
10. ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. মানিক চট্রোপাধ্যায়
- গ. সত্যেন সেন
- ঘ. সুকান্ত ভট্রাচার্য
11. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. ফররুখ আহমদ
- খ. আহসান হাবীব
- গ. শামসুর রহমান
- ঘ. হাসান হাফিজুর রহমান
12. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
- খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
- গ. মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ারা পাশা
- ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
13. কোনটি হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনীগ্রন্থ?
- ক. মরুমায়া
- খ. মরু ভাস্কর
- গ. মরুতীর্থ
- ঘ. মরু কুসুম
14. পদাবলী লিখেছেন-
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. কায়কোবাদ
15. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
- ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি
- খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
- গ. বাউল বা মরমী গীতি
- ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
- ক. অস্বীকার
- খ. মিথ্যা
- গ. প্রলাপ
- ঘ. অসদালাপ
17. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
- ক. সাহায্যকারী
- খ. তোষামুদে
- গ. বাদক
- ঘ. স্বাস্থ্যহীন লোক
- ক. Subjection - Liberation
- খ. Restrain - Indulge
- গ. Compliant - Acquiescent
- ঘ. Restriction - Relaxation
- ক. Persevere - Waiver
- খ. Impulsive - Deliberate
- গ. Obstinate - Accommodating
- ঘ. Irresolute - Indecisive
20. Assert - Dissent
- ক. Affirm - Object
- খ. Reject - Disapprove
- গ. Acknowledge - Rocognize
- ঘ. Endorse - Ratify
21. Distort - Twist
- ক. Straighten - Bend
- খ. Deform - Reform
- গ. Harmonize - Balance
- ঘ. Observe - Blur
22. Government has been entrusted - elected politicians.
- ক. with
- খ. for
- গ. to
- ঘ. at
23. He has paid the penalty - his crimes - five years in prison.
- ক. for, with
- খ. at, by
- গ. about, at
- ঘ. after, in
24. The path - paved, so we were able to walk through the path.
- ক. was
- খ. had been
- গ. has been
- ঘ. being
25. In spite of my requests, he did not -
- ক. give in
- খ. fall in
- গ. get off
- ঘ. give forth