২২তম বিসিএস প্রিলি
51. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- ক. আট
- খ. দশ
- গ. এগার
- ঘ. পনের
52. ইসলামী সম্মেলন সংস্থার হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায়?
- ক. তেহরান
- খ. জেদ্দা
- গ. কায়রো
- ঘ. রিয়াদ
53. বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৭৫
54. অমর্ত্য সেনে কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
- ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
- খ. উন্নয়নের গতিধারা
- গ. মাইক্রো ক্রেডিট
- ঘ. বৈদেশিক সাহায্য
55. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
- ক. দিল্লি
- খ. ডারবান
- গ. ঢাকা
- ঘ. জাকার্তা
56. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) -এর সদস্য সংখ্যা কত?
- ক. ৬
- খ. ৭
- গ. ৮
- ঘ. ৫
- ক. রাজনৈতিক
- খ. অথনৈতিক
- গ. বাণিজ্যিক
- ঘ. সামাজিক
58. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৮৫ সালে, ঢাকায়
- খ. ১৯৮৩ সালে, দিল্লিতে
- গ. ১৯৮৪ সালে, কলোম্বোতে
- ঘ. ১৯৮৬ সালে, মালাতে
59. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
- ক. ১৯৫
- খ. ১৮৯
- গ. ৭০
- ঘ. ১৭৫
60. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
- ক. ২ বার
- খ. ৩ বার
- গ. ১ বার
- ঘ. ৪ বার
61. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
- ক. ১৩৬
- খ. ১৩৭
- গ. ১৩৮
- ঘ. ১৪০(২)
62. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
- ক. স্বস্তি পরিষদে
- খ. সাধারণ পরিষদের অধিবেশনে
- গ. ইকোসোকে (ECOSOC)
- ঘ. ইউনেসকোতে (UNESCO)
63. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
- ক. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
- খ. এয়ার কমোডর এ কে খন্দকার
- গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীল
64. রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন কত টন?
- ক. ১২,৮০০
- খ. ১৩,৯০০
- গ. ১৪.২০০
- ঘ. ১৫,০০
65. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- ক. সুইডেন
- খ. নাইজেরিয়া
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
- ক. পাকিস্তান
- খ. কেনিয়া
- গ. পাপুয়া নিউগিনি
- ঘ. বাংলাদেশ
67. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
- ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং
- খ. হোমেস জে হেকম্যান
- গ. গাও সিংজিয়ান
- ঘ. এরিক ক্যান্ডেল
68. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
- ক. আফ্রিকা
- খ. ইউরোপ
- গ. এশিয়া
- ঘ. উত্তর আমেরিকা
69. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
- ক. ১০ এপ্রিল, ১৯৭১
- খ. ১৯ এপ্রিল, ১৯৭১
- গ. ৭ মার্চ, ১৯৭১
- ঘ. ২৫ মার্চ, ১৯৭১
70. হেলসিংকি কোন দেশের রাজধানী?
- ক. সুইডেন
- খ. নরওয়ে
- গ. ফিনল্যান্ড
- ঘ. পোল্যান্ড
71. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
- ক. ইরাক
- খ. মিসর
- গ. কুয়েত
- ঘ. জর্ডান
- ক. ভারত
- খ. শ্রীলঙ্কা
- গ. পাকিস্তান
- ঘ. বাংলাদেশ
73. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
- ক. বর্ধমান হাউস
- খ. বাংলা ভবন
- গ. আহসান মঞ্জিল
- ঘ. চামেলি হাউস
74. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
- ক. ১৫টি
- খ. ১৭টি
- গ. ১৪টি
- ঘ. ১২টি
75. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
- ক. ১৯০৫
- খ. ১৯১১
- গ. ১৯৩৫
- ঘ. ১৯২১