ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা

1. সুনামীর কারণ হল-

  • ক. আগ্নেয়গিরির অগ্ল্যুৎপাত
  • খ. ঘূণীঝড়
  • গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  • ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প

বিস্তারিত

2. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা-

  • ক. আইনস্টাইন
  • খ. জি. ল্যামেটার
  • গ. স্টিফেন হকিং
  • ঘ. গ্যালিলিও

উত্তরঃ জি. ল্যামেটার

বিস্তারিত

3. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-

  • ক. হেস
  • খ. আইনস্টাইন
  • গ. টলেমি
  • ঘ. হাবল

উত্তরঃ হেস

বিস্তারিত

4. ইউরি গ্যাগারিন মহাশূন্যে যায়-

  • ক. ১৯৫৬ সালে
  • খ. ১৯৬১ সালে
  • গ. ১৯৬৪ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৬১ সালে

বিস্তারিত

5. গ্রীনিচ মানমন্দির অবস্থিত-

  • ক. যুক্তরাজ্যে
  • খ. যুক্তরাষ্ট্রে
  • গ. ফ্রান্সে
  • ঘ. জার্মানিতে

উত্তরঃ যুক্তরাজ্যে

বিস্তারিত

6. যে বায়ু সর্বদাই উচ্চতাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো-

  • ক. আয়ন বায়ু
  • খ. নিয়ত বায়ু
  • গ. প্রত্যয়ন বায়ু
  • ঘ. মৌসুমী বায়ু

উত্তরঃ নিয়ত বায়ু

বিস্তারিত

7. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-

  • ক. ঊষা
  • খ. গোধূলি
  • গ. গুরুবৃত্ত
  • ঘ. ছায়াবৃত্ত

উত্তরঃ ছায়াবৃত্ত

বিস্তারিত

8. হাজার হ্রদের দেশ কোনটি?

  • ক. নরওয়ে
  • খ. ফিনল্যান্ড
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. জাপান

উত্তরঃ ফিনল্যান্ড

বিস্তারিত

9. প্রবল জোয়ারের কারণ, যখন-

  • ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
  • খ. চন্দ্র প্রথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
  • গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
  • ঘ. সুর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

উত্তরঃ সুর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

বিস্তারিত

10. সুনামির (Tsunami) কারণ হলো-

  • ক. আগ্নেয়গিরির অগ্ল্যুৎপাত
  • খ. ঘূর্ণিঝড়
  • গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  • ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প

বিস্তারিত

11. হাজার-হ্রদের দেশ কোনটি?

  • ক. নরওয়ে
  • খ. ফিনল্যান্ড
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. জাপান

উত্তরঃ ফিনল্যান্ড

বিস্তারিত

12. সাগরকণ্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

  • ক. টেকনাফ
  • খ. কক্সবাজার
  • গ. পটুুয়াখালী
  • ঘ. খুলনা

উত্তরঃ পটুুয়াখালী

বিস্তারিত

13. চাঁদ ‍দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

  • ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
  • খ. আলোর বিচ্ছুরণে
  • গ. অপবর্তনে
  • ঘ. দৃষ্টিভ্রমে

উত্তরঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণে

বিস্তারিত

14. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?

  • ক. ৬ ঘণ্টা ১৩ মিনিট
  • খ. ৮ ঘণ্টা
  • গ. ১২ ঘণ্টা
  • ঘ. ১৩ ঘণ্টা ১৫ মিনিট

উত্তরঃ ৬ ঘণ্টা ১৩ মিনিট

বিস্তারিত

16. কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?

  • ক. মেরু অঞ্চলে
  • খ. নিরক্ষরেখায়
  • গ. উত্তর অঞ্চলে
  • ঘ. দক্ষিণ অঞ্চলে

উত্তরঃ নিরক্ষরেখায়

বিস্তারিত

17. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?

  • ক. সৌর বছর
  • খ. কসমিক ইয়ার
  • গ. আলোক বর্ষ
  • ঘ. পলিসার

উত্তরঃ কসমিক ইয়ার

বিস্তারিত

18. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

  • ক. খনির ভিতর
  • খ. পাহাড়ের উপর
  • গ. মেরু অঞ্চলে
  • ঘ. বিষুব অঞ্চলে

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

19. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-

  • ক. জ্বালানি বাষ্প
  • খ. ক্লোরোফ্লোরো কার্বন
  • গ. কার্বনডাই-অক্সাইড
  • ঘ. মিথেন

উত্তরঃ কার্বনডাই-অক্সাইড

বিস্তারিত

20. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. এ -

  • ক. ৫ কি.মি.
  • খ. ১০ কি.মি.
  • গ. ২৭ কি.গ্রাম
  • ঘ. ১০ নিউটন

উত্তরঃ ১০ নিউটন

বিস্তারিত

21. গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?

  • ক. ৬ ঘণ্টা
  • খ. ৮ ঘণ্টা
  • গ. ১০ ঘণ্টা
  • ঘ. ৫ ঘণ্টা

উত্তরঃ ৬ ঘণ্টা

বিস্তারিত

22. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে-

  • ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর
  • খ. ভূমধ্যসাগর ও আরব সাগর
  • গ. লোহিত সাগর ও আরব সাগর
  • ঘ. ভূমধ্যসাগর ও কাম্পিয়ান সাগর

উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগর

বিস্তারিত

23. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

  • ক. খনির ভিতর
  • খ. পাহাড়ের উপর
  • গ. মেরু অঞ্চলে
  • ঘ. বিষুব অঞ্চলে

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

24. কোনটি ‘নিশীথ সূর্যের দেশ’ নামে পরিচিত?

  • ক. হেমারফেস্ট
  • খ. কুইবেক
  • গ. তিব্বত
  • ঘ. এগুলোর কোনটিই নয়

উত্তরঃ হেমারফেস্ট

বিস্তারিত

25. কোনটি ‘চিরশান্তির’ নামে পরিচিত?

  • ক. রোম
  • খ. ভেনিস
  • গ. এথেন্স
  • ঘ. অসলো

উত্তরঃ রোম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects