ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা

176. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?

  • ক. সমুদ্রস্রোত
  • খ. নদী স্রোত
  • গ. বানের স্রোত
  • ঘ. জোয়ার-ভাটার স্রোত

উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত

বিস্তারিত

177. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?

  • ক. ৯১ বর্গ কিলোমিটার
  • খ. ৯ বর্গ কিলোমিটার
  • গ. ৭ বর্গ কিলোমিটার
  • ঘ. ৮ বর্গ কিলোমিটার

উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার

বিস্তারিত

178. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক -

  • ক. হেস
  • খ. আইনস্টাইন
  • গ. টলেমি
  • ঘ. হাবল

উত্তরঃ হেস

বিস্তারিত

179. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?

  • ক. সৌর বছর
  • খ. কসমিক ইয়ার
  • গ. আলোক বর্ষ
  • ঘ. পালসার

উত্তরঃ কসমিক ইয়ার

বিস্তারিত

180. কোনটি সৌরজগতের বস্তু নয়?

  • ক. পৃথিবী
  • খ. ধূমকেতু
  • গ. গ্যালাক্সি
  • ঘ. চাঁদ

উত্তরঃ গ্যালাক্সি

বিস্তারিত

181. বছরের বৃহত্তম দিন কোনটি?

  • ক. ২৩ মার্চ
  • খ. ২১ জুন
  • গ. ২৩ সেপ্টেম্বর
  • ঘ. ২৩ ডিসেম্বর

উত্তরঃ ২১ জুন

বিস্তারিত

182. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

  • ক. জিব্রাল্টার প্রণালী
  • খ. বসফরাস প্রণালী
  • গ. বাবেল মান্দের প্রণালী
  • ঘ. বেরিং প্রণালী

উত্তরঃ বাবেল মান্দের প্রণালী

বিস্তারিত

183. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম -

  • ক. আইসোপ্লিথ
  • খ. আইসোহাইট
  • গ. আইসোহ্যালাইন
  • ঘ. আইসোথার্ম

উত্তরঃ আইসোহাইট

বিস্তারিত

184. নিচের কোনটি সত্য নয়?

  • ক. ইরাবতী মায়ানমারের একটি নদী
  • খ. গোবী মরুভূমি ভারতে অবস্থিত
  • গ. থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
  • ঘ. সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত

উত্তরঃ গোবী মরুভূমি ভারতে অবস্থিত

বিস্তারিত

185. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?

  • ক. জানুয়ারি
  • খ. ফেব্রুয়ারি
  • গ. ডিসেম্বর
  • ঘ. মে

উত্তরঃ ডিসেম্বর

বিস্তারিত

186. মার্বেল কোন ধরনের শিলা?

  • ক. রূপান্তরিত শিলা
  • খ. আগ্নেয় শিলা
  • গ. পাললিক শিলা
  • ঘ. মিশ্র শিলা

উত্তরঃ রূপান্তরিত শিলা

বিস্তারিত

187. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?

  • ক. সিরাস
  • খ. নিম্বাস
  • গ. কিউম্যালাস
  • ঘ. স্ট্রেটাস

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

188. UDMC এর পূর্ণরূপ হলো -

  • ক. United Disaster Management Center
  • খ. Union Disaster Management Committee
  • গ. Union Disaster Management Center
  • ঘ. None of them

উত্তরঃ Union Disaster Management Committee

বিস্তারিত

189. ‘বেঙ্গল ফ্যান’ - ভূমিরূপটি কোথায় অবস্থিত?

  • ক. মধুপুর গড়ে
  • খ. বঙ্গোপসাগরে
  • গ. হাওর অঞ্চলে
  • ঘ. টারশিয়ারি পাহাড়ে

উত্তরঃ বঙ্গোপসাগরে

বিস্তারিত

190. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো :

  • ক. আপদ ঝুঁকি হ্রাস
  • খ. জলবায়ু পরিবর্তন হ্রাস
  • গ. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
  • ঘ. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা

উত্তরঃ জলবায়ু পরিবর্তন হ্রাস

বিস্তারিত

191. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?

  • ক. দূরত্ব
  • খ. সময়
  • গ. ভর
  • ঘ. ওজন

উত্তরঃ দূরত্ব

বিস্তারিত

192. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম -

  • ক. ভেগা
  • খ. প্রক্সিমা সেন্টাউরি
  • গ. আলফা সেন্টািউরি A
  • ঘ. আলফা সেন্টািউরি B

উত্তরঃ প্রক্সিমা সেন্টাউরি

বিস্তারিত

193. সাত পাহাড়ের দেশ কোনটি?

  • ক. টোকিও
  • খ. কায়রো
  • গ. বেলজিয়াম
  • ঘ. রোম

উত্তরঃ রোম

বিস্তারিত

194. পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?

  • ক. মৌসুমী বন্যা
  • খ. জোয়ার ভাটাজনিত বন্যা
  • গ. প্রবল বর্ষাজনিত বন্যা
  • ঘ. আকস্মিক বন্যা

উত্তরঃ প্রবল বর্ষাজনিত বন্যা

বিস্তারিত

195. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?

  • ক. সৌর বছর
  • খ. আলোকবর্ষ
  • গ. কসমিক ইয়ার
  • ঘ. পলিসার

উত্তরঃ কসমিক ইয়ার

বিস্তারিত

196. বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়?

  • ক. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু
  • খ. দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
  • গ. দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু
  • ঘ. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু

উত্তরঃ উত্তর পশ্চিম মৌসুমি বায়ু

বিস্তারিত

197. বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি?

  • ক. খরা
  • খ. নদী ভাঙ্গন
  • গ. বন্যা
  • ঘ. ভূমিকম্প

উত্তরঃ ভূমিকম্প

বিস্তারিত

198. SPARSO কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৭৮
  • খ. ১৯৮০
  • গ. ১৯৭৯
  • ঘ. ১৯৮২

উত্তরঃ ১৯৮০

বিস্তারিত

199. উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?

  • ক. সরলরেখার উত্তর দিকে
  • খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  • গ. সরলরেখার দক্ষিণ দিকে
  • ঘ. ঘড়ির কাটার দিকে ঘূর্ণায়মান গতিতে

উত্তরঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে

বিস্তারিত

200. পার্ল অব অ্যান্টিলিজ নামে পরিচিত-

  • ক. পানামা
  • খ. মেক্সিকো
  • গ. কিউবা
  • ঘ. কানাডা

উত্তরঃ কিউবা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects