ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা

201. বাংলাদেশে দুর্যোগ এর অন্যতম কারণ কি?

  • ক. প্রাকৃতিক
  • খ. অর্থনৈতিক
  • গ. ভৌগোলিক অবস্থান
  • ঘ. গঠনগত

উত্তরঃ ভৌগোলিক অবস্থান

বিস্তারিত

202. দুর্যোগ কি ধরনের ঘটনা

  • ক. বিপর্যয় পূর্ব ঘটনা
  • খ. বিপর্যয় কালীন ঘটনা
  • গ. বিপর্যয়ের কারণে বন্যা
  • ঘ. বিপর্যয় পরবর্তী ঘটনা

উত্তরঃ বিপর্যয় পরবর্তী ঘটনা

বিস্তারিত

203. ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

  • ক. ভলগা
  • খ. টেমস
  • গ. দানিয়ুব
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ভলগা

বিস্তারিত

204. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগােলিক নাম?

  • ক. টেকনাফ
  • খ. কক্সবাজার
  • গ. পটুয়াখালী
  • ঘ. খুলনা

উত্তরঃ পটুয়াখালী

বিস্তারিত

205. ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?

  • ক. রাশিয়া
  • খ. ইউক্রেন
  • গ. পোল্যান্ড
  • ঘ. ল্যাটভিয়া

উত্তরঃ ইউক্রেন

বিস্তারিত

206. পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?

  • ক. ভারত ও বাংলাদেশ
  • খ. ভারত ও শ্রীলংকা
  • গ. মালয়েশিয়া ও সিঙ্গাপুর
  • ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো

উত্তরঃ ভারত ও শ্রীলংকা

বিস্তারিত

207. আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?

  • ক. নীল নদ
  • খ. কঙ্গো
  • গ. নাইজার
  • ঘ. কোকো

উত্তরঃ নীল নদ

বিস্তারিত

208. পৃথিবী সূর্যের ---নিকটতম গ্রহ।

  • ক. ২য়
  • খ. ৩য়
  • গ. ৪র্থ
  • ঘ. ৫ম

উত্তরঃ ৩য়

বিস্তারিত

209. নিম্নের কোন দুর্যোগ 'Hydro-meteorological' দুর্যোগ হিসেবে পরিচিত?

  • ক. বন্যা
  • খ. খরা
  • গ. ঘূর্ণিঝড়
  • ঘ. ভূমিধস

উত্তরঃ ভূমিধস

বিস্তারিত

210. বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?

  • ক. বান্দরবান
  • খ. কুষ্টিয়া
  • গ. কুমিল্লা
  • ঘ. বরিশাল

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

211. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

  • ক. চীন
  • খ. পাকিস্তান
  • গ. থাইল্যান্ড
  • ঘ. মায়ানমার

উত্তরঃ মায়ানমার

বিস্তারিত

212. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?

  • ক. দক্ষিণ - পশ্চিমাঞ্চলে
  • খ. পশ্চিমাঞ্চলে
  • গ. উত্তর - পশ্চিমাঞ্চলে
  • ঘ. উত্তর - পূর্বাঞ্চলে

উত্তরঃ উত্তর - পূর্বাঞ্চলে

বিস্তারিত

213. ‘সোয়াচ অব কোন গ্রাইন্ড’ কী?

  • ক. একটি দেশের নাম
  • খ. ম্যানগ্রোভ বন
  • গ. একটি দ্বীপ
  • ঘ. সাবমেরিন ক্যানিয়ন

উত্তরঃ সাবমেরিন ক্যানিয়ন

বিস্তারিত

214. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন - প্রবণ?

  • ক. বোয়ালমারী
  • খ. নড়িয়া
  • গ. আলমডাঙ্গা
  • ঘ. নিকলি

উত্তরঃ নড়িয়া

বিস্তারিত

215. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?

  • ক. পার্বত্য বন
  • খ. শালবন
  • গ. মধুপুর বন
  • ঘ. ম্যানগ্রোভ বন

উত্তরঃ ম্যানগ্রোভ বন

বিস্তারিত

216. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?

  • ক. সিলেটৈ
  • খ. কুমিল্লা
  • গ. রাজশাহী
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

217. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. সেন্টমার্টিন
  • গ. হাতিয়া
  • ঘ. কুতুবদিয়া

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

218. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?

  • ক. ভূমিকম্প
  • খ. ভূমিধস
  • গ. টর্নেডো
  • ঘ. খরা

উত্তরঃ ভূমিকম্প

বিস্তারিত

219. বঙ্গোপসাগর ও জাভা সাগর কে যুক্ত করেছে -

  • ক. বেরিং প্রণালী
  • খ. সুন্দা প্রণালী
  • গ. মালাক্কা প্রণালী
  • ঘ. মেসিনা প্রণালী

উত্তরঃ মালাক্কা প্রণালী

বিস্তারিত

220. কত বছর বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?

  • ক. ৭০ বছর
  • খ. ৬৫ বছর
  • গ. ৭৬ বছর
  • ঘ. ৮০ বছর

উত্তরঃ ৭৬ বছর

বিস্তারিত

221. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?

  • ক. বায়ু দষণ
  • খ. দুর্ভিক্ষ
  • গ. মহামারী
  • ঘ. কালবৈশাখী (Norwester)

উত্তরঃ বায়ু দষণ

বিস্তারিত

222. টর্নেডো শব্দটি এসেছে -

  • ক. Toonida
  • খ. Tunioda
  • গ. Tonada
  • ঘ. Tornada

উত্তরঃ Tornada

বিস্তারিত

223. কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?

  • ক. ৩০ - ৪০
  • খ. ২০ - ৩৫
  • গ. ১০ - ২০
  • ঘ. ২০ - ৩০

উত্তরঃ ৩০ - ৪০

বিস্তারিত

224. কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?

  • ক. দেশের ভৌগোলিক অবস্থান
  • খ. দেশের আয়তন
  • গ. মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার
  • ঘ. দেশের প্রাকৃতিক সম্পদ

উত্তরঃ দেশের প্রাকৃতিক সম্পদ

বিস্তারিত

225. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?

  • ক. ২৮০০ মেগাওয়াট
  • খ. ২০০০ মেগাওয়াট
  • গ. ২৪০০ মেগাওয়াট
  • ঘ. ২২০০ মেগাওয়াট

উত্তরঃ ২৪০০ মেগাওয়াট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects