ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা
226. যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয়_।
- ক. সূর্যগ্রহণ
- খ. চন্দ্ৰগ্ৰহণ
- গ. পূর্ণিমা
- ঘ. অমাবস্যা
উত্তরঃ চন্দ্ৰগ্ৰহণ
227. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
- ক. ৭.৬ সে.মি.
- খ. ৭৬ সে.মি.
- গ. ৭৬০ সে.মি.
- ঘ. ৭২ সে.মি.
উত্তরঃ ৭৬ সে.মি.
- ক. ম্যারিয়ানা ট্রেঞ্চ
- খ. ডেড সী
- গ. বৈকাল হ্রদ
- ঘ. লোহিত সাগর
উত্তরঃ ম্যারিয়ানা ট্রেঞ্চ
230. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে ?
- ক. ১৫ নভেম্বর ২০০৭
- খ. ১৬ নভেম্বর ২০০৭
- গ. ১৭ নভেম্বর ২০০৭
- ঘ. ১৮ নভেম্বর ২০০৭
উত্তরঃ ১৫ নভেম্বর ২০০৭
231. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে –
- ক. ফোকাস
- খ. এপিসেন্টার
- গ. ফ্রাকচার
- ঘ. ফণ্ট
উত্তরঃ এপিসেন্টার
232. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
- ক. পরিবহন
- খ. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
- গ. ভবন নির্মাণ
- ঘ. শিল্প
উত্তরঃ বিদ্যুৎ ও তাপ উৎপাদন
233. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়—
- ক. ঘড়ির কাটার দিকে
- খ. ঘড়ির কাটার বিপরীতে
- গ. সোজা
- ঘ. কোনটাই সঠিক নয়
উত্তরঃ ঘড়ির কাটার বিপরীতে
There are no comments yet.