পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর
1. করোনাভাইরাসকে কী নামে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে?
- ক. Covid-19
- খ. Nobel
- গ. Corona 19
- ঘ. Novel 19
3. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. এম মনসুর আলী
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. তাজউদ্দিন আহমেদ
4. আমেরিকার (United State of America) রাজধানী কোথায়?
- ক. নিউইয়র্ক
- খ. ওয়াশিংটন
- গ. লসএঞ্জেলস
- ঘ. বোস্টন
7. বাংলা নববর্ষ হিসেবে পহেলা বৈশাখ চালু করেন ক?
- ক. সম্রাট বাবর
- খ. সম্রাট শাহজাহান
- গ. সম্রাট আকবর
- ঘ. কোনোটিই নয়
8. চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
- ক. বাকখালী
- খ. কর্ণফুলী
- গ. কক্সবাজার
- ঘ. ফেনী
13. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
- ক. ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
- খ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
- গ. প্রশান্ত ও ভারত মহাসাগর
- ঘ. কোনোটিই নয়
15. বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
- ক. কেওক্রাডং
- খ. মাউন্ট এভারেস্ট
- গ. কিলিমানজারো
- ঘ. কোনোটিই নয়
16. ভারতের সর্বশেষ বৃটিশ গভর্ণর কে ছিলেন?
- ক. লর্ড হার্ডিঞ্জ
- খ. মাউন্টব্যাটেন
- গ. এলান অক্টোভিয়ান
- ঘ. লর্ড কার্জন
17. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক. ১২টি
- খ. ১৩টি
- গ. ১১টি
- ঘ. ১০টি
18. আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
- ক. অ্যাঞ্জল
- খ. ভিক্টোরিয়া
- গ. নায়াগ্রা
- ঘ. তুগেলা
19. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?
- ক. ১০ ডিসেম্বর
- খ. ১১ জানুয়ারি
- গ. ১ ডিসেম্বর
- ঘ. ২০ মার্চ
20. UNESCO Memory of the World International' এ কার ভাষণ অন্তর্ভূক্ত হয়েছে?
- ক. মাহাথির মোহাম্মদ
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. জওহরলাল নেহেরু
- ঘ. ইন্দিরা গান্ধী
22. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ উক্তিটি কার?
- ক. বিদ্যাপতি
- খ. রামকৃষ্ণ পরমহংস
- গ. বিকেকানন্দ
- ঘ. চণ্ডীদাস
24. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন?
- ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- খ. মুহাম্মদ শহীদুল্লাহ
- গ. এন.বি. হ্যালহেড
- ঘ. কোনোটিই নয়
- ক. জহির রায়হান
- খ. হুমায়ুন আহমেদ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. আনিসুল হক