প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ

1. ইব্রাহিম খাঁ রচিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. খোয়াব নামা
  • খ. ইস্তাম্বুল যাত্রী
  • গ. মোস্তফা চরিত
  • ঘ. পদ্মা নদীর মাঝি

উত্তরঃ ইস্তাম্বুল যাত্রী

বিস্তারিত

2. ‘ইস্তাম্বুল যাত্রীর পত্র’ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
  • খ. কবি জসীমউদ্দনীন
  • গ. কবি গোলাম মোস্তফা
  • ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ

বিস্তারিত

3. কোন নাটকটি প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা?

  • ক. সাজাহান
  • খ. কাফেলা
  • গ. নীল দর্পণ
  • ঘ. রক্তাক্ত প্রান্তর

উত্তরঃ কাফেলা

বিস্তারিত

4. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

  • ক. আনোয়ার পাশা
  • খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • গ. কুচবরণ কন্যে
  • ঘ. সোনার শিকল

উত্তরঃ কুচবরণ কন্যে

বিস্তারিত

5. কোনটি ইব্রাহীম খাঁর গ্রন্থ নয়?

  • ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • খ. আনোয়ার পাশা
  • গ. সোনার শিকল
  • ঘ. উর্বশী ও আর্টেমিস

উত্তরঃ উর্বশী ও আর্টেমিস

বিস্তারিত

6. 'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা কে?

  • ক. আকবর উদ্দীন
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ইব্রাহিম খাঁ
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ ইব্রাহিম খাঁ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects