প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ চট্টগ্রাম বিভাগ

4. রিবন রেটিং কি?

  • ক. পাট পচানোর পদ্ধতি
  • খ. রাবার চাষের পদ্ধতি
  • গ. গতি পরিমাপক যন্ত্ৰ
  • ঘ. মাছ চাষ পদ্ধতি

5. ভিটামিন ‘ই’-এর কাজ কি?

  • ক. দেহ বৃদ্ধিতে সহায়তা করা
  • খ. প্রজননে সহায়তা করা
  • গ. হার্ট এটাক প্রতিরোধ করা
  • ঘ. রক্তজমাট বাঁধাকে দ্রুত দূরীভূত করা

7. What is the correct sentence?

  • ক. The reason of my silence is due to my illness.
  • খ. My silence is due to my illness.
  • গ. The reason of my silence a due to my illness.
  • ঘ. My silence is due the my illness.

9. যীশুখ্রিস্টের জন্মস্থান কোথায়?

  • ক. ভারত
  • খ. ইরাক
  • গ. জেরুজালেম
  • ঘ. ইতালি

10. আরব লীগের সদর দফতর-

  • ক. তিউনিস
  • খ. জেদ্দা
  • গ. ইরাক
  • ঘ. কায়রো

11. বাংলাদেশ পুলিশ একাডেমি কোন জেলায় অবস্থিত?

  • ক. টাঙ্গাইল
  • খ. ঢাকা
  • গ. রাজশাহী
  • ঘ. পাবনা

12. বিশ্ব মান দিবস প্রতিপালিত হয় প্রতি বছর-

  • ক. ১৪ অক্টোবর
  • খ. ৭ মার্চ
  • গ. ৭ মে
  • ঘ. ১০ এপ্রিল

13. বিভক্তিহীন নাম শব্দকে বলে-

  • ক. প্রাতিপদিক
  • খ. সাধিত পদ
  • গ. নামপদ
  • ঘ. ক্রিয়াপদ

14. নিচের কোনটি সঠিক?

  • ক. ম + হ = হ্ম
  • খ. ম্ + হ = হ্ম
  • গ. হ + ম = হ্ম
  • ঘ. হ্ + ম = হ্ম

15. কোনটি অপিনিহিতির'র উদাহরণ?

  • ক. ইস্কুল
  • খ. আইজ
  • গ. গেলাস
  • ঘ. ধপাধপ

16. ফরাসি বিপ্লব হয়েছিল কবে?

  • ক. ১৯৭১ সালে
  • খ. ১৮১৭ সালে
  • গ. ১৭৭৯ সালে
  • ঘ. ১৭৮৯ সালে

18. বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়-

  • ক. ১০ ডিসেম্বর, ১৯৯৬
  • খ. ১১ ডিসেম্বর, ১৯৯৬
  • গ. ১২ ডিসেম্বর, ১৯৯৬
  • ঘ. ১৪ ডিসেম্বর, ১৯৯৬

19. ‘হোয়াইট গোল্ড' বলা হয়-

  • ক. কৃত্রিম স্বর্ণকে
  • খ. রৌপ্যকে
  • গ. চিংড়ি মাছকে
  • ঘ. ইলিশ মাছকে

20. পাঁচ পীরের মাজার কোথায়?

  • ক. সোনারগাঁয়ে
  • খ. রাজশাহীতে
  • গ. ঢাকা শহরে
  • ঘ. খুলনা বিভাগ

21. বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন?

  • ক. ৬০৫ সালে
  • খ. ১১৪৫ সালে
  • গ. ১৩৪৬ সালে
  • ঘ. ১২৪৫ সালে

22. প্রথম আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?

  • ক. ল্যাপটপ
  • খ. এনিয়াক
  • গ. ডিজিটাল
  • ঘ. ইউনিভ্যাক

23. ‘ভাবুক'-এর সন্ধি বিচ্ছেদ-

  • ক. ভা + বুক
  • খ. ভৌ + উক
  • গ. ভৌ + ইক
  • ঘ. ভাব + উক

24. ‘আমার তুল্য' এর বাক্য সংকোচন-

  • ক. ঈদৃশ
  • খ. তাদৃশ
  • গ. মাদৃশ
  • ঘ. তিদৃশ

25. ‘উকিল’ কোন দেশি শব্দ?

  • ক. ফারসি শব্দ
  • খ. পাঞ্জাবি শব্দ
  • গ. আরবি শব্দ
  • ঘ. উর্দু শব্দ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics