১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়
1. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?
- ক. ভারত
- খ. চীন
- গ. বাংলাদেশ
- ঘ. রাশিয়া
2. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে -
- ক. ক্যালসিয়াম অক্সালেট
- খ. ক্যালসিয়াম কার্বনেট
- গ. ক্যালসিয়াম ফসফেট
- ঘ. ক্যালসিয়াম সালফেট
3. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
- ক. মেক্সিকো
- খ. জাপান
- গ. ইতালি
- ঘ. রাশিয়া
- ক. মায়ানমার
- খ. ভিয়েতনাম
- গ. থাইল্যান্ড
- ঘ. চীন
5. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
- ক. অক্সিজেন
- খ. কার্বন ডাইঅক্সাইড
- গ. নাইট্রোজেন
- ঘ. হাইড্রোজেন
6. জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?
- ক. ৬ই এপ্রিল ১৯৪২
- খ. ১৭ জুন ১৯৪৩
- গ. ৭ ডিসেম্বর ১৯৪১
- ঘ. ১৫ জানুয়ারি ১৯৪০
7. কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?
- ক. ২০১৯ - ২০ সালকে
- খ. ২০২০ - ২১ সালকে
- গ. ২০২১ - ২২ সালকে
- ঘ. ২০২২ - ২৩ সালকে
8. ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
- ক. অলিভার হার্ট
- খ. জ্যাঁ তিরোল
- গ. রবার্ট জে শিলার
- ঘ. উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমার
9. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের -
- ক. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
- খ. বিক্ষেপণ বেশি
- গ. প্রতিফলন বেশি
- ঘ. শোষণ বেশি
10. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?
- ক. বঙ্গ
- খ. পুণ্ড্রবর্ধন
- গ. গৌড়
- ঘ. সমতট
11. ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে “গোল্ডেন বল” লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক?
- ক. ফ্রান্স
- খ. জার্মানি
- গ. ব্রাজিল
- ঘ. ক্রোয়েশিয়া
12. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?
- ক. ১৯৯৮
- খ. ১৯৯৭
- গ. ২০০১
- ঘ. ১৯৯৯
13. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়?
- ক. নেদারল্যান্ড ও যুক্তরাজ্য
- খ. নিউজিল্যান্ড ও ডেনমার্ক
- গ. ডেনমার্ক ও যুক্তরাজ্য
- ঘ. সুইডেন ও বেলজিয়াম
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. ভারত
- ঘ. কানাডা
15. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?
- ক. ভারত - বাংলাদেশ সীমান্ত
- খ. ভারত-পাকিস্তান সীমান্ত
- গ. পাকিস্তান - চীন সীমান্ত
- ঘ. মায়ানমার - থাইল্যান্ড সীমান্ত
16. বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়?
- ক. ৫ অক্টোবর
- খ. ২৯ জানুয়ারি
- গ. ২ এপ্রিল
- ঘ. ৯ জুলাই
17. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
- ক. সিলেট
- খ. ময়মনসিংহ
- গ. কুমিল্লা
- ঘ. নোয়াখালি
18. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?
- ক. ২০১০-২০২৫
- খ. ২০২০-২০৩০
- গ. ২০১৬-২০৩০
- ঘ. ২০১৬-২০৩৫
19. বৃটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?
- ক. সুদান
- খ. ইয়েমেন
- গ. মোজাম্বিক
- ঘ. সিয়েরালিওন
20. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
- ক. RAM
- খ. ROM
- গ. হার্ডডিস্ক
- ঘ. অপারেটিং সিস্টেম
21. ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?
- ক. সবচেয়ে দরিদ্র ৮টি দেশ
- খ. সবচেয়ে শিল্পোন্নত ৮টি দেশ
- গ. সবচেয়ে উন্নত ৮টি দেশ
- ঘ. সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ
22. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
- ক. বটেশ্বর, সিলেট
- খ. ঘাটাইল, মানিকগঞ্জ
- গ. লেবুখালী, পটুয়াখালী
- ঘ. ভাটিয়ারি, চট্রগ্রাম
23. বাংলাদেশের প্রথম ফিশ ওয়াল্র্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
- ক. পটুয়াখালী
- খ. সুনামগঞ্জ
- গ. কক্সবাজার
- ঘ. চট্রগ্রাম
24. বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে।
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. ফ্রান্স
- ঘ. রাশিয়া
25. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
- ক. প্রধান বিচারপতি
- খ. প্রধানমন্ত্রী
- গ. স্পীকার
- ঘ. চিফ হুইপ