১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়
26. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ১১, ১২
- খ. ১০, ১১
- গ. ১২, ১৩
- ঘ. ৯, ১০
27. ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?
- ক. ৮৮
- খ. ৭৮
- গ. ৮৭
- ঘ. ৬৫
29. এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে গুড়ের পরিমাণ কত?
- ক. 10%
- খ. 20%
- গ. 30%
- ঘ. 40%
30. 4 সে.মি. , 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
- ক. 0
- খ. 60
- গ. 80
- ঘ. 120
31. x2 + y2 + z2 = 4, x + y - z = 8 হলে yz + zx - xy এর মান -
- ক. -60
- খ. -30
- গ. 30
- ঘ. 60
32. x2 - y2, x2 + xy + y2 , x3 - y3 রাশিত্রয়ের ল.সা.গু -
- ক. (x2 - y2) (x2 + xy + y2)
- খ. x3 - y3
- গ. x - y
- ঘ. x + y
- ক. ২০০ মিটার
- খ. ২৫০ মিটার
- গ. ৩৫০ মিটার
- ঘ. ৪৫০ মিটার
34. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল -
- ক. ৮
- খ. ৯
- গ. ১৭
- ঘ. ১৮
35. একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হল।
- ক. ৫০%
- খ. ৫৫%
- গ. ৬০%
- ঘ. ৪০%
36. জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন -
- ক. ৩১০০ টাকা
- খ. ৩২০০ টাকা
- গ. ৩২৫০ টাকা
- ঘ. ৩৩০০ টাকা
37. একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।
- ক. ৯
- খ. ১৫
- গ. ১০
- ঘ. ৬
38. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?
- ক. ১২০০ টাকা
- খ. ১০০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
- ক. Pen through the word
- খ. Cut the word
- গ. Cut through the word
- ঘ. Cut out the word
41. A person whose head is in the clouds is -
- ক. proud
- খ. a day dreamer
- গ. an aviator
- ঘ. useless
42. The verb of the word 'economy' is -
- ক. economic
- খ. economical
- গ. economically
- ঘ. economize
43. He said , " I went to Tangail." (Indirect)
- ক. He said that had he gone to tangail
- খ. He said that I had gone to Tangail
- গ. He said that he had gone to Tangail
- ঘ. He said that he went to Tangail
44. The adjective form of the word 'Study' is
- ক. study
- খ. studily
- গ. stupidity
- ঘ. studious
45. All love flower. (Interrogative)
- ক. Who dose not love flower?
- খ. Who do not love flower?
- গ. Who did not love flower
- ঘ. Do all love flower
47. A spech full of too many word is -
- ক. a big speech
- খ. Maiden speech
- গ. An unimportant speech
- ঘ. A verbose speech
48. The roads of Rajshahi are wider -
- ক. than those of Dhaka
- খ. than Dhaka
- গ. than that of Dhaka
- ঘ. than Dhaka's roads
49. Who is calling me? (Passive)
- ক. By whom am I called?
- খ. By whom I am called?
- গ. By whom I was called?
- ঘ. By whom am I being called>?
50. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
- ক. You will find such a country nowhere
- খ. Nowhere you will find such a country
- গ. Nowhere will you find such a country
- ঘ. You will find a country like this nowhere