১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায়
76. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
- ক. ৩২, ৮, ১০
- খ. ৩২, ৭, ১১
- গ. ৩০, ৮, ১২
- ঘ. ৩২, ৭, ৯
78. কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?
- ক. শৈব
- খ. সৌর
- গ. দৈব
- ঘ. চৈত্র
79. ‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’ - বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ৭মী
- খ. কর্মকারকে শূন্য
- গ. কর্তৃকারকে শূন্য
- ঘ. করণ কারকে শূন্য
80. ‘মহাকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক. তুর্কি
- খ. আরবি
- গ. ফারসি
- ঘ. ফরাসি
- ক. ষ্টেশন
- খ. রুগন
- গ. বিপ্রকর্স
- ঘ. সাধারন
84. ‘বীর সন্তান প্রসব করে যে নারী’ - এক কথায় তাকে কী বলে?
- ক. বীরপুত্র
- খ. রত্নগর্ভা
- গ. স্বর্ণমাতা
- ঘ. বীরপ্রসূ
85. ‘মন না মতি’ - বাগধারার অর্থ কী?
- ক. চালবাজি
- খ. অস্থির মানব মন
- গ. অরাজক পরিস্থিতি
- ঘ. অমূল্য সম্পদ
86. ‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?
- ক. আহ্বান
- খ. নিমন্ত্রণ
- গ. প্রত্যাবান
- ঘ. আবাহন
87. কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?
- ক. নেতা
- খ. কবি
- গ. দাতা
- ঘ. বাদশাহ
There are no comments yet.