বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ইনস্টিটিউট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর ডিটিআই
1. বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
- ক. ৮ বছরে
- খ. ১০ বছরে
- গ. ১২ ১/২ বছরে
- ঘ. ১৬ বছরে
2. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
- ক. UNDP
- খ. UNICEF
- গ. UNCTAD
- ঘ. UNESCO
3. ‘রক্তকরবী’ নাটকটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. নূরুল মোমেন
- ঘ. আসকার ইবনে শাইখ
- ক. Shakespeare
- খ. Words Worth
- গ. George Bernard Shaw
- ঘ. Rudyard Kipling
5. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
- ক. সন্দ্বীপ
- খ. মহেশখালী
- গ. সেন্টমার্টিন
- ঘ. হাতিয়া
6. ‘পোর্ট অব স্পেন’ কোন দেশে অবস্থিত?
- ক. দক্ষিণ আমেরিকা
- খ. ত্রিনিদাদ ও টোবাগো
- গ. স্পেন
- ঘ. আলবেনিয়া
7. ‘ণ’ ত্ব ও ‘ষ’ ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
- ক. দেশি
- খ. বিদেশি
- গ. তৎসম
- ঘ. খাঁটি বাংলা
8. ‘কোথায় যাওয়া হচ্ছে?’ এটি কোন বাক্যের উদাহরণ?
- ক. ভাববাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. কর্তৃবাচ্য
- ঘ. কর্তৃ কর্মবাচ্য
9. Fill in the blank 'A friend - need is a friend indeed?
- ক. in
- খ. at
- গ. for
- ঘ. of
10. Finll in the blank : 'It hurts when I walk. Please call - a doctor.'
- ক. out
- খ. for
- গ. in
- ঘ. of
11. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়?
- ক. ৫ মে
- খ. ৫ জুন
- গ. ৫ জুলাই
- ঘ. ৫ আগস্ট
12. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. মেহেরপুর
- গ. ফরিদপুর
- ঘ. রংপুর
14. Which one is a plural no :
- ক. basis
- খ. formula
- গ. arms
- ঘ. dwarf
15. 'Tea is liked by common people.' This is an example of -
- ক. active voice
- খ. passive voice
- গ. quasi-passive voice
- ঘ. double passive voice
16. বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
- ক. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কালীপ্রসন্ন সিংহ
17. শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -
- ক. ১৪ ডিসেম্বর
- খ. ২৬ ডিসেম্বর
- গ. ২৩ ডিসেম্বর
- ঘ. ২০ ডিসেম্বর
18. বাংলা কবিতার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
- ক. ভারতচন্দ্র রায়
- খ. বিহারীলাল চক্রবর্তী
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
19. কোনটির ‘অর্থবাচকতা’ নেই কিন্তু ‘অর্থদ্যোতকতা’ আছে?
- ক. উপসর্গ
- খ. সন্ধি
- গ. সমাস
- ঘ. কারক
20. জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?
- ক. ২০ অক্টোবর ১৯৪৫
- খ. ২৪ অক্টোবর ১৯৪৫
- গ. ২৬ অক্টোবর ১৯৪৫
- ঘ. ৩০ অক্টোবর ১৯৪৫
21. ২ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ক. ১১টি
- খ. ১০টি
- গ. ৮টি
- ঘ. ৯টি
22. Which one of the following is a singular number?
- ক. geese
- খ. customs
- গ. poetry
- ঘ. spectacles
23. What do you mean by the word 'Gesture'?
- ক. style
- খ. walking
- গ. body movement
- ঘ. talking
24. Fill in the blank : It has been raining - Sunday.
- ক. from
- খ. since
- গ. along
- ঘ. till
25. Identify the word which is spelt incorrectly :
- ক. perseverance
- খ. possesion
- গ. liaison
- ঘ. committee