১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়
1. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
- ক. আফ্রিকা
- খ. দক্ষিণ আমেরিকা
- গ. এশিয়া
- ঘ. ইউরোপ
2. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
- ক. কুতুবদিয়া
- খ. ভোলা
- গ. মহেশখালী
- ঘ. সেন্টমার্টিন
3. বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে-
- ক. হবিগঞ্জ
- খ. মৌলভীবাজার
- গ. সিলেট
- ঘ. কুড়িগ্রাম
4. ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন—
- ক. আব্দুস সালাম
- খ. রফিক উদ্দিন
- গ. আবুল বরকত
- ঘ. সকলেই
5. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
- ক. ঢাকা
- খ. গাজীপুর
- গ. যশোর
- ঘ. সিলেট
6. "স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ" পুরস্কার ২০২০ লাভ করেন।
- ক. আজিজুর রহমান
- খ. ফেরদৌসী মজুমদার
- গ. কালীপন দাস
- ঘ. জাফর ওয়াজেদ
7. জাতির জনক শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়-
- ক. ২৩ মার্চ ১৯৭১
- খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
- গ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৭
- ঘ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬
8. সবার জন্য শিক্ষা' স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
- ক. ১ টাকা
- খ. ২ টাকা
- গ. ৫ টাকা
- ঘ. ১০ টাকা
9. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়?
- ক. রাঙামাটি জেলায়
- খ. খাগড়াছড়ি জেলায়
- গ. বান্দরবান জেলায়
- ঘ. সিলেট জেলায়
10. মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা ডালানোর অভিযোগে আইলিডেতে মামলা দায়ের করে
- ক. গাম্বিয়া
- খ. সেনেগাল
- গ. সৌদি আরব
- ঘ. কুয়েত
11. রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে
- ক. ২৪ ফেব্রুয়ারি ২০২২
- খ. ২৪ মার্চ ২০২২
- গ. ২৪ জানুয়ারি ২০২২
- ঘ. ২৪ এপ্রিল ২০২২
12. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান সদস্য?
- ক. ১৫৪ টি
- খ. ১৭৪ টি
- গ. ১৬৪ টি
- ঘ. ১৮৪ টি
13. 'কিয়েত' কোন দেশের রাজধানী?
- ক. রুমানিয়া
- খ. পোল্যান্ড
- গ. ইউক্রেন
- ঘ. স্পেন
14. অ্যান্তনিও গুতেরেসে জাতিসংঘের কততম মহাসচিব?
- ক. অষ্টম
- খ. নবম
- গ. দশম
- ঘ. একাদশ
15. ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী?
- ক. বরিস জনসন
- খ. লিজ ট্রাস
- গ. ঋষি সুনাক
- ঘ. টনি ব্লেয়ার
16. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?
- ক. ১৯৯৫ সালে
- খ. ১৯৯৬ সালে
- গ. ১৯৯৭ সালে
- ঘ. ১৯৯৮ সালে
17. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো
- ক. লৌহ
- খ. ভিটামিন-সি
- গ. ক্যালসিয়াম
- ঘ. ভিটামিন-এ
18. ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে--
- ক. টিউমারোলজি
- খ. একোলজি
- গ. অঙ্কোলজি
- ঘ. সাইটোলজি
19. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত-
- ক. স্টকহোম
- খ. নাইরোবি
- গ. হেগ
- ঘ. বৈরুত
20. শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় -
- ক. দেহের বৃদ্ধির জন্য
- খ. ক্ষয়রোধের জন্য
- গ. অভাব পূরণে
- ঘ. হাড় গঠনে
- ক. I could solve the problem.
- খ. I could have solved the problem.
- গ. I could solved the problem.
- ঘ. I could
22. আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- ক. Women are playing important role in all spheres of life.
- খ. Nowadays women are playing important role everywhere.
- গ. Women are playing most important roles in all sphere of life.
- ঘ. Nowadays women playing are important role in all spheres of life
23. I fancy I (turn) a trifle pale.
- ক. turned
- খ. turns
- গ. am turning
- ঘ. has turned
- ক. then beg
- খ. than beg
- গ. but I would not beg
- ঘ. to beg