১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২

1. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় ।

  • ক. Death is better than insult.
  • খ. Death is preferable to dishonour.
  • গ. Dishonour is preferable than death.
  • ঘ. Death is acceptable than dishonour.

2. বাংলাদেশ একটি নদীবহুল দেশ ।

  • ক. Bangladesh is a riverine country.
  • খ. Bangladesh is a country of river.
  • গ. Bangladesh is surrounded by river.
  • ঘ. Bangladesh is situated by river.

3. আমার যদি পাখির মত ডানা থাকত!

  • ক. If I would have the wings of a bird !
  • খ. Had I the wings of a bird !
  • গ. I wish that I would have the wings of a bird !
  • ঘ. If I could fly like a bird!

4. মুষলধারে বৃষ্টি হচ্ছে ।

  • ক. It is raining heavily.
  • খ. It is rains continuously.
  • গ. It is raining cats and dogs.
  • ঘ. It has been raining seriously.

5. সে সাঁতার কাটতে জানে না ।

  • ক. He does not know how to swim.
  • খ. He does not know to swim.
  • গ. He do not knows how to swim.
  • ঘ. He cannot know to swim.

6. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ ____

  • ক. ষড় + ঋতু
  • খ. ষড়্ + ঋতু
  • গ. ষট + ঋতু
  • ঘ. ষট্ + ঋতু

8. This collar is too limp _এর অর্থ ___

  • ক. এই কলারটি বড্ড শক্ত
  • খ. এই কলারটি বড্ড খসখসে
  • গ. এই কলারটি বড্ড নরম
  • ঘ. এই কলারটি বড্ড দৃঢ়

9. 'বক্তব্য ' এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

  • ক. বক + তব্য
  • খ. বক + অব্য
  • গ. বক্ত + ব্য
  • ঘ. বচ + তব্য

10. ' উপভাষা ' কোন সমাসের উদাহরণ?

  • ক. তৎপুরুষ সমাস
  • খ. কর্মধারয় সমাস
  • গ. অব্যয়ীভাব সমাস
  • ঘ. বহুব্রীহি সমাস

11. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. প্যারিচাঁদ মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

13. কোন বাক্যটি শুদ্ধ ?

  • ক. দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
  • খ. দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
  • গ. দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
  • ঘ. দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা

14. শকুনি মামা- এর অর্থ_____

  • ক. কুৎসিত মামা
  • খ. সৎ মামা
  • গ. কুচক্রী লোক
  • ঘ. পাতানো মামা

15. To err is human_____

  • ক. মানুষ মাত্রই ভুল করে
  • খ. মানুষ মরণশীল
  • গ. মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন
  • ঘ. কোনটিই নয়

16. তার বয়স বেড়েছে , কিন্তু বুদ্ধি বাড়েনি_____

  • ক. যৌগিক বাক্য
  • খ. মিশ্র বাক্য
  • গ. সরল বাক্য
  • ঘ. সাধারণ বাক্য

17. জল পড়ে , পাতা নড়ে___ ‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্তায় শূন্য
  • খ. অপাদানে শূন্য
  • গ. কর্মে শূন্য
  • ঘ. করণে শূন্য

19. ‘অন্ধজনে দেহ আলো।’___ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্মে ৭মী
  • খ. কর্মে ২য়া
  • গ. সম্প্রদানে ৭মী
  • ঘ. সম্প্রদানে ৪র্থী

20. `A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. সম্পূর্ণভাবে
  • খ. সারাক্ষণ
  • গ. শেষ পর্যন্ত
  • ঘ. মৃত্যু অবধি

21. The correct spelling is _.

  • ক. Humouros
  • খ. Humourious
  • গ. Humorous
  • ঘ. Humorious

22. What is the adjective of 'child' ?

  • ক. Childhood
  • খ. Childly
  • গ. Childish
  • ঘ. Children

23. The man is so weak that he cannot walk. (Simple )

  • ক. The man is too weak to walk.
  • খ. The man is so weak to walk.
  • গ. The man is too weak for him to walk.
  • ঘ. The man is so weak for him to walk.

24. What have you bought? (Passive )

  • ক. What are bought by you?
  • খ. What is bought by you?
  • গ. What are bought by you?
  • ঘ. What has been bought by you?

25. Only Rina can do this sum. (Negative )

  • ক. Only Rina cannot do this sum.
  • খ. Rina cannot do this sum.
  • গ. None but Rina can do this sum.
  • ঘ. Any one but Rina can do this sum.


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics