১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২
51. চট্টগ্রামের নাম 'ইসলামবাদ' কে রাখেন ?
- ক. ইসলাম খান
- খ. শায়েস্তা খান
- গ. ঈশা খাঁ
- ঘ. মীর জুমলা
52. কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু হয় ?
- ক. ১৭৫৬
- খ. ১৮৫৬
- গ. ১৮৮৫
- ঘ. ১৮৯৫
53. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায় ?
- ক. ভিটামিন - এ
- খ. ভিটামিন - বি
- গ. ভিটামিন - ই
- ঘ. ভিটামিন - ডি
54. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় ?
- ক. প্রতিফলন
- খ. প্রতিধ্বনি
- গ. প্রতিসরণ
- ঘ. প্রতিসরাংক
55. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে ?
- ক. ১৯১৩
- খ. ১৯১২
- গ. ১৯১১
- ঘ. ১৯৩১
56. দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে ?
- ক. অসংখ্য
- খ. সমাধান নেই
- গ. দুইটি
- ঘ. একটি
57. বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রী হলে, বৃত্তস্থ কোণ কত ?
- ক. 60 ডিগ্রী
- খ. 30 ডিগ্রী
- গ. 120 ডিগ্রী
- ঘ. 180 ডিগ্রী
58. 50 ডিগ্রী এর পূরক কোণ কোনটি ?
- ক. 130 ডিগ্রী
- খ. 220 ডিগ্রী
- গ. 40 ডিগ্রী
- ঘ. 310 ডিগ্রী
59. সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রী হলে অপর কোণটি কত ?
- ক. 30 ডিগ্রী
- খ. 120 ডিগ্রী
- গ. 60 ডিগ্রী
- ঘ. 0 ডিগ্রী
- ক. 14
- খ. 42
- গ. 168
- ঘ. 588
61. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে ?
- ক. বিষয়ের উপর
- খ. ভাবের উপর
- গ. বিন্যাসের উপর
- ঘ. ভাষার উপর
62. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে____
- ক. বাগ্বিধি
- খ. সমার্থক শব্দ
- গ. ভিন্নর্থক শব্দ
- ঘ. বিপরীত শব্দ
63. ‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
- ক. উৎকৃষ্ট
- খ. অপকৃষ্ট
- গ. নিকৃষ্ট
- ঘ. অপকর্ষ
64. কোন শব্দটি ‘সাগর’ শব্দের সমার্থক নয় ?
- ক. জলধি
- খ. পাথর
- গ. অর্ণব
- ঘ. ভূপতি
66. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ?
- ক. ১০টি
- খ. ১১টি
- গ. ১২টি
- ঘ. ১৩টি
68. ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
- ক. মতঃ + এক
- খ. মতঃ + ঐক্য
- গ. মত + এক
- ঘ. মত + ঐক্য
69. ‘রাজপথ’ __এর ব্যাসবাক্য কোনটি হবে ?
- ক. পথের রাজা
- খ. রাজার পথ
- গ. রাজা নির্মিত পথ
- ঘ. রাজাদের পথ
- ক. শুষ্ক
- খ. শুকনা
- গ. তুলা
- ঘ. তুলো
71. বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন ?
- ক. পলাশী যুদ্ধে
- খ. সিপাহি বিদ্রোহে
- গ. বক্সারের যুদ্ধে
- ঘ. কর্ণাটকের যুদ্ধে
72. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম ______
- ক. মাওরি
- খ. সাঁওতাল
- গ. মুরং
- ঘ. গারো
73. Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে ?
- ক. ব্যাক ব্যাংক
- খ. গ্রামীণ ব্যাংক
- গ. জনতা ব্যাংক
- ঘ. ডাচ - বাংলা ব্যাংক
74. সামাজিক যোগাযোগের মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা হচ্ছেন -
- ক. বিল গেটস
- খ. টিম বার্নার্স লি
- গ. মার্ক জুকারবার্গ
- ঘ. এন্ডি গ্রোড
75. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে ?
- ক. কক্সবাজার
- খ. খাগড়াছড়ি
- গ. বান্দরবান
- ঘ. রাঙামাটি