যতি বা ছেদচিহ্ন

1. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

  • ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
  • খ. ২৬ মার্চ, ১৯৭১
  • গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
  • ঘ. পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত

উত্তরঃ ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

বিস্তারিত

2. প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?

  • ক. বর্ণনামূলক অর্থে
  • খ. প্রশ্নবোধক অর্থে
  • গ. বিরতি অর্থে
  • ঘ. ব্যাখ্যামূলক অর্থে

উত্তরঃ ব্যাখ্যামূলক অর্থে

বিস্তারিত

3. চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?

  • ক. ড্যাস
  • খ. সেমিকোলন
  • গ. দাঁড়ি
  • ঘ. হাইফেন

উত্তরঃ দাঁড়ি

বিস্তারিত

4. কোলন ড্যাস কোনটি?

  • ক. :
  • খ. :-
  • গ. -
  • ঘ. ,

উত্তরঃ :-

বিস্তারিত

5. প্রাচীন যুগে কয় দাঁড়ির প্রচলন ছিল?

  • ক. এক ও দুই দাঁড়ি
  • খ. এক দাঁড়ি
  • গ. দুই দাঁড়ি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ এক ও দুই দাঁড়ি

বিস্তারিত

6. যতি বা ছেদ চিহ্ন কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

  • ক. আরবি
  • খ. সংস্কৃতি
  • গ. ফারসি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

7. যতি বা ছেদচিহ্ন বাক্যে ব্যবহৃত হয়---

  • ক. বাক্যের মধ্যে বিরতির জন্য
  • খ. বাক্যের শোভা বর্ধনের জন্য
  • গ. বাক্যের অর্থ স্পষ্টভাবে বুঝানোর জন্য
  • ঘ. বাক্যের অর্থ সংক্ষেপ করার জন্য

উত্তরঃ বাক্যের অর্থ স্পষ্টভাবে বুঝানোর জন্য

বিস্তারিত

8. যতি বা ছেদ চিহ্ন কয়টি?

  • ক. ১১টি
  • খ. ১০টি
  • গ. ১৩টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

9. সম্বোধনের পর কোন চিহ্ন বসে?

  • ক. সেমিকোলন
  • খ. কমা
  • গ. দাঁড়ি
  • ঘ. ড্যাস

উত্তরঃ কমা

বিস্তারিত

10. কমার(,) বিরতিকাল কতক্ষণ?

  • ক. ১ বলতে যে সময় লাগে
  • খ. ১ বলার দ্বিগুণ সময়
  • গ. ১ সেকেন্ড
  • ঘ. থামার প্রয়োজন নেই

উত্তরঃ ১ বলতে যে সময় লাগে

বিস্তারিত

11. জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কতক্ষণ?

  • ক. ১ বলার দ্বিগুণ সময়
  • খ. ১ উচ্চারণে যে সময় লাগে
  • গ. ১ মিনিট
  • ঘ. ১ সেকেন্ড

উত্তরঃ ১ সেকেন্ড

বিস্তারিত

12. বাক্যে "কমা" অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন কি বসে?

  • ক. সেমিকোলন
  • খ. কোলন
  • গ. ঙ্কোলন ড্যাস
  • ঘ. হাইফেন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

16. উদ্ধরণ চিহ্নের পূর্বে কোন চিহ্ন বসে?

  • ক. সেমিকোলন
  • খ. কমা
  • গ. দাঁড়ি
  • ঘ. ড্যাস

উত্তরঃ কমা

বিস্তারিত

17. কোন বর্ণ বিশেষের লোপ বুঝাতে কোন চিহ্ন বসে?

  • ক. কমা
  • খ. উদ্ধরণ
  • গ. বন্ধনী
  • ঘ. ইলেক বা লোপ চিহ্ন

উত্তরঃ ইলেক বা লোপ চিহ্ন

বিস্তারিত

18. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোন চিহ্ন বসে?

  • ক. ড্যাস
  • খ. কোলন ড্যাস
  • গ. ইলেক
  • ঘ. কোলন

উত্তরঃ কোলন ড্যাস

বিস্তারিত

21. পাদচ্ছেদ বলা হয় কোন যতি চিহ্নকে?

  • ক. দাঁড়ি
  • খ. কমা
  • গ. সেমিকোলন
  • ঘ. বিন্দুচিহ্ন

উত্তরঃ কমা

বিস্তারিত

22. ‘কমা’ থাকলে বিরতিকালের পরিমাণ কত?

  • ক. ১(এক) বলতে যে সময় প্রয়োজন
  • খ. ১(এক) বলার দ্বিগুণ সময়
  • গ. ১(এক) সেকেন্ডে
  • ঘ. থামার প্রয়োজন নেই

উত্তরঃ ১(এক) বলতে যে সময় প্রয়োজন

বিস্তারিত

23. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ?

  • ক. ১০টি
  • খ. ১১টি
  • গ. ১২টি
  • ঘ. ১৩টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

24. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ?

  • ক. সেমিকোলন
  • খ. কমা
  • গ. দাঁড়ি
  • ঘ. কোলন

উত্তরঃ কমা

বিস্তারিত

25.  হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

  • ক.
  • খ.
  • গ.
  • ঘ.

উত্তরঃ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects