ছন্দ প্রকরণ

1. ‘লৌকিক ছন্দ’ কাকে বলে?

  • ক. অক্ষরবৃত্তকে
  • খ. মাত্রাবৃত্তকে
  • গ. স্বরবৃত্তকে
  • ঘ. গদ্য ছন্দকে

উত্তরঃ স্বরবৃত্তকে

বিস্তারিত

2. ছেলে-ভুলানো ছড়াসমূহ সাধারণত কোন ছন্দে লেখা হয়?

  • ক. মাত্রাবৃত্ত
  • খ. অক্ষরবৃত্ত
  • গ. স্বরবৃত্ত
  • ঘ. সমিল মুক্তক

উত্তরঃ স্বরবৃত্ত

বিস্তারিত

3. ‘পয়ার’ কোন ছন্দের অন্তর্ভুক্ত?

  • ক. মাত্রাবৃত্ত
  • খ. স্বরবৃত্ত
  • গ. অক্ষরবৃত্ত
  • ঘ. অমিত্রাক্ষর

উত্তরঃ অমিত্রাক্ষর

বিস্তারিত

4. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-

  • ক. অন্ত্যমিল আছে
  • খ. অন্ত্যমিল নেই
  • গ. চরণের প্রথমে মিল থাকে
  • ঘ. বিশ মাত্রার পর্ব থেকে

উত্তরঃ অন্ত্যমিল নেই

বিস্তারিত

5. কোন কবি বাংল কাব্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককরেন?/অমিত্রাকষর ছন্দের প্রবর্তক হলেন

  • ক. মোহিত লাল মজুমদার
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. জসীম উদ্দীন
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

6. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. দেবেন্দ্রনাথ সেন
  • ঘ. মোহিতলাল মজুমদার

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

7. মাইকের মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-

  • ক. মহাকাব্যে
  • খ. নাটকে
  • গ. পত্রকাব্যে
  • ঘ. সনেটে

উত্তরঃ সনেটে

বিস্তারিত

8. স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. কবি আবদুল কাদির

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

10. বাংলা ছন্দ কত রকমের?

  • ক. এক রকমের
  • খ. দু রকমের
  • গ. তিন রকমের
  • ঘ. চার রকমের

উত্তরঃ তিন রকমের

বিস্তারিত

11. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-

  • ক. স্বরবৃত্ত
  • খ. পয়ার
  • গ. মাতাবৃত্ত
  • ঘ. অক্ষরবৃত্ত

উত্তরঃ স্বরবৃত্ত

বিস্তারিত

12. কোন ছন্দে যুগ্মধ্বনি সব জায়গাতেই দুই মাত্রা হবে?

  • ক. স্বরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. অক্ষরবৃত্ত
  • ঘ. মুক্তক ছন্দ

উত্তরঃ মাত্রাবৃত্ত

বিস্তারিত

13. 'বঙ্গভাষা' মাইকেল মধুসূদন দত্তের কোন ধরনের রচনা?

  • ক. নাটক
  • খ. কাহিনী কাব্য
  • গ. প্রহসন
  • ঘ. সনেট

উত্তরঃ সনেট

বিস্তারিত

14. রবীন্দ্রনাথ কোন ছন্দকে চূড়ার ছন্দ বলেছেন?

  • ক. স্বরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. অক্ষরবৃত্ত
  • ঘ. মুক্তক ছন্দ

উত্তরঃ স্বরবৃত্ত

বিস্তারিত

15. যে ছন্দে যুক্তধ্বনি সবসময় একমাত্রা হিসাবে গননা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?

  • ক. মাত্রাবৃত্ত ছন্দ
  • খ. অক্ষরবৃত্ত ছন্দ
  • গ. স্বরবৃত্তছন্দ
  • ঘ. পয়ার ছন্দ

উত্তরঃ অক্ষরবৃত্ত ছন্দ

বিস্তারিত

17. বাংলা কবিতায় 'ছন্দের জাদুকর' কে?

  • ক. সত্যেন্দ্রনাথ দত্ত
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. সুকান্ত ভট্টাচার্য
  • ঘ. ঈশ্বরগুপ্ত

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

18. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান' -কোন ছন্দে রচিত?

  • ক. স্বরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. অমিত্রাক্ষর
  • ঘ. অক্ষরবৃত্ত

উত্তরঃ স্বরবৃত্ত

বিস্তারিত

19. 'তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ' কোন ছন্দ?

  • ক. পয়ার
  • খ. একপদী
  • গ. মুক্তক
  • ঘ. গৈরিশ

উত্তরঃ পয়ার

বিস্তারিত

20. 'ছন্দের যাদুকর' কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. দ্বিজেন্দ্রলাল রায়
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

21. কোন কবি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন?

  • ক. মোহিতলাল মজুমদার
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

23. সনেটের শেষ অংশকে কি বলে?

  • ক. শেষ সপ্তম
  • খ. ষষ্টক
  • গ. অষ্টক
  • ঘ. ষষ্ঠী

উত্তরঃ ষষ্টক

বিস্তারিত

24. ধ্বনিপ্রধান ছন্দ বলা হয় কোন ছন্দকে?

  • ক. স্বরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. অক্ষরবৃত্ত
  • ঘ. লৌকিক

উত্তরঃ মাত্রাবৃত্ত

বিস্তারিত

25. যৌগিক ছন্দ বলা হয় কোন ছন্দকে?

  • ক. অক্ষরবৃত্ত
  • খ. মাত্রাবৃত্ত
  • গ. স্বরবৃত্ত
  • ঘ. সনেট

উত্তরঃ অক্ষরবৃত্ত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects