৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়
- ক. I have a computer
- খ. I had a computer
- গ. I has a computer
- ঘ. I am a computer
2. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
- ক. ১৯৯০ সাল
- খ. ১৯৯০ সাল
- গ. ১৯৯২ সাল
- ঘ. ১৯৯৩ সাল
3. 'লেডি উইথ দি ল্যাম্প' কার উপাধি ?
- ক. সরোজিনী নাইডু
- খ. ফ্লোরেন্স নাইটিংঙ্গেল
- গ. মাদার তেরেসা
- ঘ. যামিনী রায়
4. বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান ?
- ক. এম হোসেন আলী
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. অধ্যাপক ইউসুফ আলী
- ঘ. তাজউদ্দীন আহমদ
5. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশেকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
- ক. ১০ টি
- খ. ১১ টি
- গ. ১২ টি
- ঘ. ১৩ টি
7. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
- ক. ভারত
- খ. ভুটান
- গ. মালয়েশিয়া
- ঘ. সেনেগাল
8. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি ?
- ক. তেঁতুলিয়া
- খ. পাটগ্রাম
- গ. হালুয়াঘাট
- ঘ. তাহিরপুর
11. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে । চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রী ঘোরে ?
- ক. ৩৬০ ডিগ্রী
- খ. ৩০০ ডিগ্রী
- গ. ১৮০ ডিগ্রী
- ঘ. ৩০ ডিগ্রী
12. কোনো ত্রিভুজের দুটি কোণ ১০ ডিগ্রী এবং ৮০ ডিগ্রী হলে ত্রিভুজটি হবে____
- ক. স্থুলকোণী
- খ. সমকোণী
- গ. সূক্ষ্মকোণী
- ঘ. সমবাহু ত্রিভুজ
13. কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে । সংখ্যাটি কত ?
- ক. 53
- খ. 63
- গ. 36
- ঘ. 35
15. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায় । ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে ?
- ক. ৫ ঘন্টা
- খ. ৭.৫ ঘন্টা
- গ. ৯ ঘন্টা
- ঘ. ৪ ঘন্টা
16. ‘দর্শক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
- ক. দৃ + অক
- খ. দৃশ্ + ষ্ণক
- গ. দৃশ্ + অক
- ঘ. দৃ + শক্