প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজশাহী বিভাগ

1. কোন বানানটি শুদ্ধ?

  • ক. উন্মিলণ
  • খ. উন্মীলণ
  • গ. উন্মিলন
  • ঘ. উন্মীলন

3. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. He is not on the committee.
  • খ. He is not in the committee.
  • গ. He is not with the committee.
  • ঘ. He is not at the committee.

4. কোনটি Collective Noun ?

  • ক. Books
  • খ. Girl
  • গ. Library
  • ঘ. Soldiers

5. কোন বানানটি শুদ্ধ?

  • ক. Colaboration
  • খ. Colaboretion
  • গ. Collaboration
  • ঘ. Collaboretion

11. ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. ফ্রান্স
  • খ. জার্মানি
  • গ. ব্রাজিল
  • ঘ. ইতালি

12. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়।

  • ক. বায়ুচাপ বেড়ে যায়
  • খ. বায়ুচাপ কমে যায়
  • গ. বায়ুচাপ স্থির থাকে
  • ঘ. বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে

13. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম ?

  • ক. কালো
  • খ. সাদা
  • গ. বেগুনি
  • ঘ. হলুদ

14. ব্রোঞ্জ হলো-

  • ক. তামা ও লোহার সংকর
  • খ. টিন ও দস্তার সংকর
  • গ. তামা ও টিনের সংকর
  • ঘ. লোহা ও দস্তার সংকর

15. সিস্টোলিক চাপ বলতে বোঝায়-

  • ক. হৃৎপিণ্ডের সংকোচন চাপ
  • খ. হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
  • গ. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
  • ঘ. এর কোনোটিই নয়

16. 'রতন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র ?

  • ক. কাবুলিওয়ালা
  • খ. চোখের বালি
  • গ. পোস্টমাস্টার
  • ঘ. ক্ষুধিত পাষাণ

17. "উনপাঁজরে' বাগধারাটির অর্থ কি?

  • ক. সবল পাঁজর যার
  • খ. নরম পাঁজর ধার
  • গ. দুর্বল
  • ঘ. ভাগ্যবান

18. "বিষবৃক্ষ' কোন সমাস?

  • ক. কর্মধারয় সমাস
  • খ. ততপুরুষ সমাস
  • গ. বহুব্রীহি সমাস
  • ঘ. অব্যয়ীভাব

20. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?

  • ক. সেলিম আল দীন
  • খ. মামুনুর রশীদ
  • গ. আবদুল্লাহ আল মামুন
  • ঘ. সৈয়দ শামসুল হক

21. ' মরতে হবে' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে দ্বিতীয়া
  • খ. কর্মকারকে দ্বিতীয়া
  • গ. করণ কারকে দ্বিতীয়া
  • ঘ. অপাদান কারকে দ্বিতীয়া

22. "শরীর ভালো হয় বাক্যে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে সপ্তমী
  • খ. করণ কারকে সপ্তমী
  • গ. অপাদান কারকে সপ্তমী
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী

23. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?

  • ক. ওয়াট
  • খ. ওয়াট-ঘন্টা
  • গ. জুল
  • ঘ. কিলোওয়াট-ঘন্টা

24. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

  • ক. অ্যালুমিনিয়াম
  • খ. তামা
  • গ. দস্তা
  • ঘ. সীসা

25. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর -

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. হাইড্রোজেন
  • ঘ. নাইট্রোজেন


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics