বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ

1. ‘য’ এর উচ্চারণ স্থানগত অবস্থান কি?

  • ক. কন্ঠ
  • খ. তালব্য
  • গ. দন্তমূলীয়
  • ঘ. মূর্ধন্য ব্যঞ্জন

4. ‘ভবিষ্যৎ’ শব্দটির উচ্চারণ কোনটি?

  • ক. ভোবিশ্শত্
  • খ. ভবিশ্শতো
  • গ. ভোবিষত
  • ঘ. ভোবিষ্শ্‌ত

5. নিচের কোনটি সমীভবন এর উদাহরণ?

  • ক. করতে > কত্তে
  • খ. লেবু > নেবু
  • গ. শাক > শাগ
  • ঘ. বসু > বোসু

6. বাংলা একাডেমি কত সালে ‘প্রমিত বানানের নিয়ম' প্রণয়ন করে?

  • ক. ১৯৯১ সালে
  • খ. ১৯৯২ সালে
  • গ. ১৯৩৬ সালে
  • ঘ. ১৯৮৮ সালে

7. জীবনানন্দ দাশ এর প্রকাশিত প্রথম কবিতা কোনটি?

  • ক. বর্ষা আবাহন
  • খ. ঝরাপালক
  • গ. দেশবন্ধুর প্রয়াণে
  • ঘ. মহাপৃথিবী

8. নিচের কোনটি শুদ্ধ?

  • ক. পোস্ট
  • খ. স্টেশন
  • গ. কর্ণেল
  • ঘ. বামুন

9. নিচের কোনটি সঠিক?

  • ক. √গৈ+ক্তি = গীতি
  • খ. √গৈ+ক্তী = গীতি
  • গ. √গৈ+ক্তি = গিতী
  • ঘ. গৈ+√ক্তি = গীতি

10. রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

  • ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
  • খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
  • গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
  • ঘ. সমস্যাপূরণ, মুকুট ও সুভা

11. ‘এ ভরা বাদর, মাহ ভাদর শূন্য মন্দির মোর’- কে লিখেছেন?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. গোবিন্দ দাস
  • ঘ. বিবেকানন্দ

12. ‘গড্ডলিকা’ ছোট গল্প কার রচিত?

  • ক. রাজশেখর বসু
  • খ. সুবেধ ঘোষ
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

13. অভিধানে কোন শব্দটি আগে বসবে?

  • ক. চাঁদা
  • খ. চানা
  • গ. চালা
  • ঘ. চাঁটি

14. নিচের কোন শব্দটি তুর্কি শব্দ?

  • ক. ফিতা
  • খ. পেয়ারা
  • গ. কোর্মা
  • ঘ. শিশি

15. উভয় পদের অর্থ প্রধান থাকে কোন সমাসে?

  • ক. অব্যয়ীভাব সমাস
  • খ. তৎপুরুষ সমাস
  • গ. দ্বন্দ্ব সমাস
  • ঘ. বহুব্রীহি সমাস

16. বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি?

  • ক. বার্তাবহ যন্ত্র
  • খ. বাংলা প্রেস
  • গ. রংপুর বার্তা
  • ঘ. মিলন বার্তা প্রেস

17. ‘যে অরণ্যে আলো নেই' নাটক এর নাট্যকার হলেন-

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. আলাউদ্দিন আল আজাদ
  • গ. মমতাজউদ্দিন আহমেদ
  • ঘ. নীলিমা ইব্রাহিম

18. ‘জলে ফেলা' বাগধারাটির অর্থ কি?

  • ক. সুপাত্রে পড়া
  • খ. জলের নিত্য ব্যবহার
  • গ. অপচয় করা
  • ঘ. বিপদে পড়া

19. ‘সব বিষয়ে অল্প জ্ঞান যার' এক কথায় প্রকাশ-

  • ক. পল্লবগ্রাহী
  • খ. সমা
  • গ. অজয়া
  • ঘ. স্মার্ত

21. ‘রাজায় রাজায় যুদ্ধ হয়' বাক্যে রাজায় রাজায় কোন ধরনের কর্তৃকারক?

  • ক. প্রযোজ্য কর্তা
  • খ. ব্যতিহার কর্তা
  • গ. সাধন কর্তা
  • ঘ. উক্ত কর্তা

22. নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

  • ক. এবার মাছ ধরা যাক
  • খ. তোমার বেড়ানো হলো
  • গ. কোথা থেকে আসা হচ্ছে?
  • ঘ. সবকটি

24. নিচের কোনটি ব্যতিক্রম?

  • ক. গীতাঞ্জলি
  • খ. গীতালি
  • গ. গীতবিতান
  • ঘ. গীতিগুচ্ছ

25. 'সত্য মিথ্যা' ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?

  • ক. আলাউদ্দিন আল আজাদ
  • খ. আবু রুশদ
  • গ. আবুল মনসুর আহম্মেদ
  • ঘ. আবুল ফজল


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics