এনএসআই NSI এর সহকারী পরিচালক

1. ‘ক্ষুৎপিপাসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

  • ক. ক্ষুধ + পিপাসা
  • খ. ক্ষুধা + পিপাসা
  • গ. ক্ষুত + পিপাসা
  • ঘ. ক্ষুদ + পিপাসা

2. সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি??

  • ক. মনঃ + কষ্ট = মনোকষ্ট (মনঃকষ্ট)
  • খ. চক্ষু + রোগ = চক্ষুরোগ
  • গ. পরি + কার = পরিষ্কার
  • ঘ. ইতঃ + মধ্যে = ইতোমধ্যে

3. ‘চৌরাস্তা’ কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বিগু কর্মধারয়
  • খ. সংখ্যাবাচক বহুব্রীহি
  • গ. অলুক বহুব্রীহি
  • ঘ. সমানাধিকরণ বহুব্রীহি

4. 'Every man is for himself' - এর সঠিক বাংলা অনুবাদ কী?

  • ক. ইচ্ছা থাকলে উপায় হয়
  • খ. চাচা আপন প্রাণ বাঁচা
  • গ. প্রত্যেকে আমরা পরের তরে
  • ঘ. সবার উপরে মানুষ সত্য

5. 'Graphic' এর বাংলা পরিভাষা কী?

  • ক. নকশা
  • খ. রৈখিক
  • গ. খসড়া
  • ঘ. অঙ্কন

6. কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?

  • ক. রুগ্ন, শিহরণ, বাল্মীকি
  • খ. অদ্যবধি, তিরস্কার, ধরণ
  • গ. দারুন, দৈন্যতা, বৈচিত্র
  • ঘ. জাত্যাভিমান, ব্রহ্মপুত্র, প্রবেশক

7. ‘বিমলা-কুমুদিনী’ কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?

  • ক. ঘরে-বাইরে, যোগাযোগ
  • খ. চতুরঙ্গ, যোগাযোগ
  • গ. ঘরে-বাইরে, শেষের কবিতা
  • ঘ. চোখের বালি, শেষের কবিতা

8. কারক ও বিভক্তি নির্ণয় করুন: কাননে কুসুমকলি সকলি ফুটিল।

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. করণে দ্বিতীয়া
  • ঘ. অপাদানে দ্বিতীয়া

9. ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে কারক ও বিভক্তি নির্ণয় করুন

  • ক. কর্তায় সপ্তমী
  • খ. কর্মে সপ্তমী
  • গ. সম্প্রদানে ষষ্ঠী
  • ঘ. অপাদানে ষষ্ঠী

10. ‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ - কোন ধরনের বাক্য?

  • ক. মিশ্র বাক্য
  • খ. সরল বাক্য
  • গ. যৌগিক বাক্য
  • ঘ. ব্যাস বাক্য

11. বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?

  • ক. অমৃত - গরল
  • খ. তস্কর - সাধু
  • গ. কৃশ - স্থুল
  • ঘ. অর্বাচীন - আধুনিক

13. কোনটি মৌলিক শব্দ?

  • ক. বাঁশি
  • খ. মা
  • গ. তৈল
  • ঘ. জলধি

15. মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি?

  • ক. সংশপ্তক
  • খ. গায়ত্রী সন্ধ্যা
  • গ. আগুন পাখি
  • ঘ. জাহান্নাম হতে বিদায়

16. ‘শোকার্ত তরবারী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. আল মাহমুদ
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. নির্মলেন্দু গুণ

17. বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনগুলো?

  • ক. পোশাক, পছন্দ, হিসাব
  • খ. আড়ং, রং, মোরগ
  • গ. আলাদা, লোকসান, জেলা
  • ঘ. দোকান, শনাক্ত, নিশান


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics