৩৫তম বিসিএস প্রিলি

2. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

  • ক. নিরঞ্জনের রুষ্মা
  • খ. গুপিচন্দ্রের সন্ন্যাস
  • গ. দোহাকোষ
  • ঘ. ময়নামতির গান

3. “তাম্বুল রাতুল হইল অধর পরশে।” -অর্থ কী?

  • ক. ঠোঁটেন পরশে পান লাল হল
  • খ. পানের পরশে ঠোঁট লাল হয়
  • গ. অস্তাচলগামী সূর্য আভায় মুখ রক্তিম দেখা গেল
  • ঘ. অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল

4. ‘হপ্ত পয়কর’ কার রচনা?

  • ক. সৈয়দ আলাওল
  • খ. দীনবন্ধু
  • গ. জৈনুদ্দিন
  • ঘ. অমিয় দেব

5. মঙ্গলকাব্যের কবি নন কে?

  • ক. কানাহরি দত্ত
  • খ. ভারতচন্দ্র
  • গ. মানিক দত্ত
  • ঘ. দাশু রায়

6. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?

  • ক. স্মৃতি কথামালা
  • খ. আত্মকথা
  • গ. আত্মচরিত
  • ঘ. আমার কথা

7. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?

  • ক. খুলনার ‍দক্ষিণ ডিহি
  • খ. ছোটনাগপুর মালভূমি
  • গ. যশোরের কেশবপুর
  • ঘ. কুষ্টিয়ার শিলাইদহ

8. ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?

  • ক. প্রবোধ চন্দ্র সেন
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. প্রমথনাথ বিশি
  • ঘ. প্রদ্যুম্ন মিত্র

9. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

  • ক. কৃষ্ণকুমারী
  • খ. সথবার একাদশী
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. নীলদর্পণ

10. ‘কপাল কুগুলা’ কোন প্রকৃতির রচনা?

  • ক. রোমান্সমূলক উপন্যাস
  • খ. ঐতিহাসিক উপন্যাস
  • গ. বিয়োগান্তক নাটক
  • ঘ. সামাজিক উপন্যাস

11. দ্রোপদী কে?

  • ক. রামায়ণে সীতার সহচারী
  • খ. রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থী নারী
  • গ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী
  • ঘ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

12. “মিলির হাতে স্টেনগান” -গল্পটি কার লেখা?

  • ক. আখতারুজ্জামান ইলিয়াস
  • খ. শহীদুল জহির
  • গ. শওকত ওসমান
  • ঘ. শওকত আলী

13. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?

  • ক. বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
  • খ. শেখ হাসিনা
  • গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • ঘ. এ, কে, ফজলুল হক

14. “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণ।” -গানটির গীতিকার কে?

  • ক. শাহ আবদুল করিম
  • খ. রাধারমন
  • গ. শেখ ওয়াহিদ
  • ঘ. কুদ্দুস বয়াতি

15. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  • ক. আলমগীর কবির
  • খ. হুমায়ন আহমেদ
  • গ. তারেক মাসুদ
  • ঘ. শেখ নিয়ামত আলী

16. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?

  • ক. আবুল হাসান
  • খ. আবুল হোসেন
  • গ. মহাদেব সাহা
  • ঘ. নির্মলেন্দু গুন

17. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?

  • ক. আবুল হাসান
  • খ. হুমায়ন কবির
  • গ. সোমেন চন্দ
  • ঘ. কল্যাণ মিত্র

18. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

  • ক. দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
  • গ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘যাও পাখি’
  • ঘ. অভিজিৎ সেনের ‘বহুচগুালের হাড়’

20. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  • খ. দৈনতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
  • গ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
  • ঘ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

21. ‘Consumer goods’ -এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?

  • ক. ভোক্তার কল্যাণ
  • খ. ক্রয়কৃত পণ্য
  • গ. ভোগ্যপণ্য
  • ঘ. ক্রেতার গুণাগুণ

23. কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?

  • ক. অনুলোম-প্রতিলোম
  • খ. গরিষ্ঠ-লঘিষ্ঠ
  • গ. নশ্বর-শাশ্বত
  • ঘ. হৃষ্ট-পুষ্ট

24. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?

  • ক. পরশু
  • খ. কোকিল
  • গ. পরের ধন
  • ঘ. পাশ্ববর্তী


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics