৩৫তম বিসিএস প্রিলি
76. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
- ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
- খ. সতীদাহ নিবারণ ব্যবস্থা
- গ. দ্বৈত শাসন ব্যবস্থা
- ঘ. পুলিশ ব্যবস্থা
77. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেষ্ট জয় করেন?‘
- ক. ওয়াসফিয়া নাজনীন
- খ. এম. এ.মুহিত
- গ. মুসা ইব্র্রাহিম
- ঘ. নিশাত মজুমদার
78. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?
- ক. আব্দুল মতিন
- খ. শেরে বাংলা এ.কে.ফজলুল হক
- গ. ধীরেন্দ্রনাথ দত্ত
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
79. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে?
- ক. জয়নুল আবেদীন
- খ. এস এম সুলতান
- গ. কামরুল হাসান
- ঘ. রফিকুন্নবী
- ক. হাইল
- খ. ভবদহ
- গ. পাথরচাওলি
- ঘ. আড়িয়াল
81. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ৭ম
- খ. ৯ম
- গ. ৮ম
- ঘ. কোনটিই নয়
82. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার -
- ক. ৬১.১%
- খ. ৫৬.৮%
- গ. ৫৭.৯%
- ঘ. ৬৫.৫%
83. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. কর্নেল শফিউল্লাহ
- গ. জেনারেল এম.এ.জি ওসমানী
- ঘ. মেজর জিয়াউর রহমান
- ক. উন্নত জাতের ভুট্টা
- খ. উন্নত জাতের গম
- গ. উন্নত জাতের আম
- ঘ. উন্নত জাতের চাল
85. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
- ক. ৯১ বর্গ কিলোমিটার
- খ. ৭ বর্গ কিলোমিটার
- গ. ৯ বর্গ কিলোমিটার
- ঘ. ৮ বর্গ কিলোমিটার
86. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. কামাল হোসেন
- খ. নুরুল ইসলাম
- গ. এস. এ. করিম
- ঘ. আনিসুর রহমান
87. জীবনঢুলী কি?
- ক. একটি উপন্যাসের নাম
- খ. একটি আত্মজীবনীর নাম
- গ. একটি কাব্যগ্রন্থের নাম
- ঘ. একটি চলচ্চিত্রের নাম
88. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
- ক. সোহাগ গাজী
- খ. তাইজুল ইসলাম
- গ. রুবেল হোসেন
- ঘ. তাসকিন আহমেদ
89. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
- ক. ২০১৫-২০১৯
- খ. ২০১৭-২০২১
- গ. ২০১৬-২০২০
- ঘ. ২০১৮-২০২২
90. দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegrm) গ্রন্থটির লেখক -
- ক. রিচার্ড সেশন
- খ. গ্যারি জে ব্যাস
- গ. মার্কাস ফ্রান্ডা
- ঘ. পল ওয়ালেচ
91. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
- ক. কুষ্টিয়া গ্রেড
- খ. ঝিনাইদহ গ্রেড
- গ. চুয়াডাঙ্গা গ্রেড
- ঘ. মেহেরপুর গ্রেড
- ক. টাইম
- খ. নিউজ উইকস
- গ. ইকোনোমিষ্ট
- ঘ. ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইকলি
93. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
- ক. রাজশাহী
- খ. চট্রগ্রাম
- গ. ঢাকা
- ঘ. সিলেট
94. ন্যাচরাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
- ক. ইউরিয়া এবং এএসপি
- খ. টিএসপি এবং এএসপি
- গ. ইউরিয়া
- ঘ. ডিএপি
95. ম্যানগ্রোভ কি?
- ক. কেওডা বন
- খ. উপকূলীয় বন
- গ. শালবন
- ঘ. চিরহরিৎ বন
96. নেপালের সর্বশেষ রাজা ছিলেন -
- ক. রাজা ধীরেন্দ্র
- খ. রাজা বীরেন্দ্র
- গ. রাজা জ্ঞানেন্দ্র
- ঘ. রাজা মহেন্দ্র
97. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-
- ক. জাতিপুঞ্জ সৃষ্টি করা
- খ. অটোমানদের জায়গা দখল করা
- গ. ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
- ঘ. জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
98. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে -
- ক. ইউকোসুক
- খ. গোয়াম
- গ. হাওয়াই
- ঘ. সুবিক বে
99. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
- ক. নিকট প্রাচ্য
- খ. দক্ষিণ-পূর্ব এশিয়া
- গ. পূর্ব আফ্রিকা
- ঘ. পূর্ব ইউরোপ
100. ‘গ্লাসনস্তনীতি’ কোন দেশে চালু হয়েছিল?
- ক. চীন
- খ. হাঙ্গেরি
- গ. সাবেক সোভিয়েত ইউনিয়ন
- ঘ. পোল্যান্ড