৩৫তম বিসিএস প্রিলি
102. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তির সংবিধান’ বলা হয়?
- ক. জাপান
- খ. কোস্টারিকা
- গ. পেরু
- ঘ. সুইজারল্যান্ড
103. 'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র -
- ক. সিরিয়া
- খ. ইরাক
- গ. সুদান
- ঘ. সোমালিয়া
104. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রীসভার বৈঠক করেছে?
- ক. ফিজি
- খ. গোয়াম
- গ. পাপুয়া নিউগিরি
- ঘ. মালদ্বীপ
105. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল -
- ক. কমিন্টার্ন
- খ. কমেকন
- গ. কমিনফর্ম
- ঘ. কোনটিই নয়
106. ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় -
- ক. রাশিয়া
- খ. ভারত
- গ. ব্রাজিল
- ঘ. দক্ষিণ আফ্রিকা
107. ‘উইঘুর’ হলো-
- ক. চীনের একটি খাবারের নাম
- খ. চীনের একটি শহরের নাম
- গ. চীনের একটি ধর্মীয় স্থানের নাম
- ঘ. চীনের একটি সম্প্রদায়ের নাম
- ক. ২০০ নটিকেল মাইল
- খ. ৩৫০ নটিকেল মাইল
- গ. ৩০০ নটিকেল মাইল
- ঘ. ৪৫০ নটিকেল মাইল
109. মংডু কোন দু’টি দেশের সীমান্ত এলাকা?
- ক. বাংলাদেশ-মায়ানমার
- খ. বাংলাদেশ-ভারত
- গ. মায়ানমার-চীন
- ঘ. ভারত-মায়ানমার
110. কার্টাগোনা প্রটোকল হচ্ছে -
- ক. জাতিসংঘের যুদ্ধ মোকাবিলা সংক্রান্ত চুক্তি
- খ. জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
- গ. জাতিসংঘের নারী অধিকার বিষয়ক চুক্তি
- ঘ. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
111. ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
- ক. ৫
- খ. ৪
- গ. ৮
- ঘ. ৭
112. 'The Art of War' গ্রন্থের রচয়িতা-
- ক. ক্লজউইজ
- খ. সুন জু
- গ. আলফ্রেড মাহান
- ঘ. কৌটিল্য
113. বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা -
- ক. জাপান
- খ. আফগানিস্তান
- গ. ভারত
- ঘ. চীন
114. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে -
- ক. ৪ অক্টোবর
- খ. ২৯ জুন
- গ. ২৩ অক্টোবর
- ঘ. ১১ ফেব্রূয়ারি
- ক. ব্রাসেলস
- খ. জেনেভা
- গ. লন্ডন
- ঘ. প্যারিস
116. বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
- ক. মৌসুমী বায়ু ঋতুতে
- খ. শীতকালে
- গ. মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
- ঘ. প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
117. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
- ক. বন্যা
- খ. ভূমিকম্প
- গ. খরা
- ঘ. ঘূর্ণিঝড়
118. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নাই?
- ক. আসাম
- খ. ত্রিপুরা
- গ. মিজোরাম
- ঘ. নাগাল্যান্ড
119. ‘জুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
- ক. সাতক্ষীরা, যশোহর, কুষ্টিয়া
- খ. নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
- গ. বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
- ঘ. চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাসমূহ
120. বায়ুমণ্ডলে নাইট্রোজেনর পরিমাণ কত শতাংশ?
- ক. ৭৫.৮%
- খ. ৭৯.২%
- গ. ৭৫.১%
- ঘ. প্রায় ৮০%
121. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
- ক. পার্শ্ব গ্রাবরেখা
- খ. ভি-আকৃতির উপত্যকা
- গ. শৈলশিরা
- ঘ. ইউ-আকৃতির উপত্যকা
122. নিচের কোনটি আপদ (Hazard) -এর প্রত্যক্ষ প্রভাব?
- ক. অর্থনৈতিক
- খ. পরিবেশগত
- গ. সামাজিক
- ঘ. অবকাঠামোগত
123. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
- ক. ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
- খ. স্বয়ংভোগী মিশ্র
- গ. ধান-প্রধান বাণিজ্যিক
- ঘ. স্বয়ংভোগী শষ্য ও পশুপালন
124. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
- ক. পুনর্বাসন
- খ. দুর্যোগ প্রস্তুতি
- গ. ঝুঁকি (Risk)চিহ্নিতকরণ
- ঘ. দুর্যোগ প্রশমণ কর্মকাণ্ড
125. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
- ক. কমিউনিটি পর্যায়ে
- খ. উপজেলা পর্যায়ে
- গ. জাতীয় পর্যায়ে
- ঘ. আঞ্চলিক পর্যায়ে