৩৫তম বিসিএস প্রিলি

156. কোন বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?

  • ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
  • খ. বিয়ে বাড়ী ছেড়ে চলে যাবেন
  • গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
  • ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন

157. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলেচ্য বিষয়?

  • ক. ঐছিক ক্রিয়া
  • খ. ইচ্ছা ও নিরপেক্ষ ক্রিয়া
  • গ. অনৈচ্ছিক ক্রিয়া
  • ঘ. ক ও গ নামক ক্রিয়া

158. মূল্যবোধ (Values) কী?

  • ক. মানষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
  • খ. শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
  • গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
  • ঘ. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

160. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -

  • ক. মত প্রকাশের স্বাধীনতা
  • খ. নিরপেক্ষ বিচার ব্যবস্থা
  • গ. প্রশাসনের নিরপেক্ষতা
  • ঘ. নিরপেক্ষ আইন ব্যবস্থা

161. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?

  • ক. সুশাসনের সামাজিক দিক
  • খ. সুশাসনের মূল্যবোধের দিক
  • গ. সুশাসনের অর্থনৈতিক দিক
  • ঘ. সুশাসনের গণতান্ত্রিক দিক


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics