৩৫তম বিসিএস প্রিলি
151. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
- ক. IOS
- খ. Android
- গ. Windows phone
- ঘ. Symbian
152. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
- ক. ভয়েস টেলিফোনি
- খ. মোবাইল টিভি
- গ. ভিডিও কল
- ঘ. ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
153. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
- ক. Bill Gates
- খ. Andrew S Grove
- গ. Tim Cook
- ঘ. Lawrence J. Ellison
154. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
- ক. RAM
- খ. Terninal
- গ. Clipboard
- ঘ. Hard Disk
155. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
- ক. Super Computer
- খ. Serve
- গ. Network
- ঘ. Enterprise
156. কোন বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
- ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
- খ. বিয়ে বাড়ী ছেড়ে চলে যাবেন
- গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
- ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
157. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলেচ্য বিষয়?
- ক. ঐছিক ক্রিয়া
- খ. ইচ্ছা ও নিরপেক্ষ ক্রিয়া
- গ. অনৈচ্ছিক ক্রিয়া
- ঘ. ক ও গ নামক ক্রিয়া
- ক. মানষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
- খ. শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
- গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
- ঘ. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
159. সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
- ক. আইনের শাসন
- খ. সাম্য
- গ. নৈতিকতা
- ঘ. উপরের সবগুলো
160. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
- ক. মত প্রকাশের স্বাধীনতা
- খ. নিরপেক্ষ বিচার ব্যবস্থা
- গ. প্রশাসনের নিরপেক্ষতা
- ঘ. নিরপেক্ষ আইন ব্যবস্থা
- ক. সুশাসনের সামাজিক দিক
- খ. সুশাসনের মূল্যবোধের দিক
- গ. সুশাসনের অর্থনৈতিক দিক
- ঘ. সুশাসনের গণতান্ত্রিক দিক
162. “আইনের চোখে সব নাগরিক সমান।” - বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
- ক. ধারা ০৭
- খ. ধারা ৩৭
- গ. ধারা ২৭
- ঘ. ধারা ৪৭
163. Johanneshurg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
- ক. টেকসই উন্নয়ন
- খ. ধর্মীয় প্রতিষ্ঠানর উন্নয়ন
- গ. সাংস্কৃতিক উন্নয়ন
- ঘ. উপরের কোনটিই নয়
164. ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
- ক. জাতিসংঘ
- খ. বিশ্বব্যাংক
- গ. ইউ.এন.ডি.পি
- ঘ. আই.এম.এফ.
165. নিপপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
- ক. সামাজিক অবক্ষয়ের
- খ. সুশাসনের
- গ. মূল্যবোধ অবক্ষয়ের
- ঘ. শিক্ষার গুণগতমানের
- ক. 1.50
- খ. 3.00
- গ. 2.50
- ঘ. 4.00
168. দুইটি সংখ্যার গ. সা. সু. গু. 11 এবং ল. সা. গু 7700 । একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি-
- ক. 318
- খ. 283
- গ. 308
- ঘ. 279